ফ্রান্সের পতাকা কি মেসেজ বহন করে।

গত কয়েকদিন যাবত দেখছি অনেকেই প্রোপিকে ফ্রান্সের পতাকা ব্যবহার করছে । যারা প্রোপিকে ফান্সের পতাকা দিচ্ছে তারা হয়ত অনেকেই জানে না, ফ্রান্সের জাতীয় পতাকার অর্থ কি ? মানে যে তিনটি রং (লাল, সাদা ও নীল) এর সমন্বয়ে ফ্রান্সের পতাকা গঠিত, এই তিনটি রং কিন্তু কিছু বিশেষ প্রতীক প্রকাশার্থে ব্যবহৃত হয়। আসুন বিষয়টি জেনে নেই-

১) ফ্রান্সের পতাকার লাল এবং নীল অংশটি প্রতিনিধিত্ব করে খ্রিস্টানদের কুমারী মেরী তথা যীশুর মাতার। আর নীল অংশটি প্রতিনিধিত্ব করে খ্রিস্টীয় সাধক সেন্ট মার্টিনের এবং লাল অংশটি প্রতিনিধিত্ব করে প্যারিসের খ্রিস্টান বিশপ সেইন্ট ডেনিসের।

২) আরেকটি ব্যাখ্যায়, লাল অংশটি বিশপ সেইন্ট ডেনিসের, নীল অংশটি সেইন্ট মার্টিনের এবং সাদা অংশটি জোয়ান অফ আর্ক অথবা কুমারী মেরীর প্রতিনিধিত্ব করে।

৩) মধ্যযুগে মুসলিমদের সাথে খ্রিস্টানদের যে যুদ্ধ হয়েছিলো তার নাম ক্রুসেড। এই ক্রুসেডে খ্রিস্টানদের অন্যতম নেতৃস্থানীয় দেশ ছিলো ফ্রান্স। ক্রুসেডের সময় ফ্রান্সের যুদ্ধ ব্যানার ‘অরিফ্লাম’ এর রং ছিল লাল এবং নীল। এক্ষেত্রে পতাকা’র লাল-নীল রং মুসলিম বিরোধী ক্রুসেডারদের কথা মনে করিয়ে দেয়।

৪) অন্য ব্যাখ্যায়- ফ্রান্সের পতাকার লাল অংশটি ফ্রান্সের পুরাতন সমাজের অভিজাত অংশের, নীল অংশটি বুর্জোয়াদের এবং সাদা অংশটি খ্রিস্টান যাজকদের প্রতিনিধিত্ব করে।

৫) আধুনিক ব্যাখ্যায় নীল-সাদা-লাল রং কে বলা ফরাসী বিপ্লবের প্রতীক। আর ফরাসী বিপ্লব হচ্ছে খ্রিস্টান নাস্তিকদের বিপ্লব, যেখানে লক্ষ লক্ষ মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছিলো কথিত নাস্তিক বিপ্লবীরা।

আসলে এই রং খ্রিস্টানরা ব্যবহার করতেও সমস্যা নাই, হিন্দুুদের ব্যবহার করতেও সমস্যা নাই। কিন্তু মুসলমানদের ব্যবহার করতে সমস্যা থাকার কথা। কারণ আমার জানা মতে- মুসলমান এইসব বিষয়ে কিছু না কিছু রেস্ট্রিকশন আছে। কিন্তু দেখা যাচ্ছে সেই রেস্ট্রিকশন ভেঙ্গে আজকাল মুসলিমরা সবার সাথে গা ভাসিয়েছে। আসলে আজকালকার মুসলমানরা অনেকটা হিন্দুদের মত হয়ে গেছে। হিন্দুদের একটা স্বভাব হচ্ছে বড় কিছু দেখলেই তারা প্রণাম করে, মাথা ঢুকে দেয়। যেমন, গাছে একটা বড় আম দেখলো, একটা কাঠাল দেখলো, ব্যস সেটাকে দেবতা ভেবে দিলো মাঠা ঢুকে। এখনকার মুসলমানদের হয়েছে সেই অবস্থা। কিছু একটা দেখলেই বুঝে- না বুঝে লাফ দেয় মাথা ঢুকে বসে। আর এ কারণেই বর্তমান মুসলমানদের এই করুন অবস্থা ।

সবাইকে ধন্যবাদ।

লেখায় প্রয়োজনীয় সূত্র:
১) https://en.wikipedia.org/wiki/Flag_of_France
২) https://en.wikipedia.org/wiki/Oriflamme
৩)http://goo.gl/CDpaHK

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট