কাউকে টেক্সট, কণ্ঠ, ভিডিও বা ফটো যাই পাঠাতে চান না কেন, প্রথমেই মনে হোয়াটসঅ্যাপের কথা মনে আসে। এই মেসেজিং অ্যাপের অভিজ্ঞতা আরো সুখকর হতে চলেছে। ২০০৯ সালে চালু হওয়া ফ্রি মেসেজিং অ্যাপটি সম্প্রতি একটি আপডেট এনেছে। এর মাধ্যমে বাংলা এবং উর্দু ভাষায় হোয়াটসঅ্যাপ চালানো যাবে।
গ্লোবাল অ্যাপের নতুন আপডেট বাংলা ও উর্দু ভাষাভাষিদের মাঝে দারুণ সাড়া ফেলবে। আপডেট ভার্সন ২.১২.৩৬৭-এর মাধ্যমে নতুন ফিচারটি চালু হচ্ছে। পাশাপাশি এতে থাকছে আরো কিছু বাড়তি ফিচার। এর মধ্যে প্রতি চ্যাটের কাস্টম নোটিফিকেশন ও মিউট অপশন, রিড বা আনরিড চ্যাট মার্ক করার ব্যবস্থা নতুন সংস্করণের আকর্ষণ।
বিভিন্ন 'ইমোজি'র বিভিন্ন সিরিজ নেওয়ার ব্যবস্থাও থাকছে। এদের রং বদলানোর সুবিধা আছে। ইমোজিতে চাপ দিয়ে ধরে রাখলেই রং বদলাবে।
হোয়াটসঅ্যাপের বাংলা অথবা উর্দু সংস্করণ অ্যান্ড্রয়েডে পেতে হলে ল্যাঙ্গুয়েজ সেটিং পরিবর্তন করতে হবে। গুগল প্লে স্টোরে অ্যাপটির আপডেট বাটন ক্লিক করার আগে ফোনের ল্যাঙ্গুয়েজ সেটিং বদলে বাংলা বা উর্দু করতে হবে।
এ ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে লিঙ্ক শেয়ার এবং তা দেখার ব্যবস্থা করতে চলেছে। তবে তা আপডেট আকারে আসবে না। বরং প্রতিষ্ঠানের বেটা আপলোড পেজে পাওয়া যাবে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া