সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে মাঝরাতে ।

সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে মাঝরাতে
রাজধানীর সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য অনলাইনে আবেদনগ্রহণ আজ (সোমবার) মাঝরাত ১২টায় শুরু হবে।  এ প্রক্রিয়া আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) নিশ্চিত করেছেন।
মাউশি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীতে তিনটির ফিডার শাখাসহ ৩৮টি সরকারি হাইস্কুল রয়েছে। এর মধ্যে ১৬টিতে এবার প্রথম শ্রেণিতে এক হাজার ৬৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যান্য শ্রেণিতে ১০ হাজার ২৩৭ জনকে ভর্তি করা হবে।
gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১৫০ টাকা পরিশোধ করতে হবে।
প্রথম শ্রেণির লটারি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির নীতিমালা অনুযায়ী, এবছর শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকেই নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়া (সেবা এলাকা) অনুযায়ী ৪০ শতাংশ এলাকা কোটা অনুসরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য মাউশির ওয়েবসাইট http://dshe.gov.bd এ পাওয়া যাবে।
বিএইচ/এসজে
- See more at: http://www.poriborton.com/post/42619/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87--#sthash.nk80rt9c.dpuf

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট