Showing posts with label খবর. Show all posts
Showing posts with label খবর. Show all posts

কে এই ডা. জাফরুল্লাহ চৌধুরী?

কে এই ডা. জাফরুল্লাহ চৌধুরী?
অফিসিয়াল ঘোষনা।  রাত ১১: ৩০ গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতাল  ধানমন্ডি ঢাকা। ১১ এপ্রিল ২০২৩

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ২৭ ডিসেম্বর ১৯৪১। তিনি একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জাফরুল্লাহর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন। পিতামাতার দশজন সন্তানের মধ্যে তিনি সবার বড় ।ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস-এ এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না-করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডা. এম এ মবিনের সাথে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবাপদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার “ল্যানসেট”-এ প্রকাশিত হয়।

জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ফিলিপাইন থেকে রামন ম্যাগসাইসাই (১৯৮৫) এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসাবে পরিচিত রাইট লাভলিহুড (১৯৯২), মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’ (২০০২) এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন।২০২১ সালে আহমদ শরীফ স্মারক পুরস্কার পান।

কে এই ডা. জাফরুল্লাহ চৌধুরী?

ডা. জাফরুল্লাহ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি যোদ্ধা। রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে প্রাণ বাঁচিয়েছেন অসংখ্য আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধার। জাতির যেসব সূর্যসন্তান আজকের এই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ গড়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাজনীতির বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ভূমিকা রেখে যাচ্ছেন তাদের অন্যতম তিনি।

স্বাধীন দেশে তিনি হতে পারতেন দেশসেরা সার্জন। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন চিকিৎসাখাতের প্রধান ব্যবসায়ী। কিন্তু ভিন্নধাতুতে গড়া এক লড়াকু মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীন দেশে নিজেকে নিয়োজিত করেছেন গণমানুষের স্বাস্থ্যখাতের উন্নয়নে।

প্রশিক্ষণের মাধ্যমে নারীদের করেছেন প্রাথমিক স্বাস্থ্যকর্মী। প্রথম উদ্যোগ নিয়েছেন জনসংখ্যা নিয়ন্ত্রণের। জনকল্যাণধর্মী চিকিৎসানীতির মাধ্যমে দেশে ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখার নীতি প্রণয়ন, জাতীয় শিক্ষা কমিটির সদস্য হিসেবে অগ্রসর শিক্ষা নীতি প্রণয়ন ও নারী উন্নয়নে রেখেছেন যুগান্তকারী ভূমিকা।

সরকার ও রাষ্ট্রের, ব্যক্তি ও গোষ্ঠীর যেকোনো অনিয়মের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন বুকচিতিয়ে। দেশের রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি যখন উত্তপ্ত, অনিশ্চিত তখনই বিবদমান পক্ষের মাঝখানে সমঝোতার সেতুর ভূমিকা নিয়েছেন।

রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে একজন ব্যক্তিমানুষের পক্ষে দেশ ও দেশের মানুষের জন্য যতটুকু কাজ করা সম্ভব তার সর্বোচ্চটাই করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সাম্প্রতিক সময়েও তিনি অবস্থান নিয়েছেন কোটাবিরোধী ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনে। সবমিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তিত্বের শিখরস্পর্শী এক উচ্চতায়। মহান এ ব্যক্তিত্বকে আজ অপমান, মানহানি আর অব্যাহতভাবে তার বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা।

দেশের মানুষকে কম পয়সায় চিকিৎসা দিতে তিলতিল করে যে হাসপাতালটি তিনি গড়ে তুলেছেন সেটির ওপর দুর্বৃত্তদের হাত পড়ছে। ছাত্রজীবনে চড়তেন দামি গাড়িতে। ছিল পাইলটের লাইসেন্স। লন্ডনে পড়াশোনা অবস্থায় রাজকীয় দর্জি তার বাসায় এসে মাপ নিয়ে স্যুট তৈরি করতেন বলে অতিরিক্ত পরিশোধ করতেন ২০ পাউন্ড।

এক সময়ের সমাজতন্ত্রী ও পরবর্তিতে জাতীয়তাবাদী  এ মহান চিকিৎসক  সাধারণ জীবন যাপন করতেন। দেশে-বিদেশে কোথাও তার একটি ফ্ল্যাট পর্যন্ত নেই। বোনকে দান করে দিয়েছেন পৈত্রিক সূত্রে পাওয়া জমিজমা। মরণোত্তর দেহদান করায় দাফনের জন্যও প্রয়োজন হবে না জমির। হেয় করার জন্য এই জাতীয় বীরের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছিল ভূমি দখলের!

 চট্টগ্রামের রাউজানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ও পৈত্রিক নিবাস হলেও বড় হয়েছেন ঢাকায়। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন। পিতামাতার দশজন সন্তানের মধ্যে তিনি সবার বড়। পড়াশোনা করেছেন বকশীবাজার স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেলে। ছাত্র ইউনিয়নের মেডিকেল শাখার সাধারণ সম্পাদক হিসেবে ছাত্র অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে করেছিলেন সংবাদ সম্মেলন।

১৯৬৪ সালে ডিএমসি থেকে এমবিবিএস ও ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন। বৃটেনে প্রথম বাংলাদেশি সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশে ফেরার গল্পটি সিনেমার কাহিনীকে হার মানায়। পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে আগুন ধরে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিলেন তাদের একজন ডা. চৌধুরী।

তারপর বৃটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে ‘রাষ্ট্রবিহীন নাগরিকের’ প্রত্যয়নপত্র নিয়ে সংগ্রহ করেন ভারতীয় ভিসা। জাহানারা ইমাম তার কালজয়ী সৃষ্টি ‘একাত্তরের দিনগুলি’র ১৬১-১৬২ পৃষ্ঠায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে লিখেছেন- ‘চেনা হয়ে উঠেছে ড. জাফরুল্লাহ চৌধুরী, ডা. এমএ মোবিন। এরা দুজনে ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিল। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিলেতে চার বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস পরীক্ষা মাত্র এক সপ্তাহ পরে, তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু।

ছেলে দুটি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশ আন্দোলনে অংশ নিলো, পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করলো, ভারতীয় ট্রাভেল পারমিট যোগাড় করে দিল্লিগামী প্লেনে চড়ে বসলো। উদ্দেশ্য ওখান থেকে কলকাতা হয়ে রণাঙ্গনে যাওয়া। প্লেনটা ছিল সিরিয়ান এয়ারলাইন্স-এর। দামাস্কাসে পাঁচ ঘণ্টা প্লেন লেট, সবযাত্রী নেমেছে। ওরা দুইজন আর প্লেন থেকে নামে না। ভাগ্যিস নামেনি। এয়ারপোর্টে এক পাকিস্তানি কর্নেল উপস্থিত ছিল ওই দুইজন ‘পলাতক পাকিস্তানি নাগরিককে’ গ্রেপ্তার করার জন্য।

প্লেনের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কারণ প্লেন হলো ইন্টারন্যাশনাল জোন। দামাস্কাসে সিরিয়ান এয়ারপোর্ট কর্মকর্তা ওদের দুইজনকে জানিয়েছিল- ওদের জন্যই প্লেন পাঁচ ঘণ্টা লেট। এমনিভাবে ওরা বিপদের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মে মাসের শেষাশেষি সেক্টর টু রণাঙ্গনে গিয়ে হাজির হয়েছে।’

যুদ্ধ যখন বিস্তার লাভ করে যুদ্ধক্ষেত্রে হতাহত যোদ্ধা, উদ্বাস্তু ও নির্যাতনের শিকার অসংখ্য নর-নারীর জরুরি চিকিৎসাসেবায় প্রয়োজনীয়তা দেখা দেয় একটি হাসপাতালের। মুক্তিযুদ্ধের ২ নং সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফ ও ভারতের জিবি হাসপাতালের প্রধান সার্জন ডা. রথিন দত্তের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের প্রথম জিএস ডা. এমএ মবিনকে নিয়ে আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে হাবুল ব্যানার্জির আনারস বাগানে গড়ে তোলেন প্রথম ফিল্ড হাসপাতাল- ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’।

হাসপাতালটির কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন ডা. সিতারা বেগম বীরপ্রতীক। সেসময় প্রশিক্ষিত নার্স না থাকায় নারী স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সে হাসপাতালের দুই স্বেচ্ছাসেবী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও তার বোন সাঈদা কামাল। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে ৪৮০ শয্যাবিশিষ্ট এ হাসপাতাল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে বহনকারী যে হেলিকপ্টারটি হামলার শিকার হয়েছিল তাতে অন্যদের মধ্যে ছিলেন- ডা. জাফরুল্লাহ চৌধুরী।

দেশ স্বাধীন হওয়ার পর গ্রামে ফিরে গিয়ে স্বাস্থ্যযুদ্ধ শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধের ফিল্ড হাসপাতালটি গণস্বাস্থ্যকেন্দ্র নামে গড়ে তুলেন কুমিল্লায়। পরে সেটা স্থানান্তর করেন ঢাকার অদূরে সাভারে। 

ডা. জাফরুল্লাহ চৌধুরীর পাইলট প্রজেক্ট গণস্বাস্থ্যকেন্দ্র প্রাইমারি কেয়ার কনসেপ্ট মাঠে প্রমাণ করে এবং এর ভিত্তিতে হু আর ইউএনও আলমাআতা কনফারেন্সের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সাল প্রাইমারি কেয়ার প্রকল্পের ঘোষণা দেয়। গ্লোবাল প্যারামেডিক যে কনসেপ্ট ও ট্রেইন্ড প্যারামেডিক দিয়ে মিনি ল্যাপারোটমির মাধ্যমে লাইগেশন সার্জারির উদ্ভাবক ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সংক্রান্ত তার পেপারটি বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট মূল আর্টিকেল হিসেবে ছাপা হয়।

যুক্তরাষ্ট্রের মূল পেডিয়াটিক্স টেক্সট বইয়ের একটা চ্যাপ্টার ডা. জাফরুল্লাহ চৌধুরী লিখতেন অনেক বছর ধরে। দেশে-বিদেশে তার লেখা বই ও পেপারের সংখ্যা প্রচুর। প্রাইমারি কেয়ার নিয়ে লেখা তার সম্পাদিত ও প্রকাশিত একটি বই ‘যেখানে ডাক্তার নেই’-একসময় অবশ্য পাঠ্য ছিল বাংলাদেশের ঘরে ঘরে।

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযোদ্ধা সংসদ গঠনের লক্ষ্যে প্রথম বৈঠকটিতে সভাপতিত্ব করেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে মুক্তিযোদ্ধা সংসদের প্রধান ছিলেন তিনি। ‘সাপ্তাহিক বিচিত্রা’ ছিল এদেশের মধ্যবিত্তের মৌলিক একটি প্রকাশনা। সর্বোচ্চ প্রচারণা ছিল বিচিত্রার প্রধান হাতিয়ার। সত্তর দশকের বিচিত্রায় শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মওলানা ভাসানী প্রমুখ ছাড়া হাতেগোনা যে ক’জন বিচিত্রার প্রচ্ছদে স্থান পেয়েছিলেন- ডা. জাফরুল্লাহ চৌধুরী তাদের একজন।

সোনালী ধানক্ষেতের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন ঝাঁকড়া চুলের তরুণ ডা. জাফরুল্লাহ চৌধুরী এমন একটি ছবি প্রচ্ছদ করেছিল বিচিত্রা। ১৯৭৯ সাল থেকেই তিনি জাতীয় শিক্ষা কমিটির ও নারী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশে শিক্ষা ও নারীনীতি প্রণয়নে। তবে গণস্বাস্থ্যের পর তার ম্যাগনাম ওপাস হচ্ছে ১৯৮২ সালের জাতীয় ঔষুধ নীতি। স্বাধীনতার পর স্বাস্থ্যখাতে যেটাকে বিবেচনা করা সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে।

তার প্রচেষ্টায় আমদানি ওষুধের সংখ্যা কমে দাঁড়ায় ২২৫। বর্তমানে ৯০ শতাংশ ওষুধই দেশে তৈরি হচ্ছে এবং বাংলাদেশ পরিণত হয়েছে একটি ওষুধ রপ্তানিকারক দেশে।তাকে অত্যন্ত শ্রদ্ধা-বিশ্বাস করতেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। ফিল্ড হাসপাতালের সহযোগী চিকিৎসক ও গেরিলা যোদ্ধা ডা. মোরশেদ চৌধুরী আমৃত্যু কাজ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রে। ফিল্ড হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের বিখ্যাত চিকিৎসক এমএ মুবিন বাংলাদেশে এলে এখনো চিকিৎসা দেন গণস্বাস্থ্য হাসপাতালে।

স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সরকারের সময়ে মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু অনুপ্রাণিত করেছেন বহু ভালো পদক্ষেপ গ্রহণে। তার পরামর্শে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশ প্রজাতন্ত্রের পক্ষে পাসপোর্ট ইস্যু করে বিলেতের এক লাখ বাঙালির কাছ থেকে আবু সাইয়িদ চৌধুরীর সংগ্রহ করেছিলেন ১০ লাখ পাউন্ড চাঁদা। 

বাকশালে যোগ দিতে শেখ মুজিবের অনুরোধ উপেক্ষা করেছিলেন এই সাহসী বীর।

১৯৮০ সালে জিয়ার গড়া প্রথম জাতীয় মহিলা উন্নয়ন কমিটির দুই পুরুষ সদস্যের একজন হিসেবে প্রাথমিকে ৫০ শতাংশ মহিলা শিক্ষক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ৩০ শতাংশ ছাত্রী নেয়ার সুযোগ করেছিলেন, যা কার্যকর হয়েছিল পরবর্তী সরকারের সময়।

জিয়াউর রহমানের আমলে পুলিশে মহিলা নিয়োগ দেয়া শুরু হলে দেশের প্রথম দুই নারী পুলিশ- হিসেবে নিয়োগ পান গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী হোসনে আরা ও চামেলী বেগম। স্বাস্থ্যমন্ত্রী হতে উপেক্ষা করেছিলেন এরশাদের প্রস্তাব। তার পরামর্শেই এরশাদ আমলে পোস্টার, বিলবোর্ড বাংলায় লেখা ও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন, উপজেলাব্যবস্থা ও সফল জাতীয় ঔষুধনীতি ও জাতীয় স্বাস্থ্যনীতি করেছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনীতিতে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে নানাভাবে তৎপরতা চালিয়ে এসেছিলেন তিনি। বিশেষ করে ভোটাধিকার ফিরিয়ে আনা, গুম, খুন, ক্রসফায়ারসহ বর্তমান সরকারের মানবতা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিল্রন।

 দেশে-বিদেশে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। জাতীয় সংকটে নিজের দায়বোধ থেকে তিনি উদ্যোগী হয়েছেন জাতীয় ঐক্য গড়ে তোলায়। তিনি সুবিধাবাদী সুশীল নয়, একজন বিবেকবান বুদ্ধিজীবী ছিলেন। তিনি কোনো ‘বাঁকা চোখের’ পরোয়া করেননি। 

২০১৮ সালের নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার পর চাঁদাবাজি, জমিদখল, পুকুরের মাছ চুরির অভিযোগসহ একের পর এক মামলা হয়েছে তার বিরুদ্ধে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গণস্বাস্থ্য কেন্দ্রের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের এন্টিবায়োটিকের কাঁচামাল জব্দ ও এন্টিবায়োটিক বিভাগ সিলগালা ও প্রতিষ্ঠানকে জরিমানা করে ১৫ লাখ টাকা। এসময় একজন জাতীয় বীরের বিরুদ্ধে সরকারের এমন নিপীড়নের বিরুদ্ধে দেশ ও বিদেশে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হাসপাতালকে আরো ১০ লাখ টাকা জরিমানা করে। অথচ সাধারণ মানুষকে কমদামে ওষুধ সরবরাহ করতে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। দামি অ্যালুমিনিয়াম ফয়েলের বদলে ট্যাবলেট তিনি প্যাকেট করার প্রচলন করেন সাধারণ কাগজে।

২০১৫ সালে বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের আদালত অবমাননার সাজায় উদ্বেগ জানিয়ে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেয়ার ঘটনায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে মাত্র এক হাজার ২০০ টাকায় ডায়ালাইসিস করতে পারেন দরিদ্র মানুষ। তার প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া।

যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, জেন্ডার ইস্যু, নীতিবিদ্যা ও সমাজ, পরিবেশবিদ্যা, ইংরেজি এবং বাংলা অবশ্যই পড়তে হয়। দরিদ্র ও জাতিগত সংখ্যালঘুদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সংরক্ষিত আসন। গণস্বাস্থ্য কেন্দ্রের দাপ্তরিক কাজ হয় বাংলাভাষা ও বাংলা বর্ষপঞ্জি অনুসারে।

দেশের কল্যাণে নিরপেক্ষতা বজায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এই মহান বীরের মৃত্যতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। 


ডিজিটাল পর্ণ, ভয়ঙ্কর আসক্তিতে শিশুরা।

ডিজিটাল পর্ণ, ভয়ঙ্কর আসক্তিতে শিশুরা।

ixwZg‡Zv we¯§q ˆZwi K‡i‡Q M‡elYvwU| ejv n‡q‡Q, G wPÎ XvKvi| †`‡ki Ab¨vb¨ A‡ji wPÎI Avjv`v bq| G GK Ab¨iKg mgq| nv‡Z nv‡Z ¯§vU©‡dvb| gvby‡li AvOyj Pj‡Q| gyL eÜ| c…w_exUv †hb nv‡Zi gy‡Vvq| ˆecøweK cwieZ©b| †ewki fvMB BwZevPK| Z‡e wKQy w`K fq¼i|
evev-gv‡qiv e¨¯—| mš—vb‡K nq‡Zv mgq w`‡Z cv‡ib bv Av‡Mi g‡Zv| †hŠ_ cwievi e¨e¯’v wejyßcÖvq| †bB †Ljvi gvV| ¯‹yjcoyqv †Q‡j‡g‡q‡`i Kv‡Q ¯§vU©‡dvb-Kw¤úDUvi-j¨vcUc| B›Uvi‡bU nvwRi `iRvq| we¯§qKi| wKš‘ NUbv mZ¨| AvB‡b m¤ú~Y© wbwl× n‡jI evsjv‡`‡k cÖwZwbqZ B›Uvi‡b‡U Avc‡jvW n‡”Q c‡b©vMÖvwd| GK †gvevBj †dvb †_‡K Av‡iK †gvevBj †dv‡bI Qwo‡q co‡Q Zv| Gme c‡b©vMÖvwd‡Z †`Lv hv‡”Q †`‡ki wewfbœ bvgKiv K‡jR-wek¦we`¨vjq †_‡K ïi“ K‡i cÖZ¨š— MÖvgv‡ji wk¶vcÖwZôv‡bi †Q‡j‡g‡q‡`i| †`Lv hvq ¯‹yjcoyqv wkï‡`iI| i‡q‡Qb M…nea~, wUwf ZviKvivI| Ab¨w`‡K Gme c‡b©vMÖvwd‡Z Avm³ n‡q co‡Q DVwZ eqmx wK‡kvi-wK‡kvix, Zi“Y-Zi“Yxiv| GgbwK ¯‹yjMvgx wkï‡`i GKwU eo Ask wbqwgZ GB c‡b©vMÖvwd †`L‡Q| gvby‡li Rb¨ dvD‡Ûkb bv‡g GKwU ms¯’vi M‡elYvq †`Lv hvq, XvKvq ¯‹yjMvgx wk¶v_©x‡`i kZKiv 77 fvM wbqwgZ c‡b©vMÖvwd †`L‡Q| ms¯’vwU ej‡Q, mviv †`‡kB GB wPÎ fqven|
Zv‡`i g‡Z, AwffveK‡`i Am‡PZbZv I wkïi Rxeb`¶Zvi Afv‡e c‡b©vMÖvwdi GB SyuwK evo‡Q| G‡¶‡Î wkïiv Rwo‡q co‡Q| d‡j GKwU weK…Z †hŠb wk¶vi g‡a¨ w`‡q Zviv †e‡o DV‡Q| c‡b©vMÖvwdi m‡½ wkïiv hy³ n‡q mgv‡R wewfbœ ai‡bi †hŠb mwnsmZv ˆZwi Ki‡Q| AwaKvsk †¶‡ÎB GB G c‡b©vMÖvwd‡Z hv‡`i †`Lv‡bv hv‡”Q Zv‡`i †ewki fv‡Mi eqmB 18 eQ‡ii wb‡P| ¯‹yj-K‡j‡Ri wk¶v_©x| ms¯’vwU ej‡Q, mvgvwRKfv‡e †nq Ges eø¨vK‡gBj Ki‡Z G wfwWI¸‡jv ˆZwi Kiv nq| mgv‡R †g‡qwU A_ev †Q‡jwUi cwievi‡K Lv‡Uv Ki‡Z, A_©‡jv‡f A_ev bvbv ai‡bi †hŠb †kvl‡Y ev evievi kvixwiK m¤úK© Ki‡Z eva¨ Kivi Rb¨I †hŠb wgj‡bi wfwWI aviY Kiv nq|
Rvbv †M‡Q, 2000 mv‡ji Av‡M evsjv‡`‡k c‡b©vMÖvwdi cÖv`yf©ve Lye †ewk wQj bv| evsjv‡`wk †Q‡j‡g‡q‡`iI c‡b©vwfwWI wQj bv ej‡jB P‡j| 2000 mv‡ji w`‡K mygb bv‡g GK hyeK we‡`k †_‡K †`‡k wd‡i GKwU †g‡qi m‡½ †hŠb m¤úK© ¯’vcb K‡i Zv n¨vwÛ K¨v‡givq aviY K‡i| c‡i Zv B›Uvi‡b‡U Qwo‡q †`q| ZLbI cÖhyw³i mnRjf¨Zv bv _vKvq Lye †ewk Av‡jvPbvq Av‡mwb| wKš‘ cÖhyw³i DrKl©Zvi m‡½ m‡½ GB welqwUi fqven cÖfve j¶¨ Kiv hvq| GLb Gme wfwWI gyn~‡Z©B Qwo‡q hv‡”Q wewfbœ gva¨‡g| 2012 mv‡ji evsjv‡`k c‡b©vMÖvwd wbqš¿Y AvB‡b c‡b©vMÖvwd ej‡Z †h Ak&jøxjZv‡K †evSvq Zv g~jZ wZb ai‡bi- wfwWI, AwWI Ges wjwLZiƒ‡c ev Qwe AvKv‡i| gvby‡li Rb¨ dvD‡Ûkb ej‡Q, eZ©gv‡b Z_¨cÖhyw³i e¨cKZv, we‡kl K‡i †gvevBj †dv‡b wfwWI †iKwW©s myweav I B›Uvi‡b‡Ui gva¨‡g Zv mn‡R Qwo‡q †`qvi my‡hvM _vKvq cÖPyi cwigv‡Y wfwWI ˆZwi n‡”Q| M‡elYvq ejv nq, evsjv‡`‡k Kgvwk©qvj c‡b©vMÖvwdi †P‡q A¨v‡gPvi c‡b©vMÖvwd †ewk RbwcÖq| we‡k¦i eû †`‡kB jvB‡mÝK…Zfv‡e c‡b©vMÖvwd wbg©vY I cÖ`k©‡bi e¨e¯’v i‡q‡Q| wKš‘ evsjv‡`‡ki c‡b©vMÖvwd AvB‡b Zv m¤ú~Y© wbwl×| GLv‡b c‡b©v wfwWI ˆZwi nq wfbœ Kvi‡Y| AwaKvsk †¶‡ÎB †`Lv hvq, c‡b©v wfwWIwU ˆZwii e¨vcv‡i bvixwU Rv‡bb bv| Zvi A‡MvP‡iB aviY Kiv nq Zv| A‡bK mgq m¤ú‡K©i we‡kl ch©v‡q wfwWI aviY Kiv nq| c‡i †Kv‡bv Kvi‡Y m¤úK© †f‡O †M‡j Zv Qwo‡q †`qv nq| Avevi A‡bK †¶‡Î †`Lv hvq bvix-cyi“l †KDB Rv‡bb bv| G‡¶‡Î Z…Zxq GKwU c¶ jywK‡q wfwWIwU ˆZwi Ki‡Q| Z_¨g‡Z, ivRavbx‡Z GgbI evwo i‡q‡Q cÖZviKPµ †hwU ïaygvÎ GB Kv‡Ri Rb¨B e¨envi K‡i| Z‡e †hfv‡eB ˆZwi †nvK GK mgq Zv Qwo‡q co‡Q B›Uvi‡b‡U| B›Uvi‡b‡U wfwWI, AwWI ev Qwe¸‡jv Avc‡jvW Ki‡Z †Kvb †MUcvm `iKvi nq bv| KviY G m¤úwK©Z AwaKvsk mvBU¸‡jv †`‡ki evB‡i we‡kl K‡i cwðgv †`k¸‡jv †_‡K cwiPvjbv Kiv nq| †mLv‡b †Kv‡bv wbqš¿Y †bB| d‡j †h †KD Avc‡jvW Ki‡Z cv‡i| Gfv‡e GKevi †Kv‡bv c‡b©v mvB‡U Avc‡jvW n‡j Qwo‡q c‡o wewfbœ mvB‡U| d‡j Zv Avi †iva Kiv m¤¢e nq bv| cwiYwZ‡Z A‡b‡KB AvZ¥nb‡bi c_ †e‡Q wb‡”Q| A‡b‡KB mvgvwRKfv‡e †KvbVvmv n‡q co‡Q| eÜygn‡jI wei“c AvPi‡Yi wkKvi n‡”Qb|
c‡b©v Avmw³ wkï‡`i g‡bvRM‡Zi Ici weivU cÖfve we¯—vi K‡i| Zv‡`i K‡i †Zv‡j mwnsm| cÖL¨vZ g‡bvweÁvbx †gvwnZ Kvgvj G cÖm‡½ gvbeRwgb‡K e‡jb, c‡b©v †`‡L wkïiv Aí eq‡mB †hŠbZvi cÖwZ AvK…ó n‡”Q| G‡Z wkïi g‡bvRM‡Z weiƒc cÖfve co‡Q| †hLv‡b 11-12 eQi eq‡m †hŠbZvi aviYv Avmvi K_v †mLv‡b Av‡iv Av‡MB G wel‡q Zv‡`i wPš—v RMZ Avµvš— n‡”Q| Zv‡`i g‡a¨ †fvMev`x mËv ˆZwi n‡”Q| d‡j Zviv bvbv ai‡bi Aciv‡a Rwo‡q co‡Q| Zv‡`i g‡a¨ Aw¯—Z¡nxbZv, ˆbwZKZvi Afve †`Lv w`‡”Q| ggZ¡‡eva nvwi‡q hv‡”Q| wkï‡`i g‡a¨ ˆbwZK Abykvmb _vK‡Q bv| c‡b©v wfwWI‡Z Avmw³i Kvi‡Y cvwievwiK Ges `v¤úZ¨ Kjn ˆZwi n‡”Q| GB Ae¯’vwU mgv‡Ri Rb¨ AZ¨š— fxwZKi D‡jøL K‡i wZwb e‡jb, Avgv‡`i Ggb GKwU Dcvq †ei Kiv DwPZ, hv‡Z GB mvBU¸‡jv eÜ Kiv hvq|
wkï‡`i c‡b©v Avmw³i e¨vcv‡i gvby‡li Rb¨ dvD‡Ûk‡bi wkï myi¶v Kg©m~wPi mgš^qK Ave`yjøvn Avj gvgyb g‡b K‡ib, G‡¶‡Î evev-gv‡qi Am‡PZbvi †P‡q AÁvbZv †ewk `vqx| Zviv wkï‡`i nv‡Z †h wWfvBm¸‡jv Zy‡j w`‡”Q Zv‡Z fv‡jv wKQy mvP© w`‡Z wM‡qI c‡b©v mvB‡U P‡j hv‡”Q| Gfv‡e bv PvB‡jI wkïiv c‡b©v RM‡Zi m‡½ cwiwPZ n‡”Q| h‡_ó Ávb bv _vKvi Kvi‡Y evev-gv‡qiv `vwg †gvevBj, U¨vemn B›Uvi‡bU wkïi nv‡Z Zy‡j w`‡”Qb| wKš‘ G e¨vcv‡i †Kv‡bv wb‡`©k cÖ`vb Ki‡Z cvi‡Qb bv| cvkvcvwk wKQy †mwj‡eÖwU, RbwcÖq wgwWqv e¨w³Z¡‡`i c‡b©v wfwWI evRv‡i Qvov n‡”Q| G‡Z wkïiv AvMÖnx n‡”Q| wZwb e‡jb, AvBbZ 18 eQ‡ii Kg Kv‡iv bv‡g †gvevBj wmg †iwR‡÷ªkb Kiv hvq bv| Zvn‡j Zviv †h †gvevBj¸‡jv e¨envi K‡i Zv Zv‡`i evev-gv ev ¯^Rb‡`i bv‡g †iwR‡÷ªkb Kiv| G‡¶‡Î Zv‡`iI `vwqZ¡kxjZvi cwiPq †`qv DwPZ| Ave`yjøvn Avj gvgyb e‡jb, wk¶v_©x‡`i Rb¨ hw` wbw`©ó B›Uvi‡bU c¨v‡KR †`qv nq †hLv‡b wKQy kã eøK Kiv _vK‡e| Zvn‡j Zviv Akøxj mvB‡U cÖ‡ek Ki‡Z cvi‡e bv| †Uwj‡dvb Acv‡iUi †Kv¤úvwb¸‡jv GB D‡`¨vM wb‡Z cv‡i| A‡bK †`‡kB GB e¨e¯’v Av‡Q| G‡¶‡Î evsjv‡`k †UwjKwgDwb‡Kkb A¨vÛ †i¸‡jUwi Kwgk‡bi (wewUAviwm) GKUv f~wgKv i‡q‡Q| Zviv PvB‡j GB KvR¸‡jv Ki‡Z cv‡i| cÖ_‡g †K Avc‡jvW K‡i‡Q Zvi AvBwWI †ei Ki‡Z cv‡i| kvw¯— wbwðZ n‡j G¸‡jv K‡g hv‡e|
XvKv wek¦we`¨vj‡qi wµwg‡bvjwR wefv‡Mi Aa¨vcK wRqv ingvb e‡jb, Avgiv GLb GKUv cwieZ©‡bi UÖvbwRkbvj †÷‡R AvwQ| gW©vb nw”Q, Dbœqb n‡”Q, cÖhyw³‡Z DbœZ nw”Q| GB Ae¯’vq †h‡Kvb mgv‡Ri wµwgbvj A¨vw±wfwUR N‡U| gvby‡li AwaKvi, ¯^vaxbZv †e‡o hvq| GB Ae¯’vq gvbyl mgv‡Ri m‡½ cy‡ivcywi Lvc LvIqv‡Z cv‡i bv| Dbœq‡bi gva¨g¸‡jv e¨envi Ki‡Z wbqg-Kvbyb `iKvi nq †mUv eyS‡Z cv‡i bv| GKUv wRwbm KZUyKy e¨envi Ki‡Z cvi‡ev Zvi GKUv mxgvbv _vKv `iKvi nq wKš‘ †m¸‡jv Zvr¶wYKfv‡e eyS‡Z cv‡i bv| cyuwRev`x mgv‡R †gvevBj †Kv¤úvwbI bvbvfv‡e weÁvcb w`‡q AvK…ó K‡i| A‡bK mgq †b‡MwUf welqI P‡j Av‡m| m‡e©vcwi mvgwMÖK cwieZ©‡bi d‡j Zi“Y mgv‡Ri Ici GKUv †b‡MwUf welq MÖnY Kivi cÖeYZv ˆZwi nq| UÖvbwRkbvj †÷‡R G¸‡jv me mgv‡RB n‡q‡Q| wZwb Avkv cÖKvk K‡ib, ax‡i ax‡i AwffveK‡`i g‡a¨ m‡PZbZv ˆZwi n‡e, Avgiv K_v ej‡ev GB wb‡q, †jLv‡jwLI n‡e| Zi“Y mgvRI GK mgq cwieZ©‡bi m‡½ Lvc-LvB‡q Gme weK…Z welq cwiZ¨vM Ki‡e| wZwb e‡jb, Av‡gwiKvb †mvmvBwU, KvbvwWqvb †mvmvBwUi †Kv‡bv wek¦we`¨vj‡q †M‡j c‡b©v mvBUM¸‡jv‡ZI XyKv hv‡e bv| †mLv‡b c‡b©vmvB‡Ui mvf©vi¸‡jv eøK K‡i †`qv Av‡Q| Avgv‡`i mgv‡RI GgbUv n‡e| Ges †mUv wbf©i Ki‡e †i¸‡jUwi G‡RwÝ KZUyKy †i¸‡jU Ki‡e Zvi Ici|
c‡b©vMÖvwd †h ïay gvby‡li g‡bvRMZ IjU-cvjU K‡i †`q Zv-B bq| evsjv‡`‡k c‡b©vMÖvwdi wkKvi nq A‡bK‡K cÖvYI w`‡Z n‡q‡Q| 13 eQ‡ii kvnvbviv LvZyb| mvZ¶xivi GKwU Mvj©m ¯‹y‡ji 8g †kÖwYi GB QvÎx MZ eQ‡ii 12B wW‡m¤^i AvZ¥nZ¨v K‡i| Zvi GB AvZ¥nZ¨vi KviY wQj d‡Uvk‡c ˆZwi Kiv Zvi GKwU Akøxj Qwe| QwewU B›Uvi‡b‡Ui gva¨‡g Qwo‡q c‡owQj ¯‹yj-K‡j‡Ri DVwZ eqmx wk¶v_©x I GjvKvi eLv‡U‡`i nv‡Z nv‡Z| Gici GjvKvi cwi‡ek Zvi Rb¨ n‡q I‡V biKhš¿Yv| cwiYwZ‡Z AvZ¥nb‡bi c_ †e‡Q †bq †m| ïay kvnvbviv bq, IB eQi Akøxj wfwWI ev c‡b©vMÖvwdi wkKvi n‡q AvZ¥nbb K‡i Aš—Z 5 Rb| cÖwZ eQiB Ggb NUbv NU‡Q|

এইডসের ওষুধ আবিস্কার করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিলেন বাঙ্গালী বিজ্ঞানী অনিতা

এইডসের ওষুধ আবিস্কার করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিলেন বাঙ্গালী বিজ্ঞানী অনিতা
ডেঙ্গির পর কি এ বার এডসের টিকাও আমাদের হাতে আসতে চলেছে?


আর সেই মারণ ব্যাধি রোখার লড়াইয়ে কি পাকাপাকি ভাবে ঠাঁই পেতে চলেছে এক বাঙালি বিজ্ঞানীর নাম?
তা সে কোনও দেশই হোক বা ঘর-বাড়ি অথবা আমার আপনার শরীর, বাইরের শত্রুকে ঠেকানোর ভাবনাটাই ভাবতে হয় সবচেয়ে আগে। আর সেই শত্রু যদি এমন হয় যে তা দুদ্দাড়িয়ে বাড়ে সংখ্যায়, যাদের বংশ-বৃদ্ধি হয় রাক্ষসের বংশের মতো, তা হলে তাদের ঠেকানোর কাজটা জটিল থেকে জটিলতর হয়ে পড়ে।
এডসের মতো একটি দুরারোগ্য ব্যাধি যে গত দু’-তিন দশক ধরে গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে, তার একটাই কারণ। ভাইরাস ‘এইচআইভি-পজিটিভ’ রাক্ষসের মতো বাড়ে অনেক সংখ্যায়। অত্যন্ত দ্রুত হারে, নিমেষের মধ্যেই। ডেঙ্গি, ফ্লু’র (ইনফ্লুয়েঞ্জা) চেয়ে এডস ভাইরাসের ‘মিউটেশন রেট’ অনেক বেশি বলেই এটা হয়। যার জন্য এত দিন এই মারণ ব্যাধিকে রোখার পথ খুঁজে বের করতে কালঘাম ছুটে যাচ্ছিল ভাইরাস বিশেষজ্ঞদের।
অন্ধকারে এ বার কিছুটা হলেও, আলোর দেখা মিলেছে! মার্চের শেষে বিজ্ঞান জার্নাল ‘সায়েন্স’-এ বেরিয়েছে একটি সাড়া জাগানো গবেষণাপত্র। যার শিরোনাম- ‘এইচআইভি-ওয়ান ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রিকার্সার বি সেল্‌স রিভিলড বাই জার্মলাইন-টার্গেটিং ইমিউনোজেন’। ক্যালিফোর্নিয়ার ‘স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটে’র কম্পিউটেশনাল বায়োলজিস্ট উইলিয়াম শিফের নেতৃত্বে ওই গবেষক দলে যে একমাত্র ভারতীয় রয়েছেন, তিনি বাঙালি। অনিতা সরকার। কলকাতায় জন্ম অনিতার। স্কুলজীবনের বেশির ভাগটাই থাকতেন ন্যাশনাল লাইব্রেরি ক্যাম্পাসে। পরে সেখান থেকে চলে যান মহেশতলায়। সেন্ট পল্‌স আর সেন্ট টেরেসা স্কুলের গণ্ডি পেরিয়ে জুলজিতে অনার্স নিয়ে স্নাতক হন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। দিল্লিরই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োইনফর্মেটিক্সে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করে পিএইচডি করেন ফ্রান্সের গ্রেনোবল থেকে। অনিতার প্রথম পোস্ট ডক্টরাল থিসিসটির কাজ চলছে এখন ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটে।
সহযোগী গবেষক ক্যালিফোর্নিয়ার লা হোয়ায় ‘স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটে’র স্ট্রাকচারাল বায়োলজিস্ট অনিতা সরকার বলছেন, ‘‘শরীরে ভাইরাসের মতো শত্রুরা হামলা চালালে, তাদের রুখতে প্রাকৃতিক ভাবেই, শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। বিশেষ বিশেষ ভাইরাসের হানাদারি রোখার জন্য বিশেষ বিশেষ অ্যান্টিবডি। যেমন, তরোয়ালের বিরুদ্ধে লড়াই করতে ঢাল বা বর্ম লাগে। আর, বুলেট-বৃষ্টি থেকে বাঁচতে লাগে বুলেট-প্রুফ জ্যাকেট। প্রতিরোধের ধরনটা
মোটামুটি একই রকম হলেও তার হাতিয়ারটা হয় আলাদা আলাদা।’’
অনিতার কথায়, ‘‘গত ৩০ বছর ধরে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, খুব অল্প সংখ্যক এইচআইভি-পজিটিভে আক্রান্ত মানুষ এমন বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করতে পারেন। এমন অ্যান্টিবডির সংখ্যা ও ভাইরাসের ‘মিউটেশন রেট’-এর সঙ্গে পাল্লা দিয়ে তাদের দ্রুত পরিবর্তনের ক্ষমতাই এইচআইভি ভাইরাসকে শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে দেবে না। গবেষকরা চেষ্টা করছেন, এইচআইভি-পজিটিভ ভাইরাস রোখার জন্য়েও আমাদের শরীরে গড়ে ওঠে বিশেষ এক ধরনের অ্যান্টিবডি।গবেষকরা চেষ্টা করছেন, এমন একটা টিকা বানাতে যা দেহে ওই অ্যান্টিবডি তৈরি করে রাখে। যার ফলে, সুস্থ মানুষের শরীর ওই মারাত্মক ভাইরাসের হানাদারিকে রুখতে পারে।’’
এডস এখন বিশ্বে মহামারী হয়ে উঠেছে। এর কোনও প্রতিকার বা প্রতিরোধের উপায় আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনও পর্যন্ত খুঁজে পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং রাষ্ট্রপুঞ্জের এডস প্রতিরোধ সংস্থার (ইউএনএডস) সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৩ সালের শেষে বিশ্বে সাড়ে তিন কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এডসে। তার মধ্যে শুধু ভারতেই এডস-আক্রান্ত মানুষের সংখ্যাটা বছর তিনেক আগেই পৌঁছে গিয়েছে ২১ লক্ষে। ওই এডস রোগীদের মধ্যে খুবই সামান্য একটা অংশের দেহে এডস ভাইরাসের দ্রুত বংশ-বৃদ্ধির প্রক্রিয়াকে ঠেকানোর অ্যান্টিবডি, প্রাকৃতিক ভাবেই গড়ে তুলতে পারে।
অনিতা বলছেন, ‘‘গবেষকরা চেষ্টা করছেন, যাঁদের এডস হয়নি, তাঁদের শরীরে ওই প্রতিরোধ ব্যবস্থাটাকে কৃত্রিম ভাবে, জোরদার করে তুলতে। আমরা কম্পিউটেশনাল ডিজাইন আর স্ট্রাকচারাল বায়োলজির মাধ্যমে এইচআইভি ভাইরাসের একটি প্রোটিনের একটি অংশ বানিয়েছি। যেটা আমাদের ‘জার্মলাইন’ ( যেগুলি আমাদের শরীরে জন্মের সময় থেকেই থাকে) অ্যান্টিবডিগুলিকে শনাক্ত করে। আর সেগুলিকে এইচআইভি প্রতিরোধ করার মতো করে গড়ে তুলতে পারে। তার ফলে, ওই ভাইরাসের হানাদারি রোখার জন্য এ বার আমরা আগেভাগেই তৈরি থাকতে পারব।’’
কিন্তু, আমাদের শরীরে কি ওই ‘জার্মলাইন অ্যান্টিবডি’গুলি রয়েছে পর্যাপ্ত পরিমাণে?
অনিতা বলছেন, ‘‘আমাদের গবেষণায় আমরা দেখেছি, সাধারণ, সুস্থ-সবল মানুষের শরীরে এই জার্মলাইন অ্যান্টিবডিগুলো থাকে পর্যাপ্ত পরিমাণেই। ওই ‘ডিজাইনড্‌ প্রোটিন’ আর আ্যান্টিবডিগুলির গঠন দেখে আমরা নিশ্চিত, সাধারণ মানুষের মধ্যে এইচআইভি-র হানাদারি রোখার ক্ষমতা রয়েছে। আমাদের এই ‘ডিজাইনড্‌ প্রোটিন’ আগামী দিনে এইচআইভি রোখার জন্য টিকা তৈরির ক্ষেত্রে একটি বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। তার সম্ভাবনা যথেষ্টই।’’

ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল।

ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল।

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ৩৯টি জেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও এতে অংশ নেবেন লাখ লাখ বিদেশি। এরই মধ্যে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে ১৯৫টি বাস দেবেন এবং সেটা বিনামূল্যে। এ বিষয়ে ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি যেটা করছি সেটা আমার ভাগ্যে ছিল। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩৯টি জেলায় ফ্রি সার্ভিস দিতে পারছি।’
ডিপজল আরো জানান, ‘বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রোববার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব। আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি আমাদের দেশে হয়। যে কারণে আমরাও বিভিন্নভাবে এই জমায়েতের জন্য কাজ করতে পারছি।’

টুইটার বন্ধের ব্যাপারে তারানা হালিম যা বললেন।

টুইটার বন্ধের ব্যাপারে তারানা হালিম যা বললেন।
এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন মন্তব্য না করলেও একটি সংবাদ মাধ্যমের কাছে টুইটার বন্ধের ব্যাপারে কথা বলেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 
 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ২২ দিন বন্ধ রাখার পর এবার টুইটার বন্ধ করে দিয়েছে সরকার। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন মন্তব্য না করলেও একটি সংবাদ মাধ্যমের কাছে টুইটার বন্ধের ব্যাপারে কথা বলেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ নতুন নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার রাতে মোবাইল অপারেটর ও টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী রাতে একটি সংবাদ মাধ্যমকে বলেন, নির্দেশনা নতুন নয়। ফেসবুক খুলে দিলেও অন্যান্য মাধ্যমগুলো লিক করছে। আর লিক যেন না হয় সেজন্য বন্ধ থাকার নির্দেশনাটি মনে করিয়ে দিয়েছে বিটিআরসি। এটা নতুন কোনো নির্দেশনা নয়। পূর্বের নির্দেশনার পুনরাবৃত্তি। 
শীর্ষ দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরকে সামনে রেখে গত ১৮ নভেম্বর ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার, হোয়াটঅ্যাপ, ট্যাঙ্গো, লাইনসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সাময়িক বন্ধ করে দেয় সরকার। কিন্তু কেউ কেউ বিকল্প পথে ব্যবহার করে আসছিলো।
বন্ধের ২২ দিনের মাথায় গত ১০ ডিসেম্বর ফেসবুকের সঙ্গে এর অ্যাপস ম্যাসেঞ্জার খুলে দেয়া হলেও অন্যান্য মাধ্যমগুলো এখনও বন্ধ রয়েছে। তবে চালু ছিলো টুইটার। ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো ও লাইন বন্ধ আছে। এর সঙ্গে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ এলো।

টুইটার বন্ধের নির্দেশনা সাময়িক: তথ্যমন্ত্রী ।

টুইটার বন্ধের নির্দেশনা সাময়িক: তথ্যমন্ত্রী ।
বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ করাকে একটি সাময়িক ব্যবস্থা বলে বিবিসিকে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ করাকে একটি সাময়িক ব্যবস্থা বলে বিবিসিকে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  তথ্যমন্ত্রী জানিয়েছেন, কিছু সন্ত্রাসী তৎপরতা মোকাবেলার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তাতে কিছু উপকারও পাওয়া গেছে। কিছু উস্কানিদাতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বন্ধ রাখা সম্ভব হয়েছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।  রোববার রাতে দেশের সব মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে এই সেবাগুলো বন্ধ রাখার জন্য সরকারি প্রতিষ্ঠান বিটিআরসির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ২২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক খুলে দেয়া হয়।  ফেসবুক বন্ধের একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। তবে ফেইসবুক খুলে দিলেও, ভাইবার ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে। সেসময় নিরাপত্তার স্বার্থে এসব অ্যাপস বন্ধ রাখা হয়েছিল বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল।

বিশ্বকে চমক দেখিয়ে বিশ্বরেকর্ড গড়তে চলেছে বাংলাদেশের যে অপার সৌন্দর্যের মসজিদ !

বিশ্বকে চমক দেখিয়ে বিশ্বরেকর্ড গড়তে চলেছে বাংলাদেশের যে অপার সৌন্দর্যের মসজিদ !

 সৌদি বা দুবাই নয় এবার বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুরেই নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম সেরা ২০১ গম্বুজের মসজিদ !  বাংলাদেশ ও পারে বিশ্বকে চমক দেখাতে! ২০১ টি গম্বুজ ও ৪৫১ ফিট বা ৫২ তলা উচ্চতম মিনারের নির্মান কাজ চলছে যা পৃথিবীর ২য় বৃহত্তম মিনার।  সব মিলিয়ে একটি নতুন বিশ্বরেকর্ড গড়তে চলেছে এই মসজিদ।
বাংলাদেশসহ বিশ্বের মসজিদের ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে নির্মাণাধীন ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদ, নির্মাণাধীন এ ২০১ গম্বুজ মসজিদে থাকবে বিশ্বের বেশি সংখ্যক গম্বুজ ও ৪৫১ ফুট উচুঁ একটি মিনার। যা একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করে গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে চলেছে, শুধু তাই আল্লাহর ঘর এই ঐতিহাসিক স্থাপনাটি বাংলাদেশকে বিশ্বে নতুন করে পরিচিত করে তুলতে সহায়ক হবে এবং প্রচুর বিদেশি পর্যটক, ওলি আউলিয়ার আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে ।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যাগে মসজিদটি নির্মিত হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিন পাথালিয়া গ্রামে ।
বাংলাদেশের ২০১ গম্বুজ মসজিদের পাশেই ৪৫১ ফুট/১৩৮ মিটার ৫৬ তলা উচ্চ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিনারটি হবে বিশ্বের সবচাইতে উচু ইটের তৈরি মিনার! বিশ্বের সবচাইতে উচু ইটের তৈরি মিনারটি বর্তমানে রয়েছে ভারতের দিল্লির কুতুব মিনার যার উচ্চতা ৭৩ মিটার = ২৪০ ফিট , আর বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর কাসাব্লাংকায় দ্বিতীয় হাসান মসজিদে অবস্থিত। এর উচ্চতা ২১০ মিটার (৬৮৯ ফুট) তবে এটি ইটের তৈরি নয় ।
২৭১ শতাংশ জায়গায় নির্মাণাধীন মসজিদের কাজ ইতোমধ্যেই ৭৫% শেষ হয়েছে। নির্মাণাধীন অবস্থায়ই মসজিদে ঈদের নামাজ আদায় শুরু হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যাগে নির্মাণাধীন এ মসজিদে থাকবে ২০১টি গম্বুজ। বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে এত বেশি গম্বুজ বিশিষ্ট কোনো মসজিদ এর আগে নির্মাণ করা হয়নি।
নির্মাণাধীন এ ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদে থাকবে অত্যাধুনিক সব সুবিধা। মসজিদটিতে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

২০১ গম্বুজ মসজিদ ভিতরে দেখতে কেমন হবে ?
২০১ গম্বুজ মসজিদে দেয়ালের টাইলসে অংকিত থাকবে পূর্ণ পবিত্র কোরআন শরীফ,
তাই এই মসজিদে প্রবেশ করলে কোন কোরআন শরীফ নিয়ে প্রবেশ করতে হবে না, বসে বা দাড়িয়ে মসজিদের দেয়ালে কোরআন শরীফ পড়া যাবে ।
মসজিদের পশ্চিমের দেয়ালে অংকিত থাকবে সম্পূর্ণ পবিত্র কোরআন। আর মসজিদের প্রধান দরজায় ব্যবহার করা হবে ৫০ মন পিতল।

আজান প্রচারের জন্য মসজিদের পাশে নির্মাণ করা হবে বাংলাদেশের সবচেয়ে উচুঁ মিনার। উচ্চতার হিসেবে মিনারটি হবে প্রায় ৫৭ তলার সমপরিমাণ অর্থাৎ ৪৫১ ফুট।
মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন। ওই ভবেন থাকবে, দুঃস্থ মহিলাদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুঃস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পূর্ণবাসনের ব্যবস্থা। মসজিদটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।
-----------------somoyerkonthosor222
ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম , স্থানীয় ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

নির্মাতাদের প্রত্যাশা, শৈল্পিক স্থাপনা হিসেবে এ মসজিদটি অনন্য বৈশিষ্ট্যের এক প্রতীক হয়ে দাঁড়াবে । ইতোমধ্যেই (নির্মাণাধীন অবস্থায়) মসজিদটি দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক নির্মাণ কাজ দেখতে ভিড় জমাচ্ছেন।
-----------------somoyerkonthosor222
মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৩ সালের জানুয়ারি মাসে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন।
-----------------somoyerkonthosor222
আশা করা হচ্ছে, ২০১৭ সালের প্রথম দিকে পবিত্র ‍কাবা শরিফের ইমামের উপস্থিতি ও ইমামতির মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
নির্মাণাধীন এই মসজিদটির প্রতিমুহূর্তের আপডেট পেতে অথবা যেকোন পরামর্শ ও আপনার অনুভুতি জানাতে সরাসরি যুক্ত হতে পারেন তাদের নিজস্ব ফেসবুক পেজে  এই লিংকে ক্লিক করে
এবার একনজরে দেখে নিন সেই অপার সৌন্দর্যের মসজিদের নির্মাণকাজ

মম-র পিস্তলের আঘাতে আহত মাহফুজ।

মম-র পিস্তলের আঘাতে আহত মাহফুজ।
অভিনেত্রী জাকিয়া বারী মম-র হাতে থাকা পিস্তলের আঘাতে মাথা ফেটে গেছে অভিনেতা মাহফুজ আহমেদের। শুক্রবার থাইল্যান্ডে ‘স্যাটারডে নাইট’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে ঘটেছে এমন ঘটনা। নাটকটির প্রযোজনা সংস্থা ১৯৫২ এন্টারটেইনমেন্টের পক্ষে সাজু মুনতাসির প্রথম আলোকে মাহফুজ আহমেদের এই শুটিং দুর্ঘটনার খবরটি জানান।

এ প্রসঙ্গে সাজু মুনতাসির বলেন, ‘এই দুর্ঘটনার পর পরই মাহফুজ ভাইকে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।’
‘স্যাটারডে নাইট’ নাটকের শুটিংয়ে মাহফুজ আহমেদ, মিশু সাব্বির, তৌসিফ ও মমএরপর পরই কথা হয় মম-র সঙ্গে। তিনি বলেন, ‘নাটকের দৃশ্যটি ছিল— মাহফুজ ভাইয়ের মাথায় পিস্তল দিয়ে আঘাত করতে হবে। কিন্তু অসাবধানতাবশত সত্যি সত্যি মাথায় আঘাত লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলাম, মাহফুজ ভাইয়ের কপাল বেয়ে রক্ত পড়তে শুরু করেছে। আমি ঘাবড়ে যাই।’ কথাটি বলেই কাঁদতে শুরু করেন মম।

২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জাকিয়া বারী মম। নয় বছরের অভিনয়জীবনে অনেক নাটক, টেলিছবি এবং বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এই নয় বছরে নাটক কিংবা চলচ্চিত্রের সব শুটিং দেশেই করছেন মম। শুটিংয়ের জন্য কখনো তাঁর দেশের বাইরে যাওয়া হয়নি। কিন্তু এবারই প্রথমবারের মতো দেশের বাইরে কোনো নাটকের শুটিং করছেন মম। ‘স্যাটারডে নাইট’ নামের এই নাটকটির পরিচালক রায়হান খান। নাটকটিতে মাহফুজ আহমেদ ও মম ছাড়া আরও অভিনয় করছেন মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘স্যাটারডে নাইট’ নাটকের শুটিং শেষে ১৮ ডিসেম্বর পুরো ইউনিট ঢাকায় ফিরবেন। অবশ্য মেহজাবিন ফিরবেন আগামীকাল সোমবার।

আসুন এক ক্লিকে রাঙি বিজয়ের রঙে...

আসুন এক ক্লিকে রাঙি বিজয়ের রঙে...
মাত্র এক ক্লিকেই বদলে ফেলুন নিজের ফেইসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি। বিজয় দিবসকে সামনে রেখে নিজেকে রাঙান লাল-সবুজ রঙে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এমনই এক উদ্যোগ নিয়েছে স্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ইজি টেকনোলজি।
এর মাধ্যমে দশ লাখ ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইলের ছবি জাতীয় পতাকার রঙে রাঙানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ezzetech
বিজয়৭১ ডটনেট নামের ওই অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা তার প্রোফাইলের ছবি রাঙাতে পারবেন। তবে ইজি টেকনোলজিস ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রোফাইলের ছবি রাঙানোর সুযোগ সকলের জন্য উন্মুক্ত রাখছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও ক্যাম্পেইনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন ইজি টেকনোলজিসের মফিজুর রহমান টিপু, আইটিবাজার২৪ ডটকমের প্রধান নির্বাহী শাহাবুদ্দিন রিয়াদসহ আরও অনেকে।
আইসিটি বিভাগের সহায়তায় ইজি টেকনোলজি লিমিটেড এই ইভেন্ট পরিচালনা করছে। এতে পৃষ্ঠপোষকতা করেছে আইটিবাজার২৪ ডটকম।
এক ক্লিকে নিজের প্রোফাইলের ছবি লাল-সবুজে রাঙাতে এই ঠিকানায় ক্লিক করতে পারেন।

আপাতত ফেসবুক খোলার ভাবনা নেই–টেলিযোগাযোগ মন্ত্রণালয়

আপাতত ফেসবুক খোলার ভাবনা নেই–টেলিযোগাযোগ মন্ত্রণালয়
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে’ ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে সরকার এ লক্ষ্যে সফল হয়েছে বলে মনে করেন নীতিনির্ধারকেরা। তবে সরকার এখন নিরাপত্তার বিষয়টিকে আরও বড় পরিসরে চিন্তা করছে। ফলে শিগগির ফেসবুক খোলার কোনো আশ্বাস তাঁদের কাছ থেকে পাওয়া যায়নি।
তাঁরা বলছেন, নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তি দিয়েই প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলার বিষয়টি মাথায় রেখে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এ ছাড়া ফেসবুকের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় ইতিবাচক ফল আসবে বলে তাঁদের ধারণা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা এসব মাধ্যম বন্ধ রেখেছি, তাতে আমরা সফল হয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা। এ সময়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নানাভাবে উপকৃত হয়েছে।’ তিনি বলেন, ‘নাশকতাকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজর রাখতে সুবিধা হয়েছে। নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
নিরাপত্তার দিক থেকে সফল হলে কবে খোলা হচ্ছে এসব মাধ্যম—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব মাধ্যম বন্ধ থাকার কারণে অনেকের, বিশেষ করে আমাদের মেধাবী তরুণদের সমস্যা হচ্ছে। যেহেতু বিষয়টি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, তাই শিগগিরই সার্বিক অবস্থা পর্যালোচনা করে এসব মাধ্যম খুলে দেওয়া হবে।’
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১৯ দিন ধরে ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ থাকা অবস্থায় এসব অপরাধের মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়। সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি ফেসবুকের সঙ্গে আলোচনা চলছে। সে উদ্যোগের ধারাবাহিকতায় গত রোববার ফেসবুকের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিন মন্ত্রী।
ওই বৈঠকে ফেসবুকের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার দীপালি লিবারহেন এবং আইনসংক্রান্ত বিশেষজ্ঞ বিক্রম লাংঘে। সরকারের পক্ষে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এবং গোয়েন্দা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
বৈঠকে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকের নানা ধরনের অপব্যবহারসহ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয় ফেসবুকের প্রতিনিধিদের কাছে। বৈঠক সূত্র বলছে, সব ধরনের পোস্ট আগে থেকে তদারকির জন্য বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন চেয়ে এখানে আলাদা একটি সার্ভার স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। যেকোনো বিষয়ে সরকারের অনুরোধে দ্রুত সাড়াও চেয়েছে বাংলাদেশ। তবে প্রতিনিধিদলের সদস্যরা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। তাঁরা বিষয়টি ভেবে দেখার কথা জানিয়ে বলেছেন, ফিরে গিয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক ও প্রস্তাব সম্পর্কে ফেসবুকের অবস্থান জানতে প্রথম আলোর পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের কাছে ই-মেইল পাঠানো হয়। তবে গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেসবুকের সঙ্গে আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ। তাঁরা আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত জানাবেন। তবে সেটা অবশ্যই দু-এক দিনের মধ্যে সম্ভব হবে না।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয়েছে। বাংলাদেশে ফেসবুকের সার্ভার স্থাপন হলে ফেসবুকের মাধ্যমে যেসব অপরাধ হয়, তা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’
বিটিআরসি চেয়ারম্যান মনে করেন, কারিগরি দিক থেকে তাঁর সংস্থার সক্ষমতা ইতিমধ্যে অনেক বেড়েছে। সামনের দিনগুলোতে আরও বাড়বে। তিনি বলেন, ‘আশা করছি আগামী দু-এক মাসের মধ্যে সাইবার নিরাপত্তার বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখতে পাবেন।’
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ শুনানির রায় ঘোষণার দিন গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেয় সরকার। সেই থেকে এসব মাধ্যম বন্ধ আছে, যদিও বিকল্প ব্যবস্থায় কেউ কেউ তা ব্যবহার করছেন।

ফেসবুক নিয়ে ‘একটু ধৈর্য’ ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ফেসবুক নিয়ে ‘একটু ধৈর্য’ ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যথা শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে - আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে সবাইকে ‘একটু ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে এনটিভি অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন ইস্যু নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। আমাদের ওই বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। ওই সময় আমরা ঘোষণা করেছিলাম যে, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শিগগিরই খুলে দেওয়া হবে।’

গতকাল রোববার নিরাপত্তা ইস্যুতে ফেসবুকের সঙ্গে বৈঠক করে সরকার। এ দিনও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে।

পরে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম  বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই খুলে দেওয়া হবে।

ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষের কাছে ফিল্টারিংসহ জাতীয় নিরাপত্তা বিষয়ক কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তারা এ প্রস্তাবগুলো ফেসবুক সদর দপ্তরে পাঠাবে। একইভাবে ফেসবুক কর্তৃপক্ষও কিছু সুপারিশ করেছে। এগুলো নিয়ে আমরাও পর্যালোচনা করে দেখছি। আশা করছি শিগগির একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া যাবে।’

নিরাপত্তার কারণে গত ১৮ নভেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার বন্ধ করে দেয় সরকার। পরে ২১ নভেম্বর রাতে যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।

ফেসবুক বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের নির্বাক অবস্থান।

ফেসবুক বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের নির্বাক অবস্থান।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার প্রতিবাদে ‘নির্বাক অবস্থান কর্মসূচি পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ২টার দিকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘তুলতে হবে নিষেধাজ্ঞা, খুলতে হবে ফেসবুক’ এই স্লোগানে ওই কর্মসূচি পালন করে।
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওমর ফারুক সোহানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু, সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল, ফার্মেসি বিভাগের শিক্ষক মো. মনির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক হাসিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের স্লোগান সংবলিত পোস্টার, ফ্যাস্টুন লক্ষ করা যায়। পরে শিক্ষার্থীরা ফেসবুক খুলে দেওয়ার দাবিতে গণ স্বাক্ষর দেয়।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রতিবাদে অনুষ্ঠিত ‘নির্বাক অবস্থান কর্মসূচির’ আহ্বায়ক বিধান মুখার্জি বলেন, ‘ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেওয়া উচিত।’
এ সময় শিক্ষার্থীরা বলে, নিরাপত্তার জন্য দু-চারদিন ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার মানে কী? তারা দ্রুত ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানায়।
গত ১৮ নভেম্বর দুপুরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ্লিকেশনগুলো (অ্যাপস)। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় এসব সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ওই দিন সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পরপরই দেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া প্রায় সোয়া ঘণ্টা বন্ধ থাকে সারা দেশের ইন্টারনেট সংযোগও।


কবে নাগাদ ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হবে- জানতে চাইলে গত ২১ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে। তিনি বলেন, ‘সাময়িক নিরাপত্তার জন্য, জনস্বার্থ, জননিরাপত্তার স্বার্থে যত দিন বন্ধ রাখা প্রয়োজন, ঠিক তত দিনই বন্ধ থাকবে। যখন জননিরাপত্তা নিশ্চিত হবে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি নিশ্চিত করবে, তখনই আমরা এটা খুলে দেব।’
ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার দাবি জানিয়ে গত ২৩ নভেম্বর ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে বক্তব্য দেন
একই দাবিতে গত ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান রাজধানীর তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র মো. মোখলেছুর রহমান।
এরপর গত ২ ডিসেম্বর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ম্যাস কমিউনিকেশন এবং মিডিয়া আর্টস বিভাগ আয়োজিত মিডিয়া বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘ফেসবুক সাময়িক বন্ধ, অচিরেই তা খুলে দেওয়া হবে।’
পরের দিন ৩ ডিসেম্বর ফেসবুকসহ বন্ধ থাকা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নামেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী সব আইন বাতিল করার দাবি জানান।
ফেসবুক খুলে দেওয়ার দাবিতে ৪ ডিসেম্বর রাস্তায় নামেন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, অনলাইন অ্যাকটিভিস্ট ও অনলাইন ব্যবসায়ীরা। তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরের দিন একই স্থানে মানববন্ধন করে ই-কমার্স ব্যবসায়ীরা।
৬ ডিসেম্বর সচিবালয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দেশের নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয় তুলে ধরেছি, যেগুলো আমাদের কাছে হুমকিস্বরূপ মনে হয়েছে। আমরা তাদের বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি। তারা বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’
‘আমি বলব, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে এখন আমরা নিজেরা আলোচনায় বসব। তার পরই ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ৩০ নভেম্বর তারানা হালিম ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর অপব্যবহার নিয়ে একটি ইমেইল পাঠান। এর পরের দিনই ফেসবুক কর্তৃপক্ষ বৈঠকে বসার আহ্বানে সাড়া দিয়ে ইমেইল পাঠায়।
ইমেইলে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী তিন কোটি। এর সুনাম রক্ষায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে বিবেচনা করা উচিত বলে উল্লেখ করা হয়।

স্যামসাংয়ের জরিমানা, মামলায় জিতেছে অ্যাপল।

স্যামসাংয়ের জরিমানা, মামলায় জিতেছে অ্যাপল।
অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না স্যামসাংয়ের। অ্যাপলকে জরিমানা দিতেই হচ্ছে তাদের। আর টাকার অঙ্কটাও বেশ বড়। গুনে গুনে ৫৪৮ মিলিয়ন মার্কিন ডলার তাদের পকেট থেকে চলে যাচ্ছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
প্যাটেন্ট এবং ডিজাইন নিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যে লড়াই নতুন কোনো ঘটনা নয়। অনেক আগে থেকেই মামলা-মোকদ্দমার ব্যাপারগুলো চলে আসছে।
২০১১ সালে অ্যাপলে অনধিকার প্রবেশ এবং আইফোন এর ডিজাইন নকল করে স্মার্টফোন বানানোর অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথম দফায় ২০১২ সালে যুক্তরাষ্ট্রের এক আদালত ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেন স্যামসাংকে। পরে আপিল করলে গত মে মাসে জরিমানার পরিমাণ ৩৮২ মিলিয়ন মার্কিন ডলার কমিয়ে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার, ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল কোর্টে জমা দেওয়া কাগজপত্রে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তারা অ্যাপলের পুরো পাওনা পরিশোধ করবে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আদালত অ্যাপলের অন্যায্য দাবির পক্ষেই রায় দিয়েছেন, এটা আমাদের জন্য হতাশাজনক।’
তবে এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আত্মহত্যা ঠেকাতে ফেসবুকের উদ্যোগ।

আত্মহত্যা ঠেকাতে ফেসবুকের উদ্যোগ।
আত্মহত্যার প্রবণতা ঠেকাতে অস্ট্রেলিয়ায় নতুন কিছু ফিচার এবং টুলস চালু করেছে ফেসবুক। এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে এ রকম কিছু টুলস চালু করে ফেসবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ খবর।
অনেক সময় দেখা গেছে, প্রকাশ্যে কারো সামনে নিজের অনুভূতি বর্ণনা করার চেয়ে অনেকেই ফেসবুকে অপরিচিত কারো সাথে বা কোনো ‘কনফেশন’ পেজে বিভিন্ন সময়ে নিজেদের সমস্যা বা অনুভূতির কথা জানিয়ে থাকে।
ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘মানুষকে নিরাপদে রাখাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ফোরফ্রন্ট’, ‘নাউ ম্যাটার্স নাউ’, ‘দ্য ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইন’সহ বেশকিছু স্থানীয় মানসিক রোগ হাসপাতালের সাথে মিলে কাজ করা শুরু করে ফেসবুক। অস্ট্রেলিয়াতেও একইভাবে কাজ করবে তারা। এরই মধ্যে অস্ট্রেলিয়ার ‘বিয়ন্ড ব্লু’, ‘হেডস্পেস’-এর মতো স্থানীয় মানসিক হাসপাতালগুলোর সাথে কাজ করা শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ ছাড়া ফেসবুকের কোনো ব্যবহারকারীর যদি অন্য কারো পোস্ট দেখে মনে হয় কেউ হতাশায় ভুগছেন বা আত্মহত্যাপ্রবণ হয়ে উঠছেন তাহলে তিনি জরুরি সেবামাধ্যমগুলোতে ফোন দিয়ে তা জানিয়ে রাখতে পারবেন।
ফেসবুকের বিভিন্ন দল আত্মহত্যার প্রবণতা ঠেকাতে অস্ট্রেলিয়াতে ২৪ ঘণ্টা হেল্পলাইনের মাধ্যমে সমন্বয় সাধনের কাজ করে যাচ্ছে। আত্মহত্যাপ্রবণ কারো খবর পেলেই তারা সাথে সাথে কাজ করা শুরু করে। হতাশায় ভুগছে এমন মানুষদের সাথে যোগাযোগ করা বা মানসিক রোগ বিশেষজ্ঞদের সাথে কথা বলিয়ে দেওয়ার কাজটি করে তারা।
ফেসবুকের মুখপাত্র বলেন, ‘যারা হতাশাজনক পোস্ট দিচ্ছে আমরা তাদের প্রোফাইলগুলোতে নজরে রাখি। যদি তারা কোনো পরামর্শ করতে চায় তাহলে সেটাও আমরা ব্যবস্থা করে থাকি। দূরের বা পুরোনো কোনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ করিয়ে দেওয়া বা কোনো হেল্পলাইনের সাথে নিয়মিত যোগাযোগ রাখার কাজটি আমরা করে থাকি।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গণমাধ্যম ফেয়ারফ্যাক্স মিডিয়ার প্রধান নির্বাহী ক্রিস টান্টি আত্মহত্যার প্রবণতা রোধে ফেসবুকের বিভিন্ন টুলস সম্পর্কে বলেন, ‘বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ একই ধরনের সমস্যায় ভুগছে কিন্তু চরম হতাশার মুহূর্তে তারা কারো সাথে পরামর্শ করতে পারছে না। অস্ট্রেলিয়ার যেকোনো প্রান্তের মানুষ এখন ফেসবুকের মাধ্যমে এ সুযোগ পাবে। এটা খুবই ভালো উদ্যোগ।’

মোবাইল ফোন জ্যামার সহ তিন জন গ্রেফতার।

মোবাইল ফোন জ্যামার সহ তিন জন গ্রেফতার।
মোবাইল ফোন জ্যামারসহ ঢাকায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সংস্থাটির ডেপুটি কমিশনার মুনতাসিরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, আকটকৃতরা নিজেদের মধ্যে বৈঠকের সময় এই জ্যামার ব্যাবহার করতো।

বৈঠকের তথ্য সম্পর্কে পরবর্তীতে ফোন আলাপ গোপন রাখতেও মোবাইল জ্যামার ব্যাবহার করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব বিষয় তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কি ধরনের বিষয় নিয়ে তারা আলাপ করতো সেটি নিশ্চিত নয়।
ঢাকার উত্তরা থেকে গতরাতে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশে কোন সংগঠন কর্তৃক মোবাইল জ্যামার ব্যাবহার সম্পর্কে এর আগে খুব একটা শোনা যায়নি।

আজকেই খুলছে ফেসবুক,আলোচনা চুড়ান্ত।

আজকেই খুলছে ফেসবুক,আলোচনা চুড়ান্ত।
যেসব নিরাপত্তার অভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে সে বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে ফেসবুক কর্তৃপক্ষ। এ নিয়ে ২ ঘণ্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং শিগগিরই ফেসবুক খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ঠিক কী কী বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, কিংবা ফেসবুক কর্তৃপক্ষ কী কী বিষয়ে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে এসব বিষয়ে কিছুই জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, নিরাপত্তার জন্য দেশে সাময়িকভাবে ফেসবুক বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য ফেসব81ক কর্তৃপক্ষের সঙ্গে বসেছে সরকার। সরকারের পক্ষ থেকে অসুবিধাগুলো জানানো হয়েছে। তারা এ ব্যাপারে সরকারকে সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।
2015_12_06_12_57_30_oyyd1KYewvbQjNyWoXAZFs1Rstj2JW_original
এর আগে সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকের পক্ষে অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহেন এবং রাজনৈতিক ও আইন বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক বিক্রম লাং। এছাড়া বিটিআরসি, এনটিএমসিসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সাইবার সন্ত্রাস ও হয়রানি রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদানে সহযোগিতার জন্য একটি চুক্তি করতে আগ্রহ জানিয়ে গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর পরের দিনই চিঠির উত্তর পাঠায় কর্তৃপক্ষ। এতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে।
 
বিঃদ্রঃ কয়েকটি নির্ভর সুত্রে জানা যায় যে হয়তো আজকে দিবাগত রাতেই খুলে দেওয়া হবে ফেসবুক
নিরাপত্তা এবং নারীদের হেও করার কথা বিবেচনা করে যদি সরকারকে ফেসবুক তথ্য সরবরাহ করে তাহলে অবশ্যই এটার বৈধ ব্যাবহার হবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করছেন তবে এক্ষেত্রে অনেকে বলছেন মানুষের ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে.
তবে সবাইকে এখন থেকে ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে
যাহোক আমরা সবাই চাই মতামত প্রকাশের স্বাধীনতা,ফেসবুক শুধুমাত্র আড্ডা খানা নয়,ফেসবুকের উপর ভিক্তি করে প্রতিষ্ঠিত হয়েছে অনেক ই কমার্স সাইট, ইতোমধ্যে ফেসবুক চালু করার দাবিতে গত শনিবার (BFEI) এর উদ্যোগে শাহবাগে মানববন্ধন করেছের ই কমার্স ব্যবসায়ীরা.
 
আমাদের সাথে কথা হয়েছিল এক্সট্রাবাজার বিডির স্বত্তাধিকারী সাদি টমের সাথে তিনি জানালেন গত নভেম্বর মাসের আটারো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাচ তারিখ পর্যন্ত ই কমার্স ব্যবসায়ী দের লস চরম মাত্রায় পোঁছেছে,ফেসবুক বন্ধ থাকার কারণে ই কমার্স ব্যবসা আরো ছয় মাস পিছিয়ে গেছে,অনেক ফ্রিলান্সার প্রতিমাসে হাজার হাজার ডলার দেশে নিয়ে আসছে এই ফেসবুক ব্যবহার করেই.
তাই পরবর্তীতে যেকোন চুড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে সরকারকে অবশ্যই এটার অর্থনৈতিক গুরুত্ব টা বিবেচনা করতে হবে

সরকারের চাওয়ার বিষয়ে ইতিবাচক ফেসবুক।

 সরকারের চাওয়ার বিষয়ে ইতিবাচক ফেসবুক।
নিরাপত্তা ইস্যুতে ফেসবুকের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেছেন, ফেসবুক কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে। খুব শিগগির ফেসবুক খুলে দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় আসা ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকেই ফেসবুকের মাধ্যমে আমাদের অ্যাবিউজ করছে। আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডাও ফেসবুকে এসেছে। আমাদের জাতীয় নিরাপত্তারও কিছু প্রশ্ন ছিলো। সেগুলো নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফেসবুক প্রতিনিধিরা সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের নিরাপত্তার জন্য কী প্রয়োজন সেসব ফেসবুক প্রতিনিধিদের তারা বলতে সক্ষম হয়েছেন। প্রতিনিধিরা সব কথা শুনে কতটা সহযোগিতা করতে পারবেন সে বিষয়েও জানিয়েছেন। বিষয়গুলো পর্যালোচনা করে শিগগিরই সরকারের পক্ষ থেকে জানানো হবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হননি ফেসবুকের দক্ষিণ এশিয়া বিষয়ক দুই প্রতিনিধি।
ফেসবুকে অপপ্রচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে আঞ্চলিক পর্যায়ে ফেসবুক কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই ঢাকায় আসা ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
গত ১৮ নভেম্বর থেকে নাশকতার আশঙ্কায় বন্ধ রয়েছে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে বিকল্প পথে অনেকে ফেসবুক ব্যবহার করছেন।

খুব শীঘ্রই খুলে দেয়া হবে ফেইসবুকঃ স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই খুলে দেয়া হবে ফেইসবুকঃ স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ফেইসবুকের দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে সরকার বলছে দেশে শীঘ্রই ফেইসবুক খুলে দেয়া হবে।

আজ সকাল থেকে ঘণ্টা দুয়েক সময় নিয়ে দেশের তিন মন্ত্রীর সাথে বৈঠক চলে ভারত থেকে আসা ফেইসবুকের দক্ষিণ এশিয়া পলিস ম্যানেজার ও আইন বিষয়ক একজন উপদেষ্টার।
দুই কর্মকর্তা সাথে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
শীঘ্রই ফেইসবুক নিয়ে সিদ্ধান্ত আসছে।
বৈঠকে বাংলাদেশের আরও যে দুই মন্ত্রী ছিলেন তারা হলেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
বৈঠকে বাংলাদেশে ফেইসবুকের ব্যবহার নিয়ে সরকার তার কিছু উদ্বেগের কথা জানিয়েছে।
তবে সে উদ্বেগ কি নিয়ে সেটি পরিষ্কার করেননি মন্ত্রী।
গত ১৮ই নভেম্বর থেকে সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে ফেইসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে রেখেছে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
ঐদিনই দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
সরকার তখন বলেছিলও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।

মীরাক্কেলের শো টাইমে নিউজ দেখেন মীর।

মীরাক্কেলের শো টাইমে নিউজ দেখেন মীর।
‘মীরাক্কেলের সিজন ১০-এর জন্য চুক্তিপত্রে এরই মধ্যে সই করা হয়ে গেছে। তবে আমার ইচ্ছা, সিজন টেন-এর পর আমি আর মীরাক্কেলের অ্যাঙ্কারের ভূমিকায় থাকব না। আমার জায়গায় অন্য কেউ আসুক। আমি নতুন ট্যালেন্টের জন্য জায়গা ছেড়ে দিতে চাই। তখন হয়তো আমি মীরাক্কেলের মেন্টর হয়ে যাব বা অন্য ভূমিকায় চলে যাব।’ চলতি মাসের আগামী ১০ তারিখ জি বাংলা চ্যানেলে মীরাক্কেল নাইন শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের কাছে এভাবেই নিজের আগামী ভাবনা চিন্তার কথা শেয়ার করলেন মীরাক্কেলের এক এবং অন্যতম সঞ্চালক স্বয়ং মীর।
সংবাদমাধ্যমের কাছে মীর জানিয়েছেন, টেলিভিশনে মীরাক্কেল ছাড়া আর কোনো শো তিনি করেন না। তবে অসংখ্য অফার আসে। রোজগারের অপশনও প্রচুর থাকে। লোকে আমাকে রিয়েলিটি শো ক্রিয়েট করতেও বলে। বাংলাদেশ থেকে তো প্রচুর টাকার অফার এসেছেও। বাংলাদেশ থেকে অনেকেই বলেছেন, বাংলাদেশের প্রোগ্রাম তো ভারতে টেলিকাস্ট হবে না। তাই আপনি এখানকার চ্যানেলে প্রোগ্রাম করুন। কিন্ত আমি রাজি হইনি। একই ধরনের অনুষ্ঠান আমি আর করব না। এটাই আমার সিদ্ধান্ত।’
মীরাক্কেলের শুরুর সময়টা নিয়ে বলতে গিয়ে মীর জানান, আজ রেডিও এবং টেলিভিশন মিলিয়ে আমার ২১ বছর পার হয়ে গেল। তবে টেলিভিশনে ২০০৬ সালে যখন মীরাক্কেল শুরু হয়, সেই সময় চ্যানেল কর্তৃপক্ষ আমাকে মাত্র তিন মাস সময় দিয়েছিল। বলেছিল, তিন মাসে ঠিকঠাক টিআরপি না উঠলে মীরাক্কেল বন্ধ করে দেওয়া হবে। তখন কনটেসট্যান্ট ফরম্যাট ছিল না। অনেকটা শেখর সুমনের ‘মুভার্স অ্যান্ড শেকারস’-এর ধাঁচে আমাকে সঞ্চালনা করতে  হতো। সেই সময় বুঝেছি, অ্যাঙ্কারিংটা কতটা শক্ত। ২৪ ঘণ্টা এই নিয়ে পড়ে থাকতে হয়।
বর্তমানে ভারতজুড়ে অসহিষ্ণুতা শব্দটি নিয়ে বেশ সরগরম। মীরাক্কেলে সেই অসহিষ্ণুতা ইস্যু নিয়ে জোকস টোকস যে মোটেই থাকবে না এমনটা কিন্তু নয়। মীর জানিয়ে দিলেন, আমির খানের বক্তব্য নিয়ে চর্চা চলছে চারিদিকে, এসব দেখে মীরাক্কেলও চুপচাপ থাকবে না। আমাদের চারপাশের নানা সামাজিক ইস্যু নিয়েও মীরাক্কেলের নিজস্ব ঢঙে বক্তব্য আগেও ছিল, এবারও থাকবে। মোদ্দা কথা, লোকে সহ্য করুক আর নাই করুক, মীরাক্কেল খবরে থাকবে। তবে মীরের মতে, মীরাক্কেল হচ্ছে বাঙালির সবচেয়ে বড় সহিষ্ণুতার পরীক্ষা। জানালেন, আমরা কী কী সহ্য করতে পারি, আর কী কী সহ্য করতে পারি না তাই নিয়ে চর্চ চলবে মীরাক্কেলে। এবার মীরাক্কেলে ভারতের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের পাশাপাশি একঝাঁক বাংলাদেশি প্রতিযোগীও রয়েছেন। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বাকস্বাধীনতা নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠছে। তবে আপাতত সেসবের মধ্যে ঢুকছি না। রাজনীতি কিংবা সেক্স নিয়ে মজা করতে গিয়ে কাউকে রাগিয়ে দিতে চাই না।
মীরাক্কেল নাকি জি বাংলা চ্যানেলের ‘দুষ্টু হাড়হাভাতে বাচ্চা’! অন্তত এমনটাই মনে করছেন মীর। জানিয়েছেন, জি বাংলায় ‘সারেগামাপা’, ‘দাদাগিরি’ এগুলো হলো ‘সুষ্ঠু বালক ছেলে’। আর মীরাক্কেল নাকি ‘ঢপের শো’! তাই নাকি চ্যানেল এই শো’কে ত্যাজ্যপুত্র করে দিয়েছে! তাই তো মনের দুঃখে এবার গোটা মীরাক্কেল টিম একটা পাড়া ভাড়া করে নিয়েছে বলেও জানান মীর। তিনি জানান, আমি নিজেও ওই পাড়ায় এক বউদির নিচের তলায় ঘর ভাড়া নিয়েছি। জাজেরাও এসে এই পাড়ায় ঘর ভাড়া নিয়েছেন।
আজ দুই বাংলার বাঙালি দর্শকদের কাছে জনপ্রিয় এই কমেডি শো। কিন্তু মীরের গলায় অন্য সুর। জানিয়ে দিয়েছেন, আমি তো শোতে সব সময় বলি, প্লিজ চ্যানেল ঘুরিয়ে দিন। আপনারা সব শিক্ষিত মানুষ, কেন সময় নষ্ট করছেন মীরাক্কেল দেখে? কিন্তু মজার কথা হলো, যতবার নাকি এসব কথা বলে ব্রেক নিয়েছি, ততবারই লোকে চানেল চেঞ্জ না করে আমাকে নাকি এক হাত নিয়েছন! লোকে আমাদের গালাগালি করে, আবার এই শো এয়ার না থাকলে সমানে বলতে থাকে, দাদা মীরাক্কেল কবে আসছে? কেন যে চ্যানেল আমাদের পুষে রেখেছে? বুঝি না! বকাবকি করে, টাকা-পয়সা কমিয়ে দিয়েছে তাও কেউ কাউকে ছাড়তে পারছি না।
তবে মজার বিষয় হলো, যার দৌলতে মীরাক্কেলের এত জনপ্রিয়তা, সেই মীর নাকি এই শোর একটা এপিসোডও আজ পর্যন্ত টিভিতে দেখেননি। মীর নিজেই জানিয়ে দিলেন, এটা অবশ্য কোনো কুসংস্কার নয়। ময়রা যেমন নিজের বানানো মিষ্টি খায় না, আমিও তেমনি নিজের শো দেখি না। আসলে দেখলেই তো হাজারটা খুঁত বের করে ফেলব। তাই মীরাক্কেলের শো টাইমে আমি নিউজ চ্যানেল দেখি।

রোববার বৈঠকের পরই খুলে যাচ্ছে ফেসবুক!

রোববার বৈঠকের পরই খুলে যাচ্ছে ফেসবুক!
নিরপত্তা ইস্যুতে আগামী ৬ ডিসেম্বর রোববার সাময়িকভাবে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছে সরকার। এ বৈঠকের আগে ফেসবুক খুলে দেয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে বিভিন্ন সুত্রে জানা গেছে ফেসবুকের সাথে বৈঠকের পরই খুলে দেয়া হবে ফেসবুক। রোববার সকাল সাড়ে নয়টার সময় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফেসবুকের পক্ষে ফেসবুকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার দীপালি লিবারেন ও আইন বিশেষজ্ঞ বিক্রম লাংয়ে অংশগ্রহণের করার কথা রয়েছে। অন্যদিকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দেশের বাহিরে থাকায় বিটিআরসির পক্ষে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে ফেসবুক খুলে দেয়ার ব্যাপারে এখনও নির্দিষ্টকরে কিছুই বলছে না ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়। মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী তারানা হালিমকে-‘ফেসবুক কবে খুলে দেয়া হবে?-এমন প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে আর নিরাপত্তার ঝুঁকি নেই, আমাকে খুলে দেয়ার নির্দেশ দিবে। আর স্বরাষ্ট্র মন্ত্রনালয় আমাদেরকে যখন নির্দেশনা দিবে তখনই ফেসবুক খুলে দেয়া হবে। এক্ষেত্রে আমরা শুধু সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করছি।’ অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফেসবুক খুলে দিতে পারব।’ পলক বলেন, ‘সুনির্দিষ্ট দিন বা সময় বলতে পারছি না। তবে অল্প সময়ের মধ্যে ফেসবুক আনব্লক করে দিব বলে জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই তা খুলে দেয়া হবে।’ এদিকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সুত্রের মাধ্যমে জানা গেছে, রোববারের বৈঠকের আগে ফেসবুক খুলে দেয়ার সম্ভাবনা নেই। বৈঠকের পর ফেসবুক খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও বলছে সূত্রটি।
সূত্রটি বলছে, ২০১২ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিটিআরসি একাধিক চিঠি দিলেও ফেসবুক কর্তৃপক্ষ কোন সাড়া বা তথ্য দেয়নি। এবার যখন সাময়িকভাবে ফেসবুক বন্ধ রাখা হয়েছে তখন ফেসবুক নড়েচড়ে বসেছে। আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেয়ার পর এবার তারা সাড়া দিয়েছে। একারণে একটি চুক্তি শেষেই সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি খুলে দেয়া হবে। অন্যদিকে নির্দিষ্ট করে জানাতে না পারলেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের একটি সুত্রও বলছে, ফেসবুক কর্মকর্তাদের সাথে বৈঠকের আগে ফেসবুক খুলে দেয়ার সম্ভাবনা ক্ষীণ। সূত্রটি বলছে, বৈঠকের পরই খুলে দেয়া হতে পারে বাংলাদেশসহ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি। এদিকে ফেসবুক বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে ফেসবুক ব্যবহার করে ব্যবসা করেন এমন অনেকে। অনেকের ব্যবসা মোটামুটি বসে গেছে বলে দাবি করেছেন তারা। ফেসবুক চালু না থাকার কারণে অনেক নিউজ পোর্টালের পেজে ভিজিটরের সংখ্যা অনেক কমে গেছে। এতেকরে ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে একটি অনুষ্ঠানে তারানা হালিমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা সাময়িক। আমরা ফ্রান্স ও বেলজিয়ামের তুলনায় একভাগও ত্যাগ স্বীকার করছি না। বেলজিয়াম, ফ্রান্সের দিকে তাকিয়ে দেখুন। তারা জনগণের নিরাপত্তার স্বার্থে অনেক বেশি ত্যাগ স্বীকার করছে। যার তিনভাগের একভাগও আমরা করছি না।’ অন্যদিকে বন্ধ থাকলেও বিকল্প পদ্ধতিতে ফেসবুক ব্যবহার করছেন অনেকেই। বিকল্প পথে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সরকারের প্রতিমন্ত্রী, গোয়েন্দা সংস্থা, সিটি করপোরেশনের মেয়রও রয়েছেন। সরাকারীভাবে ফেসবুক বন্ধ থাকলেও সরকারের উচ্ছ পর্যায়ের কর্মকর্তারা ফেসবুক ব্যবহার করার কারণে নতুনভাবে সমালচিত হচ্ছে সরকার। সরকারীভাবে ফেসবুক বন্ধ থাকলেও বিকল্প পন্থায় মন্ত্রিসভার সদস্য এবং গোয়েন্দা সংস্থা ব্যবহার করছে কেন?-এমন প্রশ্ন রাখলে ডাক ও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আমাকে এ প্রশ্ন না করে সরকারের যারা বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছে আপনি তাদেরকে এ প্রশ্ন করুন। তাদের পক্ষ হয়ে এ প্রশ্নের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব না। নিয়ম ভাঙছেন এমন কারো প্রতিনিধিত্ব আমি করবনা। আমি সবার দায়িত্ব নেবনা।’ অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন বলেন, ‘গোয়েন্দা সংস্থা বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছে না, ফেসবুকে গোয়েন্দা গিরি করছে।’ তবে মন্ত্রী সভার সদস্য বিকল্প পথে কেন ফেসবুক ব্যবহার করছে তার কোনো উত্তর দেননি তিনি।