লক করুন পিসির মাউস & কিবোর্ড মাত্র ৫ সেকেন্ডে (সফ্টওয়ার-২৩০ কেবি) নিয়ে রাখতে পারেন

Unnamed
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন।
প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। শিরোনাম দেখে হয়তো অনেকটা বুঝতে পেরেছেন আজকের লিখারবিষয়। কোন কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।
প্রথমেই নিচের লিনক থেকে Zip File টি নামিয়ে নিন।
→Download
অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে কম্পিঊটারের কিবোর্ড ও মাঊস লক করতে হয়। কোন মুভি দেখছেন কিন্তু কেউ এসে ডিস্টার্ব করছে উল্টাপাল্টা কিবোর্ড বা
মাঊস ক্লিক করে। আবার আপনি কোন কাজে বাইরে গেলেন পিসিতে কোন কাজ করতে দিয়ে, কিন্তু এসে দেখলেন আপনার কাজটি কেউ বন্ধ করে দিয়েছে। তাছারা ছোট বাচ্চাদের কাছ থেকেপিসিকে সুরক্ষিত রাখতে পিসির মাউস এবং কিবোর্ড লক করে রাখাটাই উত্তম।আর এ কাজটি আপনি করতে পারেন Key Freeze নামক ছোট একটি সফ্টওয়ার দিয়ে।সফ্টওয়ারটি
উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে ফোল্ডারটি আনজিপ করে সফ্টওয়ারটি পিসিতে ইনস্টল করে নিন। ইনস্টল শেষে Key Freeze ওপেন করুন।
লক করার জন্য:
Lock Keyboard & Mouse ক্লিক করুন। ৫
সেকেন্ডের মধ্যে লক হয়ে যাবে।
Unlock করতে: Ctrl + Alt + Delete চাপুন।
তারপর Esc চাপুন। সাথেসাথে কিবোর্ড এবং
মাউস আনলক হয়ে যাবে।
ভাল লাগলে নিচে একখানা Comment করবেন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট