দেখে নিন ফেসবুকের কোন কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড বা ডিলিট করলো?

আসসালামু আলাইকুম। পরকরুনাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
ফেসবুকে একটা ফিচারের আমরা অনেকেই হয়ত জানি না, সেটা হচ্ছে বন্ধু তালিকার ভেতরে কে কে আপনাকে মুছে দিলো তাদের একটা তালিকা জানার ব্যাবস্থা।
আপ্নার বন্ধু তালিকা যদি অনেক বড় হলে এই ফিচার আপনার জন্য খুবই জরুরী। তবে ফেসবুক যখন নিজে এই ফিচার আমাদের দিচ্ছে না তখন চলুন নিজেরাই ব্যবস্থা করি এরকমএকটি সুবিধার।
ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে নেয়ার আপনাকে ব্যবহার করতে হবে ‘ইউজার স্ক্রিপ্ট’। এই স্ক্রিপ্ট চাইলে আপনি নিজে লিখে নিতে পারেন বা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। এরজন্য প্রথমে আপনাকে gracemonkey নামের একটা প্লাগইন সেটাপ করে নিতে হবে।
ধাপগুলো লক্ষ করুন-
১) মজিলা ফায়ারফক্সের gracemonkey এডঅনসTi ডাউনলোড করে নিন এখান থেকে
২) Greasemonkey সেটাপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট দিয়ে Greasemonkey এনাবল আছে কিনা নিশ্চিত হয়ে নিন।
৩) এবার Unfriend Finder নামের ইউজার স্ক্রিপ্টটি সেটাপ করে নিনএখান থেকে
এবার ফেসবুক খুলে দেখুন উপরে ডানদিকে এবং বামদিকে নিচেরছবির মত Unfriends অপশন যুক্ত হয়ে গিয়েছে।
এটি একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট যা মূল সাইটের কোন পরিব্তন না করে শুধুমাত্র ব্যবহারকারীদেরকাছে ঐ সাইটকে পরিবর্তন করে দেয়। অনেক মজার মজার সব ইউজার স্ক্রিপ্ট পাওয়া যায় অনলাইনে যেগুলো ব্যবহার করে গোটা ফেসবুক সহ আরো অনেক সাইটের চেহারা বদলে দিতে ও বিভিন্ন সুবিধা যুক্ত করে নিতে পারবেন।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত |

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট