আজ আমার জন্মদিন।

আজ আমার জন্মদিন। প্রতিদিনের মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠলামপরে নামাজ পড়ে মায়ের জন্য, নিজের জন্য এবং সবার জন্য দোয়া করলাম।
জন্মদিন আসলে এখন আর ভাল লাগে না। কারন বয়স বাড়ার সাথে সাথে এখন এটা বুঝতে পারছি যে, আমি সময়ের অবর্তনে হারিয়ে যাবার পথে আরো এক বছর এগিয়ে গেলাম,
এক সময় জন্মদিনে অনেক মজা করে সময় পার করতাম আর এখন এই দিন আসলে নিজকে ঘুটিয়ে চলি,
চোখের সামনে অনেক প্রিয়জন কে হারিয়ে যেতে দেখেছি বলে এই ভাবনা আমাকে আরো বেশি পেয়ে বসে। তবে এটা ঠিক যে, আমার মধ্যে মৃত্যু চিন্তা সেই ছোট বেলা থেকে জমে বসে আছে।জন্ম নিলেই মরতে হবে এটা আমি ছোট বেলা থেকে বুঝতে পারতাম।মৃত্যু বুকের মধ্যে ধারন করার ফলে অনেক পাপের পথে আমি যাই নাই, সুযোগ থাকার ফলেও আমি অনেক পাপের কাজ করি নাই। মৃত্যু চিন্তা আমাকে অনেক ধীর স্থির এবং ভাল পথে চলতে সাহস যুগিয়েছে। মৃত্যু চিন্তার জন্য আমি কখনো কাউকে প্রতারিত করি নাই,  করতেও চাই না।

আজকের এই দিনে, প্রথমেই মায়ের কথা মনে পড়ে, মায়ের মুখ ভেসে উঠে, যে মায়ের জন্য আমি এই দুনিয়ার মুখ দেখেছি,আর তার জন্য আমি কি করেছি? তবে আজ এই ভেবে মনে কষ্ট লাগে যে, এই মায়ের জন্য আমি তেমন কিছুই করতে পারি নাই,আর কখনো করতেও পারবো না। কারণ আমার “মা” আর আমাদের মাঝে নেই, অনেক দিন আগেই আমাদেরকে  রেখে সেই না ফেরার দেশে চলে গিয়েছে।
কিন্তু মা তুমি চলে গেলে কেন? মা তোমাকে ছাড়া আমি বড় একা, বড় অসহায়। মা তুমি ফিরে এসো, একটা বারের জন্য হলেও ফিরে এসো। হে আল্লাহ তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। নয়তো আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও।
মা আজ আমার জন্মদিনে তোমাকে খুব মিস করছি। খুব মিস করছি মা, খুব... খুব...খুব...

“আজ আমার জন্মদিনে যারা আমাকে  শুভেচ্ছা জানিয়েছেন, সবাই কে জানাই অনেক অনেক ধন্যবাদ”


শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট