মোবাইল নম্বর আমাদের কাছে অনেক গুরুত্বর্পূন বিষয়। মোবাইল হারিয়ে গেলে
সেই মোবাইল নম্বর আর পাওয়া যায় না, আবার অনেক সময় মোবাইল পরিবর্তন করার ফলে
নম্বর পাওয়া যায় না। তাই আজকে এমন একটি টিউটিরিয়াল নিয়ে হারিজ হলাম যা এই
সমস্যার সমাধান করবে।
যা যা প্রয়োজনঃ
আজ দেখাবো মোবাইল থেকে কিভাবে gmail-এ নম্বর Transfer করা হয়।
- প্রথমত আমাদের একটি Google-এর gmail (জিমেইল) একাউন্ট প্রয়োজন।
- দ্বিতীয়ত্ব একটি এন্ডয়েড মোবাইল প্রয়োজন। (অন্য মোবাইল প্রজোয্য নয়)
আজ দেখাবো মোবাইল থেকে কিভাবে gmail-এ নম্বর Transfer করা হয়।
- প্রথমত্ব মেনু বাটান চাপ দিনঃ
- contacts কিল্কি করেন
- contacts মেনুতে কিল্কি করেন
- তারপড় Import/Export এ কিল্কি করেন
- এখন Export SD card এ কিল্কি করেন
- ok কিল্কি করেন এবং SD card থেকে contacts ফাইলটা আপনার কম্পিউটারে রাখুন
- তারপড় আপনার কম্পিউটারে জিমেইল লগইন করুন এবং উপরের বাম পাশে compose এর উপরের জিমেইলে কিল্কি করে contacts-এ যান
- তারপড় More থেকে import যান
- GO TO OLD CONTACTS যান
- আবার More থেকে import যান
- তারপড় Browse এ contacts ফাইল (SD card থেকে কম্পিউটার নেওয়া হয়েছে) দিয়ে import দিন
- এবার দেখুন আপনার মোবাইলের সব নম্বর চলে এসেছে জিমেইলে