চোখের মধ্যেই ক্যামেরা।

কলমের মধ্যে ক্যামেরা, বোতামের মধ্যে ক্যামেরাসহ আরও ছোট স্পাই ক্যামেরা থাকলেও চোখের মধ্যে ব্যবহারের জনে ক্যামেরা উদ্ভাবন করেছে জাপানের একটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান।
ক্যামেরাটির নাম ‘স্মার্ট লেন্স’। এটি এখনও বাজারে আসেনি। তবে এরই মধ্যে পেটেন্ট পেয়েছে প্রস্তুতকারী কোম্পানি।
এটি কনট্যাক্ট লেন্সের মতো পরে ফেলা যাবে। চোখের পলক ফেললেই উঠবে ছবি ও ভিডিও। যেদিকে তাকাবেন, যা দেখবেন, সবই রেকর্ড হয়ে যাবে।
বাইরে থেকে দেখে এই জিনিস চেনা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব।
Next Post Previous Post