HTML টিউটোরিয়াল -৭ >>(HTML স্টাইলিং)

 

HTML স্টাইলিং
  • প্রতিটা HTML এর একটা অটোমেটিক স্টাইল থাকে।( যেমনঃ ব্যাকগ্রাউন্ডের রং হয় সাদা, লেখার রং কালো, লেখার সাইজ হয় ১২ পিক্সেল)
  • এই স্টাইলকে বদলাতে চাইলে style এট্রিবিউট ব্যবহার করতে হবে।
উদাহরণ
figure 1
figure 2
  • এই উদাহরণে ব্যাকগ্রাউন্ডের রং হয় সাদা থেকে ধূসর রঙে পরিবর্তন করা হয়েছে।
  • background color এট্রিবিউটটি শুধু HTML এর পুরোনো ভার্শন গুলতে কার্যকরী HTML 5 এটি সাপোর্ট করেনা।
HTML Style এট্রিবিউট
  • HTML Style এট্রিবিউট লিখতে হয় নিচের নিয়ম অনুসারে
  • style="property:value"
  • এখানে property CSS এর একটি উপাদান যা আমরা পরে CSS শেখার সময় জানবো।
HTML Text Color
  • Color এট্রিবিউট দিয়ে লেখার অক্ষরের রং পরিবর্তন করতে পারবেন।
উদাহরণ
figure 3
figure 4
HTML টেক্সট ফন্ট
  • আপনার HTML টেক্সট কোন ফন্টে রাখবেন তা font-family দ্বারা নির্দিষ্ট করে দিতে পারবেন।
উদাহরণ
figure 5
figure 6
  • <font> ট্যাগটি শুধু HTML এর পুরোনো ভার্শন গুলতে কার্যকরী HTML 5 এটি সাপোর্ট করেনা।
HTML টেক্সট সাইজ
  • font-size ট্যাগের সাহায্যে টেক্সটের সাইজের পরিবর্তন করতে পারবেন ।
figure 6
figure 7
HTML টেক্সট এলাইনমেন্ট
  • ওয়েব পেজে টেক্সটকে সাজানোর জন্য টেক্সট এলাইনমেন্ট ব্যবহার করা হয়।
  • টেক্সটকে পেজের মাঝে বা বামে ডানে রাখার জন্য Declaration করতে হবে
  • যেমনঃ বাম পাশে রাখার জন্য Declaration করতে হবে text-align:left
  • ডান পাশে রাখার জন্য Declaration করতে হবে text-align:right
  • মধ্যস্থানে রাখার জন্য Declaration করতে হবে text-align:center
উদাহরণ
figure 8
  • <center> ট্যাগটি HTML এর পুরোনো ভার্শন গুলতে কার্যকরী HTML 5 এটি সাপোর্ট করেনা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট