সব থেকে সুন্দর একটি ফটো এডিটিং সফটওয়্যার ডাউনলোড করুন

আমি আজ পর্যন্ত যত ফটো এডিটিং সফটওয়্যার দেখেছি, তার মধ্যে এই সফটওয়্যার টি সবথেকে সহজ।
এটির মধ্যে এমন সব টুলস আছে যেগুলো ব্যবহার করে যেকোনো ফটোকে খুবই সহজেই এবং তাড়াতাড়ি খুব সুন্দর করে তোলা যায়। ফটো এডিটিং সফটওয়্যার টি যে ব্যবহার করবে তারই ভাল লাগবে আমার গ্যরান্টি।
Photo Instrument- Bengali Tutorial
নিচের ডাউনলোড লিংক থেকে ফটো এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড করে নেন।
নিচের একটা ফটো দেখুন…
Photoinstrument Bengali Tutorial
দেখলেন তো?
এবার মোটামুটি একটু এডিটিং করার পর ফটো টি দেখুন।
Photo Instrument Bengali Tutorial
দেখেছেন?
কেমন সুন্দর হয়ে গেল?
ফটো এডিটিং এ এছাড়া আরও কিছু টুলস আছে।
  • একটি টুলস আছে যেটি দিয়ে আপনি আপনার ফটো থেকে যেকোনো জিনিস মুছে ফেলতে পারবেন, ধরুন আপনি আর আপনার বন্ধু একটা ফটো তুললেন কিন্তু আপনার ওই যায়গাতেই একা একা দাড়িয়ে থাকতে ইচ্ছা করছে, তাহলে এই সফটওয়্যারটা দিয়ে সহজেই তা করতে পারবেন।
  • যেকোনো মোটা মানুষকে আপনি সহজেই এই সফটওয়্যার দিয়ে রোগা, পাতলা ও সুন্দর করে তুলতে পারবেন।
এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর টুলস আছে,
সবগুলো আমি এখন আর বলতে চাইছি না।
এটা ব্যবহার করা খুবই সহজ, তাই আপনি এটা একটু ঘাটলেই সমস্ত কিছু বুঝতে পারবেন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট