এসএসসি প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র

 এসএসসি প্রস্তুতি :  বাংলা দ্বিতীয় পত্র



মডেল টেস্ট
রচনামূলক অংশ
মান : ৬০
১।         যেকোনো একটি অনুচ্ছেদ লেখো :    ৫
            ক. শিশু শ্রম
            খ. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
২।         ক্যান্টিন স্থাপনের অনুমতি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধানের কাছে একটি আবেদনপত্র লেখো।         ৫
            অথবা,
খ. তোমার এলাকায় বিদ্যুৎবিভ্রাট ঘটার আশু প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।
৩।        সারাংশ লেখো :               ১০
অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও আমি বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো। পথের অসহায় মানুষটার দিকে একটু করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। চরিত্রবান মনুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন। পরের দুঃখ ঢেকে রাখতে গৌরববোধ করেন।
            অথবা,
            খ. সারমর্ম লেখো :
            দণ্ডিতের সঙ্গে
            দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
            সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ।
            ব্যথা নাহি পায় কোনো, তারে দণ্ডদান
            প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা
            পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না।
            যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
            মহা অপরাধী হবে তুমি তার কাছে।
৪।         যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো :     ১০
            ক. দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য
            খ. নানান দেশের নানান ভাষা
            বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
৫।        ক. তোমার বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন তৈরি করো।         
            ১০
            অথবা,
            নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণ ও প্রতিকার শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।
৬।        যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো।   ২০
            ক. অধ্যবসায়
            খ. কম্পিউটার/বিজ্ঞানের বিস্ময়
            গ. মাদকাসক্তির অপকারিতা ও প্রতিকার
বহু নির্বাচনী অংশ
মান : ৪০
১।         ‘দেখিতে বাসনা মাগো তোমার চরণ’ এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
            ক. ইচ্ছা প্রকাশে
            খ. আবশ্যকতা অর্থে
            গ. বিশেষ্যের সঙ্গে অন্বয় সাধনে
            ঘ. উদ্দেশ্য বা নিমিত্ত অর্থে
২।         ‘দৌলত’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
            ক. আরবি          খ. ফারসি         
            গ. হিন্দি             ঘ. পর্তুগিজ
৩।        ‘ণত্ব ও ষত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
            ক. বাক্যতত্বে       খ. ধ্বনিতত্বে     
গ. শব্দতত্বে         ঘ. অর্থতত্বে
৪।         কোনটি বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য?
            ক. যতই করিবে দান ততই যাবে বেড়ে
            খ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি
            গ. যে এ সভায় অনুপস্থিত, সে বড়ই দুর্ভাগা
            ঘ. মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে
৫।        ‘এখন শুয়ে পড়’-এখানে ‘পড়’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে?
            ক. সমাপ্তি           খ. ব্যাপ্তি          
            গ. ক্রমশ            ঘ. পরীক্ষা
৬।        দন্ত মূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি কোনগুলো?
            ক. ত থ দ ধ ন    খ. ট ঠ ড ঢ ণ   
            গ. শ ষ স হ        ঘ. চ ছ জ ঝ ঞ
৭।         জ্ঞ-এর উচ্চারণ কেমন হবে?
            ক. গঁ-এর মতো
            খ. ‘গ্ গ’-এর মতো       
            গ. ‘গ্ গ্য’-এর মতো      
            ঘ. গ্ গ্যঁ-এর মতো
৮।        সাধারণত বাংলায় শব্দের অন্তে কোন ব্যঞ্জনটি প্রায়ই অনুচ্চারিত থাকে?
            ক. ঞ     খ.ং   
            গ. ঃ                ঘ.  ঁ   
৯।        প্রগত সমীভবনের উদাহরণ কোনটি?
            ক. চক্র>চক্ক
            খ. তুলা>তুলো
            গ. তৎ+জন্য>তজ্জন্য
            ঘ. বিদ্যা>বিজ্জা
১০।      ‘কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়-এর উদাহরণ কোনটি?
            ক. রোষ খ. উৎকৃষ্ট
            গ. সুষুপ্ত             ঘ. অভিষেক
১১।       কোন সন্ধিটি বিশেষ নিয়মে সাধিত হয়েছে?
            ক. উৎ+স্থাপন = উত্থাপন
            খ. পতৎ+অঞ্জলি = পতঞ্জলি
            গ. এক+দশ = একাদশ
            ঘ. যাচ্+না = যাঞ্চা
১২।       ‘অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচকতা বোঝায়’-এর উদাহরণ কোনটি?
            ক. গয়লা-গয়লা বউ       
            খ. তাঐ-মাঐ
            গ. এঁড়ে বাছুর-বকনা বাছুর
            ঘ. কর্মী-মহিলা কর্মী
১৩।      ‘পৌনঃপুনিকতা বোঝাতে’ অব্যয়ের দ্বিরুক্তি কোনটি?
            ক. ডেকে ডেকে হয়রান হয়েছি
            খ. বারবার সে কামান গর্জে উঠল
            গ. ফোঁড়াটা টনটন করছে।
            ঘ. এদিকে রোগীর তো যায় যায় অবস্থা
১৪।       তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?
            ক. বাংলা           খ. সংস্কৃত         
            গ. উর্দু   ঘ. হিন্দি
১৫।      ‘কম্পন’ শব্দের সঙ্গে কোন বহুবচন বোধক শব্দ বসবে?
            ক. দাম খ. নিচয়          
            গ. নিকর            ঘ. গুচ্ছ
১৬।      বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ হলো-
            ক. টাক, টুকু টুক, টো
            খ. কেতা, তা পাটি
            গ. টি, টা
            ঘ. গোটা,খানি
১৭।       ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলে কোন তৎপরুষ সমাস হয়?
            ক. পঞ্চমী           খ. চতুর্থী          
            গ. তৃতীয়া          ঘ. দ্বিতীয়া
১৮।      সংখ্যাবাচক বহুবাচক বহুব্র্রীহি সমাসের উদাহরণ কোনটি?
            ক. অচেনা          খ. অচিন          
            গ. অঝোর          ঘ. অথৈ
২০।       ‘দোলা’ অর্থে কোন ধাতুটি ব্যবহৃত হয়েছে?
            ক. টান খ. লটক
            গ. ঝুল   ঘ. জস
২১।       ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?
            ক. আ    খ. অন্ত
            গ. অনা ঘ. আও
২২।       ‘ঘ্যণ’ প্রত্যয়ে কী ইৎ হয়?
            ক. ‘ঘ’-ইৎ হয়
            খ. ‘ণ’ ইৎ হয়
            গ. ঘ, ণ ইৎ হয়
            ঘ. য-ফলা ইৎ হয়
২৩।      ‘বৃত্তি’ বা ব্যবসায় অর্থে ই-প্রত্যয়ের ব্যবহার কোনটিতে হয়েছে?
            ক. উমেদার-উমেদারি
            খ. চাষ-চাষি
            গ. দোকান-দোকানি
            ঘ. সরকার-সরকারি
২৪।       যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি?
            ক. মহাযাত্রা        খ. সন্দেশ         
            গ. চিকামারা       ঘ. হরিণ
২৫।       গুণবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
            ক. দুঃখ খ. ভোজন        
            গ. দল    ঘ. কলম
২৬।      বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে কী বলে?
            ক. প্রযোজক কর্ম খ. মুখ্য কর্ম      
গ. গৌণ কর্ম       ঘ. ধাত্বর্থক কর্ম
২৭।       সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
            ক. আকাশে চাঁদ দেখি না
            ক. আমি রাতে ভাত খাব না
            গ. ছেলেটা কানে শোনে না
            ঘ. বাবাকে আমার খুব ভয় করে
২৮।      সাপেক্ষ ভাবের উদাহরণ কোনটি?
            ক. ভালো করে পড়লে সফল হবে
            খ. আপনি কি আসবেন?
            গ. সে একটু হাসুক
            ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো
২৯।       ‘যদি’, ‘যখন’, ‘যেন’ প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য ব্যবহার হয়-
            ক. সাধারণ বর্তমান
            খ. নিত্যবৃত্ত অতীত
            গ. সাধারণ অতীত
            ঘ. ঘটমান অতীত
৩০।      ‘বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে’-এর উদাহরণ কোনটি?
            ক. তাকে খুঁজে নিয়ে আসতে চেষ্টা করবে
            খ. তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে
            গ. তোমরা বাড়ি এলে আমি রওনা হব
            ঘ. সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল
৩১।      কোন ধাতুটি ‘গাহ’ আদিগণের অন্তর্ভুক্ত?
            ক. গাঁথ খ. চাল্
            গ. নাহ্   ঘ. কাঁদ
৩২।      বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে?
            ক. দুই    খ. তিন
            গ. চার   ঘ. পাঁচ
৩৩।     দ্বিকর্মক ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে কী বলে?
            ক. সমধাতুজ    
খ. ধাত্বর্থক কর্ম
            গ. উদ্দেশ্য কর্ম  
ঘ. বিধেয় কর্ম
৩৪।      ভাবাধিকরণের উদাহরণ কোনটি?
            ক. সূর্যোদয়ে অন্ধকার দূর হয়
            খ. পুকুরে মাছ আছে
            গ. নদীতে পানি আছে
            ঘ. ঘরের মধ্যে কে রে
৩৫।      ‘এ ব্যাপারে আমার কোনো হাত নেই’Ñবাক্যে হাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
            ক. প্রভাব           খ. দক্ষতা
            গ. আয়ত্তে আনা   ঘ. কার্যকরভাবে
৩৬।     ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’-এক কথায় কী হবে?
            ক. দুর্নিবার         খ. দুর্জয়           
            গ. দুর্লভ             ঘ. অনিবার্য
৩৭।      কোন বাগাধারাটির অর্থ টিপ্পনী কাটা?
            ক. ফপর দালালি
            খ. পুকুর চুরি    
            গ. ভূষণ্ডির কাক
            ঘ. ফোড়ন দেওয়া
৩৮।     ‘অম্বু’ শব্দের অর্থ কী?
            ক. অপর            ক. পানি           
            গ. আগুন            ঘ. সূর্য
৩৯।      বিরাম চিহ্ন কয়টি?
            ক. ৮টি খ. ৯টি
            গ. ১০টি             ঘ. ১১টি
৪০।      অর্থ সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয়?
            ক. ক্রিয়া ও সর্বনাম পদের           
            খ. কালের
            গ. অর্থের          
            ঘ. সর্বনাম ও বিশেষ্য পদের
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ
৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ
১৮. খ ১৯. ক ২০. গ ২১. গ ২২. গ
২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. গ
২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. খ
৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক হ

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট