সকল বন্ধুদের জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আবারো
হাজির হলাম নতুন এক টিপস নিয়ে। আমাদের যাদের পিসি আছে তাদের অনেকের একটা
সমস্যা হয় আর সেটা হল পিসি বুট হতে বেশি সময় নেয়। পিসির বুট সময় কমানোর
অনেক উপায় আছে। আজকে একটা উপায় নিয়ে কিছু বলবো। যাদের পিসির প্রসেসর
ডুয়েলকোর বা তার উপরে তারা চাইলে সামান্য একটু কাজ করে উইন্ডোজ এর বুট টাইম
কমাতে পারেন। কি করে করবেন তা নিছে দিলাম।
প্রথমে Run অপশন এ গিয়ে msconfig লিখে এন্টার প্রেস করুন। এরপর একটা উইন্ডো ওপেন হবে। এখনে Boot অপশন এ ক্লিক করুন।
এখন Advanced Option এ ক্লিক করুন। দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে।
এখনে দেখুন Number of processor নামে একটা অপশন আছে। এখনে আপনার প্রসেসর
অনুজাই নাম্বার দিন। যদি ডুয়েল কোর হয় তাহলে ২ দিন এবং এর উপরে হলে ৩/৪
দিন।
সবশেষে Ok করে বের হয়ে আসুন। আশা করি আপনার উইন্ডোজ এর বুট টাইম অনেক কমে যাবে।
প্রথমে Run অপশন এ গিয়ে msconfig লিখে এন্টার প্রেস করুন। এরপর একটা উইন্ডো ওপেন হবে। এখনে Boot অপশন এ ক্লিক করুন।
সবশেষে Ok করে বের হয়ে আসুন। আশা করি আপনার উইন্ডোজ এর বুট টাইম অনেক কমে যাবে।