উঠে যাচ্ছে পিএসসি জেএসসি পরীক্ষা !

PSCExam2 
প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা তুলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতেই সরকার এই দুটি পরীক্ষা চালু রেখেছে। সময় এলেই এগুলো বন্ধ করে দেয়া হবে। সকালে, হাইস্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করে এ কথা জানান তিনি।
সারাদেশে ১৭৫ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ সময় অভিভাবকরা বলেন, প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা তাদের সন্তানদের জন্য এক ধরনের চাপ। শিক্ষামন্ত্রী বলেন, এই চাপ তৈরি করেছেন অভিভাবকরাই। সন্তানদের কোচিংয়ে না পাঠাতে তাদেরকে অনুরোধ জানান মন্ত্রী। ছেলে ও ছেলে সন্তানকে সমান সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
- See more at: http://independent24.tv/2015/12/01/%E0%A6%89%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF/#sthash.BKza2Ap5.dpuf

প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা তুলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতেই সরকার এই দুটি পরীক্ষা চালু রেখেছে। সময় এলেই এগুলো বন্ধ করে দেয়া হবে। সকালে, হাইস্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করে এ কথা জানান তিনি।
সারাদেশে ১৭৫ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ সময় অভিভাবকরা বলেন, প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা তাদের সন্তানদের জন্য এক ধরনের চাপ। শিক্ষামন্ত্রী বলেন, এই চাপ তৈরি করেছেন অভিভাবকরাই। সন্তানদের কোচিংয়ে না পাঠাতে তাদেরকে অনুরোধ জানান মন্ত্রী। ছেলে ও ছেলে সন্তানকে সমান সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট