আজ আমি দেখবো কিভাবে ওয়েবপেজ তৈরি করবেন।
HTML এডিটর
আপনি চাইলে html নোটপ্যাড অথবা টেক্সটএডিট এ লিখতে পারেন।
তবে html কোড লেখার জন্য অনেক software আছে যেমনঃ
চলুন দেখা যাক ‘নোটপ্যাড’ ব্যবহার করে কিভাবে নিজের প্রথম ওয়েবপেজ তৈরি করবেনঃ
১। notepad সফটওয়ারটি ইন্সটল করুন। আপনার কম্পিউটারের start মেন্যু থেকে All Programs এ গিয়ে Accessories এ ক্লিক করুন এবং notepad সিলেক্ট করুন। আপনি যদি উইন্ডোজ ৮ ব্যবহারকারী হন তবে কীবোর্ডের উইন্ডোজ বাটন চাপ দিয়ে সার্চ অপশন থেকে notepad লিখে সহজেই নোটপ্যাড ওপেন করতে পারবেন।
২। এখন নোটপ্যাডের মাঝে একটা HTML কোড লিখুন। নিচে একটা Html কোড দেওয়া হল আপনি চাইলে এই কোড টি টাইপ করতে পারেন।
৩। এখন ফাইলটি সেভ করুন। নোটপ্যাডের মেনু থেকে file এ ক্লিক করুন, তারপর save as এ ক্লিক করুন । এরপর ফাইল এর যে কোন নাম দিন ।আমি নাম দিলাম index । ফাইল সেভ করার সময় .html দিয়ে সেভ করুন অর্থাৎ ফাইলটি index.html নামে সেভ হবে।
৪। এখন আপনার সেভ করা ফাইলে ডাবল ক্লিক করুন এবং নিচের মত একটি ওয়েবপেজ দেখতে পাবেন। আপনার ডিফল্ট ব্রাউজার যদি ফায়ারফক্স হয় তবে ওয়েবপেজটি ফায়ারফক্স দিয়েই ওপেন হবেন হবে।
HTML এডিটর
আপনি চাইলে html নোটপ্যাড অথবা টেক্সটএডিট এ লিখতে পারেন।
তবে html কোড লেখার জন্য অনেক software আছে যেমনঃ
- Adobe Dreamweaver
- Microsoft Expression Web
- CoffeeCup HTML Editor
চলুন দেখা যাক ‘নোটপ্যাড’ ব্যবহার করে কিভাবে নিজের প্রথম ওয়েবপেজ তৈরি করবেনঃ
১। notepad সফটওয়ারটি ইন্সটল করুন। আপনার কম্পিউটারের start মেন্যু থেকে All Programs এ গিয়ে Accessories এ ক্লিক করুন এবং notepad সিলেক্ট করুন। আপনি যদি উইন্ডোজ ৮ ব্যবহারকারী হন তবে কীবোর্ডের উইন্ডোজ বাটন চাপ দিয়ে সার্চ অপশন থেকে notepad লিখে সহজেই নোটপ্যাড ওপেন করতে পারবেন।
২। এখন নোটপ্যাডের মাঝে একটা HTML কোড লিখুন। নিচে একটা Html কোড দেওয়া হল আপনি চাইলে এই কোড টি টাইপ করতে পারেন।
৩। এখন ফাইলটি সেভ করুন। নোটপ্যাডের মেনু থেকে file এ ক্লিক করুন, তারপর save as এ ক্লিক করুন । এরপর ফাইল এর যে কোন নাম দিন ।আমি নাম দিলাম index । ফাইল সেভ করার সময় .html দিয়ে সেভ করুন অর্থাৎ ফাইলটি index.html নামে সেভ হবে।
৪। এখন আপনার সেভ করা ফাইলে ডাবল ক্লিক করুন এবং নিচের মত একটি ওয়েবপেজ দেখতে পাবেন। আপনার ডিফল্ট ব্রাউজার যদি ফায়ারফক্স হয় তবে ওয়েবপেজটি ফায়ারফক্স দিয়েই ওপেন হবেন হবে।