নতুন ম্যাকবুক প্রো আনছে অ্যাপল।



চলতি মাসেই ম্যাক লাইনআপের নতুন সংস্করণের ঘোষণা দেওয়ার কথা ছিল অ্যাপলের; এখনো সে ধরনের কোনো ঘোষণা আসেনি। বিভিন্ন দেশে আইফোন ৭ ও ৭ প্লাস স্মার্টফোন বিক্রি নিয়েই অ্যাপল বেশি ব্যস্ত। তবে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাকোতাকারার তথ্য অনুযায়ী, শিগগিরই ম্যাকবুকের নতুন সংস্করণের ঘোষণা দিতে পারে অ্যাপল। নতুন সংস্করণে বেশ কিছু প্রযুক্তি যুক্ত করতে পারে অ্যাপল। নতুন ম্যাকবুকের পাশাপাশি ম্যাকবুক এয়ারের ১৩ ইঞ্চি মডেলটিও নতুন করে আনবে অ্যাপল। 
নতুন ম্যাকবুক প্রোতে থাকবে ইউএসবি টাইপ-সি ও থান্ডারবোল্ট ৩ পোর্ট। তবে বাদ পড়বে ম্যাগসেফ কানেকটর, ইউএসবি ও থান্ডারবোল্ট ২ পোর্ট। এ ছাড়া ম্যাকবুক প্রোতে কি-বোর্ডের ফাংশন কি-এর পরিবর্তে ওএলইডি প্যানেল যুক্ত হচ্ছে। এর সঙ্গে যুক্ত থাকবে টাচ আইডি। এতে ল্যাপটপটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত রাখা যাবে। অ্যাপল অবশ্য আনুষ্ঠানিকভাবে নতুন ম্যাকবুক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। 

তথ্যসূত্র: এনডিটিভি।
Next Post Previous Post