শক্তিশালী পাসওয়ার্ডেও চিড় ধরাবে AI (Artificial Intelligence).!


AI - মিনিটে পাসওয়ার্ড ক্র্যাক করতে সক্ষম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা রীতিমতো ভয় ধরিয়েছে স্মার্টফোন ইউজারদের, 

মিনিটে, অর্থাৎ ১ থেকে ৬০ গোণার মধ্যেই পাসওয়ার্ড ক্র্যাক করতে সক্ষম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখান থেকে ফাঁস হতে পারে ইউজারের ব্যক্তিগত তথ্য। প্রযুক্তিবোদ্ধাদের এই বিশ্লেষণ রীতিমতো ভয় ধরিয়েছে স্মার্টফোন ইউজারদের।

হোম সিকিউরিটি হিরোজ এর সমীক্ষা বলছে, অনুযায়ী, ৫১ শতাংশ সাধারণ পাসওয়ার্ড কয়েক মিনিটের মধ্যে ভেঙে ফেলতে পারে AI (Artificial Intelligence)। ১ ঘণ্টার মধ্যে গুড়িয়ে দিতে পারে ৬৫ শতাংশ পাসওয়ার্ড। আর ৮৫ শতাংশ পাসওয়ার্ড ভাঙতে সময় লাগবে এক মাস।

অনেকেই বলতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসার ফলে মানুষের জীবন আরও সহজ হয়ে উঠবে। এক চুটকিতে সমাধান হবে ছোট থেকে বড় একাধিক প্রযুক্তিগত সমস্যা।

অনেকেই বলতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসার ফলে মানুষের জীবন আরও সহজ হয়ে উঠবে। এক চুটকিতে সমাধান হবে ছোট থেকে বড় একাধিক প্রযুক্তিগত সমস্যা।

সম্প্রতি দাবি করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1 থেকে 60 গোণার মধ্যেই যে কোনও শক্তিশালী পাসওয়ার্ড ক্র্যাক করতে পারে। এবং সেখান থেকে ফাঁস হতে পারে ইউজারের ব্যক্তিগত তথ্য। এই নিয়ে সম্প্রতি একটি গবেষণা করেছে হোম সিকিউরিটি হিরোজ. তাদের এই সমীক্ষা অনুযায়ী 51 শতাংশ সাধারণ পাসওয়ার্ড কয়েক মিনিটের মধ্যে ভেঙে ফেলতে পারে এআই।

উক্ত সংস্থার গবেষণা অনুযায়ী, 65 শতাংশ পাসওয়ার্ড 1 ঘণ্টার মধ্যে ভেঙে ফেলতে পারবে এআই। আর 85 শতাংশ পাসওয়ার্ড ভাঙতে সময় লাগবে এক মাস। হ্যাঁ এমনই অকল্পনীয় ক্ষমতা রয়েছ এই প্রযুক্তির। ওয়াকিবহাল মহলের দাবি, ওই পাসওয়ার্ড যত শক্তিশালী হোক না কেন তা নিমেষে ক্র্যাক করতে সক্ষম এআই।

জানা গিয়েছে, এই সংস্থা গবেষণার জন্য পাসজেন নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ব্যবহার করে। ফলাফলে পৌছনোর আগে এই টুল 15,680,000 পাসওয়ার্ডের উপর প্রয়োগ করেছে সংস্থাটি।

সমীক্ষা অনুসারে, যে সব পাসওয়ার্ড 18 ক্যারেক্টারের বেশি সেগুলি বর্তমানে সুরক্ষিত। এই ধরণের পাসওয়ার্ড ক্র্যাক করতে পাসজেন-এর মতো এআই টুলের প্রায় 10 মাসের বেশি সময় লাগবে।

সংস্থা আরও জানিয়েছে, যে সব পাসওয়ার্ড কোনও সিম্বল, বড় হাতের ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যার মিশ্রণে তৈরি সেগুলি ভাঙতে 6 কুইন্টিলিয়ন সময় লাগবে এই টুলের। অর্থাৎ এই ধরনের পাসওয়ার্ড ক্র্যাক করতে কয়েক যুগ সময় নেবে AI (Artificial Intelligence)।

কীভাবে নিজের পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন?

উক্ত গবেষণায় বলা হয়েছে, সাধারণ পাসওয়ার্ডের তুলনায় বিশেষ ক্যারেক্টার এবং শব্দসংখ্যার মিশ্রণে তৈরি পাসওয়ার্ড ক্র্যাক করতে সময় নেয় এআই। ছোট অক্ষরের 10 শব্দের পাসওয়ার্ড ভাঙতে 1 ঘণ্টা সময় নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি।আর এই পাসওয়ার্ড যদি মিশ্র শব্দ ও সংখ্যা দিয়ে তৈরি হয় তাহলে সময় লাগবে 4 সপ্তাহ। তাই বিশেষজ্ঞদের পরামর্শ বড়-ছোট অক্ষর সমেত সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার দিয়ে তৈরি একটি পাসওয়ার্ড রাখা উচিত সবসময়।


শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট