UCB - আনছে মোবাইলে আর্থিক সেবা ।

মোবাইলে আর্থিক সেবা আনছে ইউসিবিএলও
মোবাইল ফোনে আর্থিক সেবা দিতে ‘সাবসিডিয়ারি’ কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেডে কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
বর্তমানে ব্র্যাক, ডাচ্ বাংলা ও প্রাইম ব্যাংকসহ দেশের সরকারি-বেসরকারি ১৫টি ব্যাংক মোবাইল ফোনে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক ইউসিবিএলের এই ‘সাবসিডিয়ারি’ কোম্পানির প্রাথমিক পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের ৫১ শতাংশ শেয়ার থাকবে ইউসিবিএলের।
প্রয়োজনীয় আইনি বিষয় সম্পন্নের পর এই সহযোগী কোম্পানি গঠন করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইউসিবিএল।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট