Facebook name single forever, this tune is applicable any time and any update of facebook.
টেকটিউনে এটাই আমার প্রথম টিউন তাছাড়া আমি পিসি দিয়ে ভাল করে বাংলা লিখতে পারিনা, তবুও শুরু করলাম।
আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে সিঙ্গেল নাম করতে হয়। এ নিয়ে অনেক টিউন হয়েছে হয়তো কিন্তু সবাই এক একটা প্রোক্সি দেয় যেটা কিছুদিন পর ই বন্ধ হয়ে যায়। তাই আমি নিয়ে এলাম কোনো প্রোক্সি ছাড়া সিঙেল নাম বানানোর টিপস।
প্রথমেই এপ্স টি ইন্সটল করে নিন, এবার ওপেন করে করে ইন্দোনেশিয়া সিলেক্ট করে কানেক্ট করেন, অবিশ্বাস্য এবং চির অসত্য হলেও এটাই সত্যি যে আপনি এখন ইন্দোনেশিয়ায় বসে আছেন 8-)।
কানেক্ট হলে স্ট্যাটাস বার এর উপর দেখে চাবির মত একটা চিনহ আসবে। এবার ওপেরা বা অন্য কোন ব্রাওজারের ডাটা ক্লিয়ার করে তারপর ফেসবুকে লগ ইন করেন। ফেসবুক সেটিং থেকে ভাষা হিসেবে bhasha indoneshia সিলেক্ট করেন, তারপর নাম রিনেম করে শুধু প্রথম অংশ রেখে বাকি অংশ কেটে দেন, তারপর সেভ করেন। দেখেন সুরসুর করে সেভ হয়ে যাবে
প্রথমেই বলেছি এটাই আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা তো আশা করতেই পারি !
টেকটিউনে এটাই আমার প্রথম টিউন তাছাড়া আমি পিসি দিয়ে ভাল করে বাংলা লিখতে পারিনা, তবুও শুরু করলাম।
আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে সিঙ্গেল নাম করতে হয়। এ নিয়ে অনেক টিউন হয়েছে হয়তো কিন্তু সবাই এক একটা প্রোক্সি দেয় যেটা কিছুদিন পর ই বন্ধ হয়ে যায়। তাই আমি নিয়ে এলাম কোনো প্রোক্সি ছাড়া সিঙেল নাম বানানোর টিপস।
প্রথমেই এপ্স টি ইন্সটল করে নিন, এবার ওপেন করে করে ইন্দোনেশিয়া সিলেক্ট করে কানেক্ট করেন, অবিশ্বাস্য এবং চির অসত্য হলেও এটাই সত্যি যে আপনি এখন ইন্দোনেশিয়ায় বসে আছেন 8-)।
কানেক্ট হলে স্ট্যাটাস বার এর উপর দেখে চাবির মত একটা চিনহ আসবে। এবার ওপেরা বা অন্য কোন ব্রাওজারের ডাটা ক্লিয়ার করে তারপর ফেসবুকে লগ ইন করেন। ফেসবুক সেটিং থেকে ভাষা হিসেবে bhasha indoneshia সিলেক্ট করেন, তারপর নাম রিনেম করে শুধু প্রথম অংশ রেখে বাকি অংশ কেটে দেন, তারপর সেভ করেন। দেখেন সুরসুর করে সেভ হয়ে যাবে
প্রথমেই বলেছি এটাই আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা তো আশা করতেই পারি !