Opera mini delete হয়ে গেলে ফাইল ফিরে পাওয়ার উপায় জেনে নিন।

অপেরা মিনি Delete কিংবা Mobile হারিয়ে গেলেও আপনার সেভ করা পেজ এবং Adress আবার ফিরে পাবেন। আমরা যারা নেট ব্যবহার করি তাদের কাছে অপেরা একটি প্রয়োজনীয় ব্রাউজার , পেজ কিংবা Adress অনেক সময় আমরা অপেরা তে সেভ করে রাখি।
opera

তাই আমরা বিপাকে পড়ে যাই যখন Opera টা Mobile থেকে Delete হয়ে যায়। তাই যাতে আমাদের Opera Delete কিংবা Mobile হারিয়ে গেলেও আমাদের সেভ করা পেজ এবং  Adress আবার যেন ফিরে পাই।
আর কথা বাড়িয়ে লাভ নেই এখন কাজের কথাই আসি, আপনি যে Opera টা ব্যবহার করেন তার নিচে লেখা আছে দেখুন SYNCHONIZE OPERA ওখানে গিয়ে একটা  ACCOUNT খুলুন। তার পর ঐ অপেরাটা যদি Delete হয়ে যায় নতুন একটা Opera Download করেন।
তারপর ঐ অপেরার SYNCHONIZE-এ গিয়ে  Delete হয়ে যাওয়া অপেরার ACCOUNT দিয়ে লগইন  করেন। এবার লক্ষ্য করে দেখুন আপনার হারিয়ে যাওয়া অপেরার  সব কিছু আবার ফিরে এসেছে ।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট