ফেসবুক ফটো অ্যালবাম ডাউনলোড করুন আরো সহজে !

ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ফেসবুক ব্যবহার করেন না এমন লোক কি এই দুনিয়ায় আছে? তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফেসবুক সম্পর্কিত একটি মজার পোস্ট। অনেক সময় দেখা যায় ফেসবুকে নিজের ফটো গুলো বা অন্য কোন বন্ধুর ফটো গুলো ডাউনলোড করার দরকার পরে পড়ে। তখন যদি এক একটি ফটো করে অ্যালবামের সব ফটো গুলো ডাউনলোড করা হয় তাহলে খুব দেরি হয় এবং তা খুব কষ্টকর। তাহলে কিভাবে করবেন?
আসুন দেখে নিন কিভাবে করবেনঃ
১) এই কাজটি করতে প্রথমে আপনাকে আপনার ফায়ার-ফক্স ব্রাউজারে একটি অ্যাড-অন যোগ করতে হবে।
২) অ্যাড-অনটি ইনিস্টল করতে এখানে ক্লিক করুন।
৩) এবার ব্রাউজারটি রিস্টার্ট করে নিন।
৪) আপনি যে ফটো অ্যালবামটি ডাউনলোড করতে চান তাতে যান।
৫) এবার অ্যালবামের যেকোনো স্থানে রাইট বাটন চাপুন এবং Download this Facebook album এ ক্লিক করুন।
৬) এবার কোন ফোল্ডারে ফটো গুলো ডাউনলোড হবে তা সিলেক্ট করুন।
৭) দেখুন ফটো গুলো ডাউনলোড হচ্ছে!
=> কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট