ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়েছে মনে করলেই ফেসবুক খোলা হবে। সরকার তার স্বার্থে এসব অ্যাপস বন্ধ রাখেনি। বরং জনগণের স্বার্থেই বন্ধ রেখেছে। তাই সরকারকে সবারই এটুকু সহযোগিতা করা উচিত।’
মঙ্গলবার পার্কি বিস্কুট ও চ্যানেল আই আয়োজিত ব্যান্ড ফেস্ট পাওয়ারড বাই সিম্ফনিতে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় ফেসবুকসহ অন্যান্য অ্যাপস দেশের মানুষের জীবন-নিরাপত্তার চেয়ে মূল্যবান বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, একদিকে মানুষের জীবন আর অন্যদিকে এসব অ্যাপস (ফেসবুক), কোনটি আপনারা বেছে নেবেন?
তারানা আরও বলেন, তাহলে সেই মানুষের জীবনের স্বার্থে এটুকু সহযোগিতা সবারই করা উচিত। ছোট্ট একটা অ্যাপস বিষয়ে আমরা সরকারকে সাহায্য করবো না, এতটা সংকীর্ণ আমাদের জনগণ তা আমি বিশ্বাস করি না।
ব্যান্ড ফেস্টে এসে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, একই সময়ে কেউ কেউ মাদক নিচ্ছে। আর কেউ কেউ সংস্কৃতির চর্চা করছে। এই রকম সংস্কৃতির চর্চা সবসময় করা উচিত।