লুকানো যেকোন পাসওয়ার্ড বের করুন খুব সহজে


 
সঠিক শিরোনাম দিতে পারছিলাম না। তাই অনেক ভাবার পর কূল কিনারা না পেয়ে এই শিরোনামটিই দিয়ে বসলাম। শিরোনামটি যথাযথ হল কিনা সেটাও জানিনা। সঠিক শিরোনাম না হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এতোটুকু বিশ্বাস রাখুন কখনও বিস্তারিত না লিখে, না বুঝিয়ে আপনাদের সামন থেকে চলে যাবেনা ব্লগার মারুফ। তাই চলে যাচ্ছি বিস্তারিততে। প্রথমেই আশ্বাস দিতে পারি আজকের এই ছোট ট্রিকসটি কাজেই আসবে আপনার। আগ্রহ বেড়ে গেলো নাকি? আর অপেক্ষায় রাখব না। যেহেতু শিরোনামে মূল কথাটি বুঝাতে পারিনি তাই প্রথমেই একটু বুঝিয়ে বলি। আপনারা নিশ্চয়ই ভালোভাবেই লক্ষ্য করেছেন যে, কোন সাইটের অ্যাকাউন্টে লগিন করতে গেলে পাসওয়ার্ড লেখার ঘরে আপনার পাসওয়ার্ড সাধারনত গোল কালো চিহ্নের মাধ্যমে লুকানো থাকে। এতে পাসওয়ার্ড টাইপিং এর সময় পাসওয়ার্ড টেক্সট আকারে দেখা যায়না। সব সাইটের পাসওয়ার্ড লেখার ফিচারই এটি। আজ আপনাদের সাথে শেয়ার করবো এই লুকানো পাসওয়ার্ড কিভাবে টেক্সটে কনভার্ট করে দেখা যায় সেই পাসওয়ার্ডটিতে কি লেখা আছে। যাদের এইচটিএমএল বেসিক নলেজ আছে তাদের এটি শেখানোর কিছু নেই। ছোট একটি এইচটিএমএল ট্যাগ পরিবর্তন করে দিয়েই বের করা সম্ভব এই লুকায়িত পাসওয়ার্ড। তার আগে আপনার একটি প্রশ্নের উত্তর দিয়ে নিই। আপনি হয়ত জিজ্ঞাস করবেন যে কি প্রয়োজনে বা কাজে লাগবে এই ট্রিকস। আসলে এই উত্তর আপনার কাছেই। আমি আপনাকে শেখাবো ট্রিকস। আর আপনার সময়ের প্রয়োজনে ঠিকই বুঝে যাবেন এর প্রয়োজনীয়তা। লুকায়িত চিহ্নের যেকোন পাসওয়ার্ড দেখতে আপনি ব্যবহার করতে পারেন এই ট্রিক। আসুন এবার জেনে নেই কিভাবে লুকায়িত পাসওয়ার্ড দেখবেন খুব সহজেই?

  • ব্রাউজারে কাঙ্ক্ষিত লুকায়িত পাসওয়ার্ড -এর উপর মাউসের কার্সর রেখে ডান পাশের মাউস বাটন চাপুন এবং Inspect Element ক্লিক করুন।


  • যে কোডগুলো আসবে সেখানে আপনি type="password" এইচটিএমএল ট্যাগটি দেখতে পারবেন।'

  • এবার শুধু type="password" ট্যাগটির বদলে type="text" দিয়ে বাহিরে যেকোন ফাঁকা স্থানে মাউসের একটি সিঙ্গেল ক্লিক করলেই দেখবেন লুকায়িত পাসওয়ার্ডে কি লেখা ছিল তা দেখা যাচ্ছে। 
 

এইচটিএমএল বেসিক জ্ঞান যাদের আছে তাদের কাছে এই সহজ ট্রিকস আগেরই জানা। তাই ট্রিকসটি শেয়ার করলাম নবীনদের জন্য। যদি আপনার সময়ের প্রয়োজনে কখনও এই ট্রিকস কাজে আসে তবেই আমি সার্থক। দোয়া রাখবেন আমার জন্য। আজকের মতো বিদায়। আল্লাহ্‌ হাফেজ। 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট