বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৮ জানুয়ারি





















বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুজ্জামান কিরণ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, ইজতেমা উপলক্ষে টঙ্গীর ইজতেমা মাঠসহ আশপাশের এলাকায় অন্যান্য বারের মতো এবারও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিবে সরকার। এবারও ইজতেমা মাঠের আশপাশে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, সব প্রবেশ পথ ও কৌশলগত স্থানে আর্চওয়ের ব্যবস্থা করা হবে।

এবার ১২ থেকে ১৪ হাজার বিদেশি মুসল্লি ইজতেমায় আসতে পারেন জানিয়ে তিনি বলেন,বিদেশিদের বিশ্ব ইজতেমায় আসার জন্য বিভিন্ন মিশনে স্পেশাল ভিসার ব্যবস্থা করা হচ্ছে। ভিসা সংক্রান্ত কমিটি গঠন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে; বিমানবন্দরে অভ্যর্থনা কক্ষ স্থাপন করা হয়েছে। বিশেষ ভিসার মেয়াদ শেষে যারা বাংলাদেশে অবস্থান করতে চাইবেন তাদেরকে সরকারের অনুমতি নিতে হবে।

ইজতেমা উপলক্ষে এবারও তুরাগ নদীর পারে ভাসমান ব্রিজ নির্মাণ করা হবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ইজতেমা এলাকায় অস্থায়ী দোকানপাট, স্থাপনা,বস্তি এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। স্বাস্থ্যসম্মত খবার নিশ্চিত করণে নিয়মিত তদারকি, খাবারের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও পঁচা-বাসি খাবার বিক্রি বন্ধে মোবাইল কোর্ট থাকবে। ইজতেমা চলাকালে অবৈধ ও অপ্রয়োজনীয় ব্যানার, ফেস্টুন এবং আপত্তিকর ব্যানার অপসারণ করা হবে বলে জানান মন্ত্রী।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট