আটক তিনজন হলো তৌহিদ হাসান (২১), তানভির আহমেদ (১৮) ও ফারুক ইসলাম(২২)।
র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, ‘বিকল্প থেকে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকারের জনকল্যাণমূলক কাজের অপপ্রচার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানোর অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকা হতে ফারুক ইসলাম, তানভির আহমেদ ও তৌহিদকে গ্রেপ্তার করে র্যাব-২।’
আটকের পর ওই তিনজনকে নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। এতে র্যাব ২-এর সহকারী পরিচালক জানান, আটক তিনজন ফেসবুকে আলবার্ট আইনস্টাইন, তাওহীদ হাসান নামে বিভিন্ন লিংক ব্যবহার করে হ্যাকিং করতেন। হ্যাক করা আইডিগুলোর তথ্য নিয়ে তারা সরকারবিরোধী অপপ্রচার চালাতেন।