আপনার Contacts Number সেভ করে রাখুন আজীবন।

প্রথমেই Softwere টি কিভাবে বেব্যহার করবেন ছবি দেখে Clear করে নিন।
https://bdforhad.blogspot.com/wp-content/uploads/2015/08/Screenshot_2015-10-25-23-15-38.png
এবার নিচের লিনক থেকে Softwere টি নামিয়ে নিন।
https://uploadex.com/u76l4zgza0w8

আপনার এন্ডোয়েড মোবাইলের Contacts number গুলোকে সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আমাদের মোবাইল হারিয়ে গেলে ও এত কষ্ট লাগে না, যতটা কষ্ট লাগে contacts number ডিলেট হয়ে গেলে। আমরা যখন এক সিম চেঞ্জ করে অন্য সিম মোবাইলে সংযোগ করি, তখন আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। আমরা যখন কোন কারনে মোবাইল ফরমেট দেই তখন
আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। এতে করে আমরা নাম্বার গুলি সহজে খুজে পাইনা। তাই কন্টাক্ট নাম্বার যেন কোন দিন না হারায় সেই জন্য আমার আজকের
টিউন।
All Viewers এই টিউন্টি শুধু মাত্র android মোবাইল ব্যাবহার কারিদের জন্য। এই কাজটি করতে গেলে আপনার একটি জিমেল একাউন্ট থাকতে হবে।
এন্ডোয়েড মোবাইল ব্যাবহারের সময় আমাদের নানান
প্রয়োজনে জিমেইল এড্রেস দিয়ে লগইন করে রাখতে হয়। আমি আপনাদের কে দেখাব কিভাবে একটি জিমেল একাউন্ট ব্যাবহার করে আপনাদের প্রয়োজনীয়
contacts number গুলি সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আপনার কন্টাক্ট নাম্বার ততদিন সেভ থাকবে, যতদিনআপনার জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ড মনে থাকবে।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট