বিনোদন ডেস্ক : ভারতজুড়ে চলমান অসহিষ্ণুতা
প্রশ্নে শাহরুখ, আমিরের পর এবার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি
জানিয়েছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ যেন একটু বেশিই
আগ্রহী।
‘বাজিরাও মস্তানি’র প্রচারে গিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বের বৃহত্তম
গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। যেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত
প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে
লড়াই করেছিলেন। আমাদের উচিত তাদের সেই লড়াইকে সম্মান করা।’
প্রিয়ঙ্কার মতে, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। কিন্তু হঠাৎই যেন দেশের
মানুষ সব বিষয় নিয়ে অনেক বেশি মন্তব্য করছেন। এর ফলেই সমালোচনার ঝড় উঠছে।
নিজের জন্মদিনেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। তিনি বলেন, দেশে
উগ্র অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। দিন কয়েক আগে আমির খান একটি অনুষ্ঠানে
বলেন, এ দেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই তার স্ত্রী কিরণ তাকে
অন্য দেশে গিয়ে থাকার পরামর্শও দিয়েছেন।
এর পরই দেশ জোড়া সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে। প্রিয়ঙ্কা সেই বিতর্ককে
আরও এক ধাপ উস্কে দিলেন বলেই মনে করছেন বলিউডের একাংশ।
৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
লেখকঃ BDForhad
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
মার্ক জাকারবার্গ রাজনীতিতে আসছেন! কীভাবে রাজনীতিতে যুক্ত হয়ে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব হবে, তা জানতে চেয়ে মার্কিন প্র
ফেসবুকের ৯৯% শেয়ার দান করবেন মার্ক জাকারবার্গ। কন্যাসন্তানের সাথে মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান
মুসলমানদের পাশে দাঁড়ালেন ফেসবুকের জাকারবার্গ । ফেসবুকের জনক এবং সর্বেসর্বা মার্ক জাকারবার্গ বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি তার সংহতি প্রকাশ করে
মাটির নিচে পাওয়া গেল ‘ভিনগ্রহী’! ভিনগ্রহের প্রাণী বিষয়ে মানুষের আগ্রহের সীমা নেই। আর মানুষের এই চাহিদার খোরাক জোটাতেই কি না পা
ডিজিটাল পর্ণ, ভয়ঙ্কর আসক্তিতে শিশুরা। ixwZg‡Zv we¯§q ˆZwi K‡i‡Q M‡elYvwU| ejv n‡q‡Q, G wPÎ XvKvi| †`‡ki Ab¨vb¨ A‡ji wPÎI Avjv`v bq|
কবরস্থানে ফ্রি-ওয়াই ফাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো কর্তৃপক্ষ। কবরস্থানে ওয়াই ফাই! একটু অবাক করার মতো খবর হলেও সেটািই করতে যাচ্ছে রাশিয়া। মস্কোর প্রসিদ্ধ তিন
পূর্ববর্তী পোষ্ট
কাফনের কাপড়ের রং যে কারণে সাদা হয়।
কাফনের কাপড়ের রং যে কারণে সাদা হয়।
পরবর্তী পোষ্ট
সিলেট গ্রামীণফোন সেন্টারে গ্রাহকের হাতে আইফোন!
সিলেট গ্রামীণফোন সেন্টারে গ্রাহকের হাতে আইফোন!
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)