এখন হারানো যাত্রীদের খুঁজবে রোবট!!!

রোবট
 আপনি যদি অস্ট্রেলিয়ার আমস্টারডামের সিফুল বিমান বন্দরে গিয়ে হারিয়ে যান তবে ব্যতিব্যস্ত হবে না। আপনাকে ঠিকই খুঁজে নেবে স্পেনসার নামের একটি রোবট। এই রোবটি শুধু আপনাকে খুঁজেই বের করবে না। পথও দেখিয়ে দেবে। আপনার বোর্ডিং পাস সংগ্রহ করতে কিংবা লাগেজ খুঁজে দিতেও সাহায্য করবে রোবটটি।
এই রোবটি আগামী সপ্তাহ থেকে বিমান বন্দরেে চালু করা হবে। এটি চাকার মাধ্যমে গড়িয়ে চলা বড় আয়তনের একটি রোবট। এতে আছে একটি টাচস্ক্রিন। তবে রোবটটি চালু করার আগে একসপ্তাহ ধরে রোবটিকে ট্রায়াল দেয়া হবে। ৩০ নভেম্বর থেকে রোবটটির ট্রায়াল পর্ব শুরু হবে।
রোবটি বিমান বন্দরে অভ্যন্তরে যাত্রীদের গন্তব্য ও প্রবেশপথ, বের হওয়ার পথের নির্দেশনা দেবে। পাশাপাশি কেউ পথ ভুলে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করে সঠিক পথের নির্দেশনাও দেবে রোবটটি।
এই রোবটিতে বিমান বন্দরের মানচিত্র ইনস্টল করা আছে। এটি লেজারের মাধ্যমে পথ খুঁজে নেয়।
এই রোবটি বিমান বন্দরে কাজে লাগানোর জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান কমিশন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট