কবরস্থানে ফ্রি-ওয়াই ফাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো কর্তৃপক্ষ।

কবরস্থানে ওয়াই ফাই! একটু অবাক করার মতো খবর হলেও সেটািই করতে যাচ্ছে রাশিয়া। মস্কোর প্রসিদ্ধ তিনটি কবরস্থানে ফ্রি-ওয়াই ফাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো কর্তৃপক্ষ।
যে তিনটি কবরস্থানে ওয়াই ফাই সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোতে প্রতিবছরই বহুসংখ্যক পর্যটক আসেন। ইন্টারনেট সেবা না থাকায় কোথায় কার কবর তা জানতে ভ্রমণকারীদের, এমনকি মৃত ব্যক্তির স্বজনদেরও বেগ পেতে হতো।
সকলের সুবিধার কথা বিবেচনায় এনে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এ তিন কবরস্থানকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কবরস্থানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরটেম ইয়াকিমভ।
ডিজিটাল কবরস্থান প্রসঙ্গে ইয়াকিমভ বিবিসিকে জানান, ‘এই তিনটি কবরস্থানে বিখ্যাত লোকেরা সমাহিত রয়েছেন। এখানে প্রতিবছর বহুসংখ্যক মানুষ ভ্রমণের জন্য আসেন। তারা যেনো এই সমস্ত লোকদের তথ্য এবং কবর খুব সহজে খুজে পায় সে জন্যই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে কবরস্থান কর্তৃপক্ষ একটি জরিপ চালায়। জরিপে দেখা যায়, কবরস্থানগুলোতে ওয়াই ফাই না থাকায় লোকজন সেখানে যাওয়ার প্রতি আগ্রহ হারাচ্ছে।

এ তিনটি কবর স্থানের মধ্যে নাভোদেভিচ কবরস্থানের নাম-ডাক সব থেকে বেশি। এখানে বিখ্যাত লেখক আন্তন চেখভ, সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এবং সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের মতো বিখ্যাত ব্যক্তিদের কবর রয়েছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট