প্রত্যেক প্রাণীকেই একদিন
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্ট
করে উল্লেখ করেছেন, ‘কুল্লুন নাফসিন জায়্যিকাতুল মাউন’। অর্থ্যাৎ প্রতিটি
প্রাণীই একদিন মৃত্যুর শরাব পান করবে। মুত্যুর পর মুসলমানেরা ইসলামের
ব্যাখ্যা অনুযায়ি গোসলের পর মৃতদেহকে কাফনের কাপড় পরিধান করানো হয়। এরপর
জানাজা করে দাফন করা হয়। কিন্তু আপনি জানেন কি, অন্য রঙের কোন কাপড়কে
কাফনের কাপড় হিসেবে কেন ব্যবহার করা হয় না?
এ প্রসঙ্গে ইবনে আব্বাস [রা] থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, তিনি বলেন,
রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো। তোমাদের জীবিতরা যেনো
সাদা কাপড় পরিধান করে, আর মৃতদের সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা
কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (নাসায়ি, হাদিস-৫৩২৩)
হযরত সামুরা ইবনে জুনদুব [রা] বলেন, রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা কাপড়
পরিধান করো। কেননা, তা সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের
কাফন দাও। (মুজামুল কাবীর, হাদিস-৯৬৪)
২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ
লেখকঃ BDForhad
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
বিশেষ ফজিলতপূর্ণ আয়াত ও দোয়া সমূহ। বিভিন্ন ধরনের বালা-মুসিবত দূর করার আমল দোয়া: لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي ك
ঘুষ দিয়ে চাকরি নিলে, সেই চাকরির বেতন কি হালাল হবে? ইসলামের পরিভাষায় ঘুষ দেওয়া-নেওয়া দুটোই হারাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ঘুষদা
The Golden Age of Islam: How Muslim Scholars Shaped Modern ScienceScience and Islam have a rich and intertwined history that dates back to the Islamic Golden Age, a
মহান আল্লাহ তা'য়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি? ইসলাম ডেস্ক: আ
ওড়না দিয়ে হিজাব পরার ৪টি উপায় শিখে নিন (ভিডিও) স্কার্ফ ছাড়াও জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়েও অনেক সহজেই হিজাব বানানো যায়। ওড়না দিয়ে হিজা
Ramadan Calendar 2015 Bangladesh | ২০১৫ সালের রমজানের ক্যালেন্ডার ক্যালেন্ডারটি সংগ্রহ করা হলে শেয়ার করতে ভূলবেন না। পরম করুণাময় মহান আল্লাহর নামে- রমজান মাস
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)