সবাই কেমন আছেন? আজ একটি অনেক চমৎকার
উইডগেট নিয়ে হাজির হয়েছি। আজ যে উইডগেট শেয়ার করছি সেটা আপনার সাইটে আপনি
যে সাইটের চান সেই সাইটের অটো লাইভ আপডেট স্ক্রোলিং আকারে দেখাতে থাকবে।
অর্থাৎ আপনি যদি কোন নিউজ সাইটের সর্বশেষ নিউজ আপডেট এই উইডগেটে দিতে চান।
সেটাও পারবেন! অর্থাৎ এই উইডগেটটি মূলত বানানো হয়েছে আরএসএস ফিডের উপর
ভিত্তি করে। অর্থাৎ একটি সাইটের আরএসএস ফিডে আসা সর্বশেষ ফিড বা আপডেটগুলো
এখানে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রোলিং করে যাবে। আপনিও কি আপনার সাইটে যেকোন
পছন্দের সাইটের আপডেট যুক্ত করতে চান। আপনাদের ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস কিংবা
কোডিং করা যে ওয়েবপেজই হোক না কেন। আশা করি আপনাদের বেসিক জ্ঞান আছে কোন
উইডগেট যোগ করার। অর্থাৎ আমি শুধু সোর্স কোড এবং সেটা বিশ্লেষণ করে দিব।
আপনি সেই কোড সাইটে যথানিয়মে বসালেই হয়ে গেল! আর প্রথমে উইডগেটটির লাইভ
ডেমো নিচে দেখে নিন। তারপর কাজে হাত দিন।
<script type="text/javascript">document.write('<script type="text/javascript" src="' + ('https:' == document.location.protocol ? 'https://' : 'http://') + 'feed.mikle.com/js/rssmikle.js"><' + '/script>');</script><script type="text/javascript">(function() {var params = {rssmikle_url: "http://bdforhad.blogspot.com/feeds",rssmikle_frame_width: "100%",rssmikle_frame_height: "300",frame_height_by_article: "",rssmikle_target: "_blank",rssmikle_font: "Arial, Helvetica, sans-serif",rssmikle_font_size: "12",rssmikle_border: "on",responsive: "on",rssmikle_css_url: "",text_align: "left",text_align2: "justify",corner: "on",scrollbar: "off",autoscroll: "on_mc",scrolldirection: "up",scrollstep: "3",mcspeed: "30",sort: "New",rssmikle_title: "on",rssmikle_title_sentence: "প্রযুক্তির ছোঁয়া",rssmikle_title_link: "http://www.bdforhad.blogspot.com",rssmikle_title_bgcolor: "#0066FF",rssmikle_title_color: "#FFFFFF",rssmikle_title_bgimage: "",rssmikle_item_bgcolor: "#FFFFFF",rssmikle_item_bgimage: "",rssmikle_item_title_length: "100",rssmikle_item_title_color: "#0066FF",rssmikle_item_border_bottom: "on",rssmikle_item_description: "title_only",item_link: "off",rssmikle_item_description_length: "150",rssmikle_item_description_color: "#666666",rssmikle_item_date: "gl1",rssmikle_timezone: "Etc/GMT",datetime_format: "%b %e, %Y %l:%M:%S %p",item_description_style: "text",item_thumbnail: "full",article_num: "10",rssmikle_item_podcast: "off",keyword_inc: "",keyword_exc: ""};feedwind_show_widget_iframe(params);})();</script><div style="font-size:10px; text-align:center; "><a href="http://www.bdforhad.blogspot.com" rel="dofollow" target="_blank" style="color:#CCCCCC;">BD FORHAD</a></div>
এবার আসি কোড বিশ্লেষণে। উপরের কোডটি আপনার সাইটে বসাতে হবে। তারপর সেখানে
এডিট করতে হবে সামান্য। কোডগুলোতে দেখতে পাবেন দুইটি রঙিন রঙে দাগানো লেখা
আছে। প্রথম লেখা অর্থাৎ http://bdforhad.blogspot.com/feeds এই লিংকের বদলে আপনি
যে সাইটের আপডেট দিতে চান সেটার আরএসএস ফিড লিংক দিন। আর ব্লগার মারুফ ডট
কম লেখাটির জায়গায় আপনি উইডগেটের টাইটেল বা ওয়েবসাইটটির নাম কিংবা আপনার
ইচ্ছেমত যা খুশি দিতে পারেন। আর দৈর্ঘ্য প্রস্থ নিয়ে ভাববেন না। এই উইডগেট
আপনার পজিশন অনুযায়ী মানিয়ে যাবে। এছাড়াও এটা রেসপন্সিভ হওয়ার কারণে
মোবাইলেও দেখা যাবে ভালো। তারপর সেভ করুন। ব্যাস, যোগ হয়ে গেছে এই অসাধারন
উইডগেটটি।