ব্লগার নতুন একটি ফিচার যোগ করে ব্যবহারকারীদের জন্য। তাদের নতুন এই ফিচারটির নাম হলঃ Featured Posts Widget। আশা করিছি বুঝে গেছেন যে এই এইটার কাজ কি। হে, আপনি এই উইডগেট এর মাধ্যমে যে কোন একটি পোষ্ট হাইলাইট করতে পারবেন।
আরেকটু সহজ করা বলা যাক। আপনি বিভিন্ন বাংলা ব্লগে দেখবেন যে, যেকোন একটি গুরুত্বপূর্ন্য পোষ্ট নির্বাচিত পোষ্ট আকারে হাইলাইট করে রাখা হয়েছে। এখন আপনি ব্লগারে যেকোন একটি পোষ্ট হাইলাইট করে রাখতে পারবেন। এতে আপনি সহজেই ভিজিটরদের দৃষ্টি আকর্ষন করাতে পারবেন।
এখন হয়ত ভাবছেন যে এই উইডগেট টি কোথায় বসানো যাবে? আপনি আপনার ব্লগের Sidebar অথবা Footer অংশে এই উইডগেটটি বসাতে পারবেন। Blogger Featured Post widget টি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মত শিরোনাম দিতে পারবেন, ইচ্ছা করলে ছবি সরাতে পারবেন। যেকোন লেভেল থেকে যেকোন একটি পোষ্ট নির্বাচিত পোষ্ট হিসেবে হাইলাইট করতে পারবেন। এক কথায় প্রত্যেক ব্লগের জন্য পার্ফেক্ট একটি উইডগেট। তাহলে চলুন এখন দেখা যাক, কিভাবে এটা আপনার ব্লগে যোগ করবেনঃ
প্রথমে Blogger Dashboard > Layout > Add a gadget এ ক্লিক করুন। তার নিচের স্কীনশট এর মত Featured Post এ ক্লিক করুন।
এখন নিচের স্কীনশটের মত করে আপনি যেকোন একটি পোষ্ট সিলেক্ট করে দিয়ে আপনার মত করে কাস্টমাইজ করে নিন।
আশা করি বুঝতে পারছেন বিষয়টা। না বুঝলে নাই। কমেন্ট করবেন বুঝাই দিবো নে :P আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ...