এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন দৃষ্টিহীনরাও

 এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন দৃষ্টিহীনরাও


দিনে দিনে ফেসবুক হয়ে উঠছে সকল কাজের কাজী। ব্যবহারকারীদের চাহিদা যেমন বাড়ছে তেমনি তার সাথে তাল মিলিয়ে ফেসবুক উন্নত করে চলছে তাদের ফিচার। সর্বশেষ জানা গেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নতুন ফিচার উন্মুক্ত করতে যাচ্ছে ফেসবুক। অর্থাৎ এখন থেকে দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্যবহার করতে পারবেন ফেসবুক। এই ফিচারের দ্বারা দৃষ্টিপ্রতিবন্ধীরা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে সকল কর্মকাণ্ডই চালাতে পারবেন। বন্ধুদের স্ট্যাটাস ও কর্মকাণ্ড ভয়েস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ে শোনানো হবে। এমনকি ফ্রেন্ডলিস্টের বন্ধুরা যে ছবি পোস্ট করবে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র বিবরণ শোনানো হবে ব্যবহারকারীকে। যাতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী না দেখেও ছবি সম্পর্কে ধারণা করতে পারেন। এসব কর্মকাণ্ডের সমস্তটুকুই ঘটবে ফেসবুকে; এ জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না।

১৫০ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইতিমধ্যেই মতামত ব্যক্ত করা, প্রচার-প্রচারণা, ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা, ইভেন্ট তৈরি, চাকরি খোঁজা ইত্যাদি বহুবিধ সেবা যুক্ত হয়েছে। সর্বশেষ শিগগিরই যুক্ত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফেসবুক ব্যবহারের সুযোগ। বলা যেতেই পারে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ সোশ্যাল মিডিয়া হয়ে গড়ে উঠছে ফেসবুক।
..........অনলাইন অবলম্বনে সত্যজিৎ কাঞ্জিলাল

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট