ভূমিকম্পের সতর্কবার্তা জানাবে স্মার্টফোন!!

হাতের নাগালে থাকা মোবাইল ফোনটিই হতে পারে ভূমিকম্পের সময় সবচেয়ে কাছের বন্ধু। ভূমিকম্পে ভবন কেঁপে ওঠার ঠিক সাথে সাথেই আপনাকে ভূমিকম্প আসার খবর দিয়ে সতর্ক করে দিতে পারে স্মার্টফোনটি। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে বেশ কিছু অ্যাপ রয়েছে যাতে ভূমিকম্প হলে তার নোটিফিকেশন পাওয়া যায়। কিন্তু গবেষকেরা এর চেয়ে উন্নত পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন।
ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা প্রসঙ্গে গবেষক বেঞ্জামিন ব্রুকস জানিয়েছেন, অধিকাংশ বিশ্ববাসী ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পান না। কারণ, ভূমিকম্প নজরদারির জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি বসানোর প্রয়োজন পড়ে।
মোবাইল ফোনে ভূমিকম্পের পূর্বাভাস গবেষকেরা বলেন, স্মার্টফোনের জিপিএস রিসিভার বৈজ্ঞানিক যন্ত্রপাতির তুলনায় যদিও নিখুঁত নয় তবুও মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প সহজে ধরতে পারে।
গবেষকেরা বলছেন, কম খরচে ভূমিকম্প সতর্কব্যবস্থা হতে পারে স্মার্টফোনের উন্নত অ্যাপস।
সেইরকম দুইটি এপস নিয়ে আজকের লেখা।
প্রথম এপটির নাম Earthquake Alert এবং এর সহযোগী add on হচ্ছে Earthquake Alerter অন্য এপটির নাম Earthquake Notification.
Earthquake Alert এপটির মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে ঘটা ভূমিকম্প সাথে সাথে আপডেট জানা যাবে। অনেকেই হয়ত জানেন না যে পৃথিবীতে প্রতিদিন কমপক্ষে ১০-৫০ টি হাল্কা মাত্রার ভূমিকম্প হয় যা আমরা টেরও পাই না। কিন্তু যন্ত্র ঠিকই সেগুলো ধরতে পারে।
নিচের ছবিতে আজ ২৭.০৪.২০১৫ তে ঘটা কিছু ভূমিকম্প দেখতে পাচ্ছেন। ২ নম্বরে আজ সন্ধ্যায় ৬:৩৫ মিনিটে ভারতে ঘটা ৫.১ মাত্রার ভূমিকম্প টিও দেখতে পাচ্ছেন।


এছাড়াও এর Map অপশনে দিয়ে দেখতে পারবেন কখন কোথায় কত মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং সেটার দূরত্ব আপনার অবস্থান থেকে কত কি.মি. দূরে।

নিচের ছবিতে গত ২৪ ঘন্টায় নেপালে কয়টি ভূমিকম্প হয়েছে তা দেখাচ্ছে। সবুজ গুলো কম মাত্রার আর লাল গুলো মাঝারি থেকে তীব্র মাত্রার।
News অপশনে ভূমিকম্প নিয়ে নিউজ গুলো পড়তে পারবেন।
এতো গেল ভূমিকম্প কখন কোথায় কিভাবে হল সেটা দেখার উপায় কিন্তু ভূমিকম্প হবার সাথে সাথে Alert পেতে হলে Earthquake Alerter ডাউনলোড করতে হবে তবে আমি এটার ফ্রি ভার্শন এর ডাউনলোড লিংক দিলাম যেটা এলার্ট একটু দেরিতে দেবে। ভূমিকম্প ঘটার সাথে সাথে নোটিফিকেশন পেতে এটার Pro version 2.9$ দিয়ে গুগল প্লেস্টোর থেকে আপনাকে কিনে নিতে হবে। অনেকেই আছে ভূমিকম্প হলে টের পান না কিংবা যখন টের পান তখন অনেক দেরী হয়ে যায় তাদের জন্য কাজে লাগবে এই Earthquake Alerter Pro ভার্শন।

অথবা প্লেস্টোর থেকেও ডাউনলোড করতে পারেন।

অন্য এপটির নাম Earthquake Notification এটির কাজও অনেকটা উপরের এপটির মত।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট