সরকারের চাওয়ার বিষয়ে ইতিবাচক ফেসবুক।

নিরাপত্তা ইস্যুতে ফেসবুকের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেছেন, ফেসবুক কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে। খুব শিগগির ফেসবুক খুলে দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় আসা ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকেই ফেসবুকের মাধ্যমে আমাদের অ্যাবিউজ করছে। আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডাও ফেসবুকে এসেছে। আমাদের জাতীয় নিরাপত্তারও কিছু প্রশ্ন ছিলো। সেগুলো নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফেসবুক প্রতিনিধিরা সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের নিরাপত্তার জন্য কী প্রয়োজন সেসব ফেসবুক প্রতিনিধিদের তারা বলতে সক্ষম হয়েছেন। প্রতিনিধিরা সব কথা শুনে কতটা সহযোগিতা করতে পারবেন সে বিষয়েও জানিয়েছেন। বিষয়গুলো পর্যালোচনা করে শিগগিরই সরকারের পক্ষ থেকে জানানো হবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হননি ফেসবুকের দক্ষিণ এশিয়া বিষয়ক দুই প্রতিনিধি।
ফেসবুকে অপপ্রচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে আঞ্চলিক পর্যায়ে ফেসবুক কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই ঢাকায় আসা ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
গত ১৮ নভেম্বর থেকে নাশকতার আশঙ্কায় বন্ধ রয়েছে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে বিকল্প পথে অনেকে ফেসবুক ব্যবহার করছেন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট