HTML এর উপাদান বা elements
নেস্টেড HTML Elements বা উপাদান
HTML এর Elements বা উপাদান নেস্টেড হতে পারে অর্থাৎ একটা উপাদানের ভেতর অন্য উপাদান থাকতে পারে।
উদাহরন
উদাহরনের বর্ণনা
এখানে ৪ টি HTML Elements বা উপাদান রয়েছে।
১।
এর একটা স্টার্ট বা শুরুর ট্যাগ
২।
৪।
empty বা ফাকা Html elements
- HTML ডকুমেন্ট তৈরি করা হয় যা দিয়ে তাকে HTML element বা উপাদান বলে।
- HTML-এর Elements একটি ট্যাগের সম্পূর্ন অংশ যা কোন ট্যাগ দিয়ে শুরু হয় এবং শেষ হয় আরেকটি ট্যাগ দিয়ে ।
- তবে কিছু কিছু উপাদানের শেষের ট্যাগ থাকেনা।
<tagname>
content</tagname>
<p>
My first paragraph.</p>
নেস্টেড HTML Elements বা উপাদান
HTML এর Elements বা উপাদান নেস্টেড হতে পারে অর্থাৎ একটা উপাদানের ভেতর অন্য উপাদান থাকতে পারে।
উদাহরন
উদাহরনের বর্ণনা
এখানে ৪ টি HTML Elements বা উপাদান রয়েছে।
১।
<html>
element: <html>
দ্বারা সম্পূর্ণ HTML ডকুমেন্ট কে বুঝায়এর একটা স্টার্ট বা শুরুর ট্যাগ
<html>
এবং এন্ডিং বা শেষের ট্যাগ রয়েছে।২।
<body>
element:<body>
এর উপাদানগুলি<body>
এর ডকুমেন্ট কে বুঝায় অর্থাৎ এটি web page এর প্রদর্শিত সকলবিষয় গুলো ধারন করে।- এর শুরুর ট্যাগ
<body>
এবং শেষের ট্যাগ</body>
<h1>
element:<h1>
element একটা শিরোনাম কে বুঝায়- এর শুরুর ট্যাগ
<h1>
এবং শেষের ট্যাগ</h1>
৪।
<p>
element:<p>
element<p>
ট্যাগ দিয়ে শুরু হয় আর শেষ হয়</p>
দিয়ে।<body>
এলিমেন্ট এর মাঝে<p>
এলিমেন্ট থাকে ।- এটি ওয়েব পেজে নতুন একটি paragraph বা অনুচ্ছেদ তৈরি করে ।
empty বা ফাকা Html elements
- Html elements যার ভেতর কোনো কন্টেন্ট থাকেনা তাকে empty বা ফাকা HTML element বলে। যেমনঃ
<br>
একটি ফাকা HTML element যার কোনো এন্ডিং ট্যাগ নেই। - empty বা ফাকা HTML element শেষ করা হয় শুরুর ট্যাগের মাঝে যেমনঃ
<br />