এবারে যে কারও অ্যাকাউন্ট হ্যাক করুন কী-লগার দিয়ে!!!!




প্রথমেই বলে নিই যে, আমার এই টিউনটি উৎসর্গ করছি- ইশতিয়াক ভাইকে। তিনি কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছেন কী-লগার নিয়ে টিউন করার জন্য। আমিও কথা দিয়েছিলাম। তাই আজকের এই টিউন।
যদিও এত তাড়াতাড়ি কী-লগার নিয়ে টিউন করার ইচ্ছা ছিল না। আমি চাইছিলাম আগে পিশিং নিয়ে সকল লেখা শেষ করতে। তারপর ধাপে ধাপে.........।
যাই হোক, শুভাকাঙ্খীদের কথা ফেলা খুবই কঠিন। তাই টিউন না করে পারলাম না। আর কথা বাড়ালাম না।

এবারে আসুন শুরু করিঃ-

  

কী-লগারের কাজটা মূলত, অন্যের পিসিতে লুকিয়ে থাকা এবং সকল কার্যক্রম মনিটর করা। তবে আধুনিক কী-লগারসমূহ শুধু মনিটরই করে না। পিসির Scrrenshot নিয়ে, কীবোর্ডের হিস্টরি ক্যাপচার করে সেগুলো মালিকের কাছে পাঠিয়ে দেয়!!! যার সাহায্যে খুব সহজেই যেকারও গোপন তথ্য যেমনঃ- কোন সাইটের/মেইলের ইউসারনেম/পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন।
এটি হ্যাকারদের খুব প্রিয় একটি অপশন। কারণ এটি দিয়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যে কাউকে হ্যাক করতে পারেন!!! তবে এই সফটওয়্যারটি সহজলভ্য নয়। কিছু কিছু পাওয়া গেলেও, সেগুলো হয় ট্রায়াল ভার্সন। তবে আজ আমি আপনাদের একটি ফুল ভার্সন কীলগার উপহার দিব। যেটি অন্যের পিসিতে রান করালে সে কী সফটওয়্যার ব্যবহার করছে, কোথায় লগিন করছে, সব পেয়ে যাবেন!! আপনার নিজের পিসিতেও ব্যবহার করতে পারেন। আপনার ছোট ভাই-বোন কোন অ্যাডাল্ট সাইটে ঢুকছে কিনা, কিংবা কোন খারাপ সাইটে ঢুকছে কিনা, সব মনিটর করতে পারবেন।
তবে আগেই বলে নিই, দুনিয়ার সকল অ্যান্টিভাইরাস কী-লগারকে ভাইরাস হিসাবে ডিটেক্ট করে। কারণ এটি ব্যবহারকারীর অজান্তে তার তথ্য চুরি করে। আমাদের এটাকেও ভাইরাস হিসাবে ধরবে। যদিও এটি ভাইরাস নয়!!! তাই অ্যান্টিভাইরাস ডিসেবল করে কাজ করুন।

  • এবার নিচের ছবির মত "About" এ ক্লিক করুন.
  •  
  • এবার Register এ ক্লিক করুন এবং Username & Password দিয়ে Ok বাটনে ক্লিক করুন। তাহলেই ফুল ভার্সন পেয়ে যাবেন।
  • নিচের ছবির মত Settings এ ক্লিক করুন এবং Advanced Option এ ক্লিক করুন।
  •  
  • নিচের ছবির মত ইমেইলের বক্সে আপনার মেইল অ্যাড্রেস দিন এবং OK করুন। এই মেইলেই আপনাকে পিসির সকল ইনফর্মেশন পাঠিয়ে দেয়া হবে।
  •  
  • এবার Start বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ!!! এখন থেকে সবকিছু মনিটর করে আপনাকে জানিয়ে দেয়া হবে।
আজ এপর্যন্তই!! কী-লগার নিয়ে আগামী পর্বে আপনাদের "রিমোট কী-লগার" এর সাথে পরিচয় করিয়ে দিব!!! যেটি হয়ত কাউকে মেইল করে পাঠালেন, সে যদি ফাইলটিতে ডাবল-ক্লিক করে তাহলেই কেল্লা ফতে!! তার সকল ইনফর্মেশন আপনি ঘরে বসে পেয়ে যাবেন!! সে পর্যন্ত সাথে থাকুন। আজ এখানেই বিদায়......।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট