আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভাল থাকা এবং আশেপাশের সবাইকে ভালো রাখাটাই সবার কাম্য। যাক গে এত বকবক করে লাভ নাই। চলেন কাজ শুরু করি।
শিরোনাম দেখেই বুঝে গেছেন এখন কি টিউন করতে যাচ্ছি। একটা কথা বলে নিই, আমি কাজটা আমার এন্ড্রয়েড দিয়া করছি। তবে আমি পিসি, স্যাম্বিয়ান এবং জাভার প্রসেসটাও বলে দিব। নিজ দায়িত্বে ট্রাই করবেন। কারন, আমার পিসি বা জাভা, স্যাম্বিয়ান কোনটাই নাই। :O
সবার আগে এন্ড্রয়েড:
আমি কাজটি করেছি Easy Browser Pro দিয়ে। আপনাদের না থাকলে ডাউনলোড করে নিন। নিচে ডাউনলোড লিংক দেয়া আছে।
প্রথমে ব্রাউজার টি ওপেন করুন। তারপর সেটিংস এ যান। Advanced Settings এ ক্লিক করুন। এখনEnable Proxy মার্ক করুন এবং ১ম বক্সে প্রক্সি: 203.97.30.58 ও ২য় বক্সে পোর্ট 8080 লিখুন। এখন আর কিছু করা লাগবে না। ব্যাক করে ব্রাউজার এর ফ্রন্ট পেইজে চলে আসুন।
এবার এড্রেসবারে m.facebook.com লিখুন। লগ ইন করুন এবং একটা স্ট্যাটাস দিন। টেস্ট করার জন্য নিজেই একটা কমেন্ট করুন। দেখুন আপনার কমেন্টে Reply অপশন চইলা আইছে।
ডাউনলোড লিংক: Easy Browser Pro
পিসিতে Mozilla এ উপরে দেয়া প্রক্সি পোর্ট সেট কইরা লন। স্যাম্বিয়ান এবং জাভা ইউজাররাUcBrowser লেটেস্ট টা নামিয়ে সেটিংস এর Network অপশন এ ওই একই প্রক্সি পোর্ট সেট কইরা লন। তারপর একই কাজ করবেন।
আজ আর নয়।
ধন্যবাদ