শাটডাউন অপশন এ অন্যের প্রবেশ বন্ধ করুন

এ জন্য প্রথমে আপনাকে win+r চেপে টাইপ করতে হবে regedit এবং enter press করুন। registry এডিটর ওপেন হলে HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersion PoliciesExplorer এ যান। এবার ডানপাশের খালি যায়গায় মাউসের রাইট ক্লিক করে DWORD ভ্যালু খুলুন এবং তাতে নাম দিন NoClose,এবার ভ্যালু ডাটা 0 এর জায়গায় 1 বসান, ব্যাস কাজ শেষ। এবার দেখুনতো মাউস কিংবা কীবোর্ড দিয়ে পিসি বন্ধ করতে পারেন কিনা। পুনরায় শাটডাউন অপশনে প্রবেশ করতে ভ্যালু ডাটা 1 এর জায়গায় 0 বসান এবং পিসি Restart দিন।
যদি মনে করেন মাউস দিয়ে পিসি Shutdown & Restart করবো কিন্তু অন্য কাউকে করতে দেবনা এর জন্য এখানে ক্লিক করুন এবং Super Fast Shutdown নামক সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এবং ওটা দিয়ে গোপনে শুধু আপনি পিসি Shutdown & Restart দিন।
আর একটা কথা বলে রাখি , এরপর থেকে HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersion PoliciesExplorer এ যেয়ে ভ্যালু ডাটা পরিবর্তন করতে হবে না,শুধু registry এডিটর ওপেন করে Ctrl+F চাপুন এবং লিখুন NoClose প্রেস এন্টার, একইভাবে বার বার ভ্যালু ডাটা পরিবর্তন করতে পারবেন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট