শক্তিশালি ব্যাটারির সেরা ৫ ফোন।

রোজ রোজ স্মার্টফোনে চার্জ  দিতে দিতে অনেকেই ক্লান্ত। স্মার্টফোনের চার্জিং সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন শক্তিশালি ব্যাটারির পাঁচ ফোনের যে কোনো একটি। 
আউকিটেল কে ১০০০০
চীনের একটি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আউকিটেলের আউকিটেল কে ১০০০০ ফোনে রয়েছে ১০ হাজার মিলি অ্যাম্পায়ার আওয়ার ব্যাটারি। সব অ্যাপস ব্যবহার করার পরেও দুদিন নিশ্চিন্তে চালানো যাবে ফোনটি। ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটির রেজুলেশন ৭২০x ১২৮০ পিক্সেল। এতে রয়েছে  মিডিয়াটেকের ১ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। ২ জিবি র‌্যামের সঙ্গে ফোনটির বিল্ট ইন মেমোরি ১৬ জিবি। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বৃদ্ধি করা যাবে। অ্যানড্রয়েডের ললিপপ ভার্সন দিয়ে ফোনটি পরিচালিত হবে। ফোনটির রিয়ারে রয়েছে ৮ মেগা পিক্সেলের অটোফোকাস ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে ২ মেগা পিক্সেলের ক্যামেরা। ফোনটিতে অন দ্য গো সুবিধা রয়েছে। অন দ্য গো-এর মাধ্যমে ইউএসবি ডিভাইসগুলো ফোনটির সঙ্গে সংযুক্ত করা যাবে।
আউকিটেল কে৬০০০ এবং কে৬০০০ প্রিমিয়াম
আউকিটেলের মডেল গুলো বলে দিচ্ছে তাদের ফোনসেট গুলোতে কত মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এই দু্ই মডেলেই ৬০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। উভয় সেটেই রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ফাস্ট চার্জ করার ব্যবস্থা। কে৬০০০ এর ডিসপ্লেটি শুধুমাত্র স্পোর্টস ডিসপ্লে।
কে৬০০০ প্রিমিয়ামের ডিসপ্লে ২কে অ্যামোলিড ডিসপ্লে। ডুয়েল সিম সমৃদ্ধ কে৬০০০ এ  ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আছে ২ জিবি র‌্যাম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কে৬০০০ প্রিমিয়ামে ৪জিবি র‌্যামের সাথে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এর স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে ২১মেগা পিক্সেলের রিয়ার এবং ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ইন্নোস ওয়াইআই লু ডি৬০০০
ইন্নোস ওয়াইআই লু ডি৬০০০ ফোনটিতে ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৩জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে। ৪জি এলটিই ক্যাপাসিটি সহ এতে রয়েছে ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা।
ডগি এস৬০০০
চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জিওমির এমআই নোট ডগি এস৬০০০ ফোনে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এতে রয়েছে কোয়াড কোর এমটি৬৭৩৫ মানের প্রসেসর এবং ১ জিবি র‌্যাম। ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে ফোনটিতে রয়েছে ১৬ জিবি বিল্ট ইন মেমোরি। এতে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
যদিও শক্তিশালি ব্যাটারির সব মোবাইল ফোন চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কার্যক্ষমতার দিক থেকে এগুলো ব্যবহারকারীদের সন্তুষ্ট করেছে। আগামী বছর আরও শক্তিশালি ব্যাটারির ফোন স্বনামধন্য প্রতিষ্ঠানরা নিয়ে আসবেন বলে আশা করা যায়।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট