যেভাবে একটি ব্লগ্স্পট সাইট থেকে সেই সাইটির টেমপ্লেট টি ডাউনলোড করবেন।

আজ আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের ব্লগস্প্ট সাইট থেকে সেই সাইট টির টেমপ্লেট টি ডাউনলোড করে নিতে পারবেন। ট্রিক টা খুব ই সহজ এবং যে কেউ ই এ ট্রিক টা ব্যাবহার করে তার পছন্দের ব্লগার টেমপ্লেট টি পেতে পারেন।
 
এর জন্য আপনাকে যে কাজ টি করতে হবে তা নিম্নরুপ:
প্রথমে যে ব্লগস্প্ট সাইটির টেমপ্লেট টি নিতে চান সেই সাইট টি অপেন করুন
view page source
এবার মাউসের ডান বাটনে ক্লিক করে View Page Source নির্বাচন করুন। অথবা Ctrl+U চাপুন
template name in page source
এবার ছবির মত টেমপ্লেট টির নাম এবং ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
template name search in google
এবার টেমপ্লেট টির নাম কপি করে গুগল সার্চ দিন, সার্চ দেওয়ার সময় টেমপ্লেট টির নামের শেষে blogger template লেখাটি যুক্ত করুন।
হুম, হয়ে গেল। আপনি হয়ে গেলেন টেমপ্লেট চোর :পি

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট