আবারো স্মার্টফোন বানাচ্ছে নোকিয়া!


মাইক্রোসফটের কাছে মোবাইল শাখা বিক্রি করে দিয়ে স্মার্টফোন ব্যবসা থেকে একেবারেই বিদায় নিয়েছিল একসময়কার বিশ্বব্যাপী মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া। এর পরও গুজব শোনা যাচ্ছিল, নোকিয়া আবার ফিরে আসতে পারে নতুন স্মার্টফোন নিয়ে।
এবার নোকিয়ার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নোকিয়া পাওয়ার ইউজারের একটি প্রতিবেদন থেকে জানা গেল, গুজবটি আসলেই সত্যতে পরিণত হতে যাচ্ছে এবং সেটি আগামী বছরই। যদিও ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে নিশ্চিত করেনি।
ওয়েবসাইটের প্রতিবেদনে প্রত্যাবর্তনের পাশাপাশি নোকিয়ার দ্বিতীয় যুগের প্রথম হ্যান্ডসেটের ব্যাপারেও কিছু ধারণা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন স্মার্টফোনটির নাম হবে সি-১। ওয়েবসাইটে একটি ‘ক্যান্ডিবার’ হ্যান্ডসেটের ছবি দেওয়া আছে, যেটি দেখতে অনেকটা আইফোন সিক্স-৬ মডেলের মতো। তবে পাশের ফ্রেমগুলো আরেকটু সরু।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওয়েবসাইটে ফাঁস করা ছবিতে দেখা যাচ্ছে নোকিয়া সি-১ হ্যান্ডসেটটি উইন্ডোজ ও অ্যানড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই চলবে। এ বছরের জানুয়ারিতে বের হওয়া নোকিয়ার ট্যাবলেট এন-১ দেখতে অনেকটা আইপ্যাড মিনির মতো হলেও তা চলে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।
নোকিয়ার এই নতুন স্মার্টফোনে আসলেও কি অপারেটিং সিস্টেম আছে কিংবা আদৌ দুটোই রয়েছে কি না, তার উত্তর জানতে অবশ্য এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ, চাইলেই নোকিয়া ফিরে আসতে পারছে না এই স্মার্টফোন জগতে। মাইক্রোসফটের সঙ্গে চুক্তির শর্তমতে ২০১৬ সালের শেষ নাগাদ নোকিয়া কোনো হ্যান্ডসেট বাজারে আনতে পারবে না।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট