'ডট বাংলা' (.বাংলা) ডোমেইন চালু করার অনুমতি পেয়েছে বাংলাদেশ। ইন্টারনেট অ্যাসাইনড নাম্বারস অথোরিটির (আইএএনএ) ওয়েবসাইটে ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইনটি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১২ সালেও ডোমেইনটি ব্যবহারের অনুমতি পেয়েছিল বাংলাদেশ। তবে সে সময় অনুমতি পাওয়ার পরের তিন বছরেও বাংলাদেশ তা সক্রিয় করতে না পারায় ডোমেইনটি 'নট অ্যাসাইনড' হয়ে পড়ে এবং এতদিন সেই অবস্থাতেই ছিল।
এই ডোমেইনটি পেতে বাংলাদেশের পাশাপাশি ভারত ও সিয়েরা লিওনও আবেদন করেছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকেই বরাদ্দ দেওয়া হয়েছে ডোমেইনটি।
'ডট বাংলা' বাংলাদেশের জন্য দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন। বাংলাদেশের প্রথম ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হচ্ছে 'ডট বিডি'।