এখানে আপনি যে ফাইল, ফোল্ডার বা সিডি, ডিভিডি র ফাইলকে ISO ফাইলে রুপান্তর করতে চান তা ব্রাউজ করে দেখিয়ে দিন এবং Choose ISO তে ক্লিক করে ISO ফাইলটির নাম দিন ও কোথায় রাখবেন তা দেখিয়ে দিন। এর পর Make ISO তে ক্লিক করুন। দেখুন কিছুক্ষনের মধ্যেই আপনার কাংখিত ISO ফাইল তৈরি হয়ে গেছে। ব্যাস এবার আপনি এই iso যে কোন কাজে লাগাতে পারেন । এবার আরেকটা জিনিষ দেখব চলুন দেখি ISO ফাইলকে কিভাবে Extract করা যায়। File Extract/Convert to ISO তে ক্লিক করুন নিচের চিত্রের মত আসবে।
আপনি যে ISO ইমেজ ফাইলকে Extract করতে চান তা Open image এ ক্লিক করে সিলেক্ট করুন এবং Select folder এ ক্লিক করে কোথায় ফাইলটিকে রাখবেন তা নির্ধারণ করুন। Extract এ ক্লিক করলেই ISO ফাইলটি Extract হয়ে যাবে।
বন্ধুরা আপনি যদি আপনার তৈরি কৃত ISO ফাইলকে সিডি,ডিভিডি অথবা পেন ড্রাইভ এ বুটেবল হিসেবে তৈরি করতে চান আপনাকে এই লিংক থেকে UltraISO Premium ডাউনলোড করে নিয়ে তা দিয়ে করতে হবে।