এসএসসি প্রস্তুতি : ভূগোল দ্বিতীয় পত্র



বহু নির্বাচনী প্রশ্ন
মানব ভূগোল
১।         জিংসেন কী?
            ক. খনিজ তেল
            খ. এক প্রকার ওষুধ
            গ. কৃষিজ ফসল
            ঘ. মাদক
২।         দুটি বস্তুর মধ্যবর্তী স্থানকে কী বলে?
            ক. দূরত্ব
খ. সীমানা
            গ. স্কেল
            ঘ. মধ্য বিন্দু
৩।        মানব ভূগোলের ভিত্তি রচনার প্রধান উপাদান কোনটি?
            ক. সমাজব্যবস্থা
            খ. সংস্কৃতি
            গ. অর্থনীতি
            ঘ. মানবগোষ্ঠী
৪।         পৃথিবীর দীর্ঘতম নাব্য নদী কোনটি?
            ক. মারে
            খ. ওরিনকো
            গ. আমাজান
            ঘ. পারানা
৫।        ‘গ্রেটলেকস’ নামে পরিচিতÑ
            i. সুপিরিয়র
            ii. মিসিগান
            iii. হিউরন
            নিচের কোনটি সঠিক?
            ক. i ও ii
            খ. ii ও iii
            গ. i ও iii
            ঘ. i, ii ও iii
৬।        নিপ্পন শব্দের অর্থ কী?
            ক. নিপুণ
            খ. সূর্যের উৎস
            গ. সূর্যাস্ত
            ঘ. দেবতা
৭।         বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
            ক. উত্তর-পশ্চিম
            খ. উত্তর-পূর্ব
            গ. দক্ষিণ-পশ্চিম
            ঘ. দক্ষিণ-পূর্ব
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ
৬. খ ৭. ক হ

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট