স্মার্টফোন থেকে পোস্ট লেখার নিয়ম

অনেকেই আছেন যারা এ ধরনের ব্লগে এর আগে লিখেন নি, তারা কিভাবে পোস্ট লিখবেন এটা বুঝতে পারেন না। প্রায়ই fb এ মেসেজে অনেকে জিজ্ঞেস করেন মোবাইল থেকে পোস্টে ছবি যুক্ত করব কিভাবে? অথবা কিভাবে লিংক এড করব? ফিচার ইমেজ কিভাবে দিব?!!
এসব কমন প্রশ্নের উত্তর দিতে দিতে এই বিষয় নিয়া টিউটোরিয়াল লিখার তাগিদ অনুভব করলাম।
মূলত ওয়ার্ডপ্রেস ব্লগ গুলি পিসি নির্ভর হওয়ায় মোবাইল দিয়ে পোস্ট লেখাটা অনেক ঝামেলাপূর্ণ কাজ। তবে যাদের স্মার্টফোন আছে তারা Chrome, Firefox, বা UC Browser দিয়ে পোস্ট লিখতে পারেন।
আমি এই টিউটোরিয়াল লিখতে এন্ড্রয়েড সেটের Chrome Browser ইউজ করেছিঃ
এবার আসুন শুরু করা যাক।
প্রথমেই আপনার Account এ লগ ইন করুন নিচের লিংক দিয়েঃ  http://www.projuktibarta.com/login
লগ ইন করার পর নিচের ছবির মত ” প্রকাশনা সমূহ ” তে ক্লিক করে ” নতুন আরেকটি ” তে ক্লিক করুন।

received_952611818103441
এখন এ পেজ আসবে সেখানে ২ টা বক্স পাবেন। প্রথম বক্সে আপনার পোস্টের শিরোনাম লিখুন, ২য় বক্সে পোস্টের বিস্তারিত লিখবেনঃ
received_952617044769585
পোস্টে ছবি যুক্ত করবেন কিভাবেঃ
যেইখানে ছবি যুক্ত করতে চান সেখানে স্ক্রল রেখে, ” নতুন মিডিয়া যুক্তকরুন ” অপশনে ক্লিক করুনঃ
received_952613811436575

এরপর নিচের ছবির মত বক্স আসবে সেখানে ” Upload Files ” এ ক্লিক করে ” ফাইল নির্বাচন করুন ” অপশনে ক্লিক করে Documents এ ক্লিক করে ফোনে থাকা ছবিটি নির্বাচন করুনঃ
received_952616531436303
ছবিটি আপলোড শেষ হলে ” Insert into Post ” এ ক্লিক করুন, ইচ্ছা করলে ছবির Allignment ও ছবির মাপ ঠিক করে দিতে পারেনঃ
received_952615724769717
ছবি যুক্ত করা শেষ! এবার,
কিভাবে পোস্টে লিংক যুক্ত করবেনঃ
যে লেখাটিকে আপনি লিংক হিসেবে ব্যাবহার করতে চান সেটিকে আগে Mark করে নিন নিচের ছবির মত, এরপর ছবিতে গোল চিহ্ন দেয়া অপশনটিতে ক্লিক করুনঃ
( লেখা আগে মার্ক করে না নিলে হবে না)
received_952610931436863
ক্লিক করার পর নিচের ছবির মত বক্স আসবে সেখানে URL লেখার বক্সে আপনার কাংখিত লিংক লিখুন এবং নিচের বক্সে লিংকএর একটা শিরোণাম দিন। তার নিচে Open link in new Window এ টিক চিহ্ন দিনঃ
Screenshot_2015-04-18-22-41-07
সতর্কতাঃ   কোন অপ্রয়োজনীয় / Referral link / Ad লিংক পোস্টে দিবেন না। তাহলে আপনার লেখা প্রকাশ করা হবে না। এমনকি প্রয়োজন হলে আপনার লেখার ক্ষমতা কেড়ে নেয়া হতে পারে!! 
লিংক ও ছবি দুটোই লেখার ভিতর যুক্ত করলেন। মানে আপনার লেখা প্রকাশ করার সময় এসেছে।
এখন লেখার একটা বিভাগ নির্বাচন করুন। একটির বেশি বিভাগ দিবেন নাঃ
Screenshot_2015-04-18-22-41-36
এবার ট্যাগ সিলেক্ট করুন / নিজে ট্যাগ বক্সে লিখে নতুন ট্যাগ যুক্ত করতে পারেন। একটা লেখার জন্য কমপক্ষে ৩ টা ট্যাগ ইউজ করুনঃ
received_952613258103297
নির্বাচিত ছবি দিনঃ
এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কারন Feature Image / নির্বাচিত ছবি ছাড়া আপনার পোস্ট প্রকাশ হবে না। পোস্টের সাথে সংশ্লিষ্ট একটা ছবি দিন নিচের ছবিতে দেখুনঃ
received_952612928103330
এবার ইচ্ছা করলে আপনার পোস্টে Review / Rating অপশন রাখতে পারেন, এ জন্য নিচের ছবির মত Taqyeem – Review Option এ গিয়ে Review box position,  Buttom of the post নির্বাচন করুন।
Screenshot_2015-04-18-22-43-44
এবার আপনার লেখা প্রকাশ করুন। আর কোন কিছু করার দরকার নেই।
received_952612248103398
লেখা রিভিউয়ের জন্য অপেক্ষমান থাকবে। একজন এডমিন লেখাটি যাচাই করে প্রকাশ করে দিবেন।
ধন্যবাদ।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট