ছবি ও ভিডিওর মান যত উন্নত হচ্ছে ততই বাড়ছে ফাইলের সাইজ। আর সে কারণেই
হার্ডডিস্কের ধারণক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। ৫০০ জিবি থেকে ১ টেরাবাইট
পর্যন্ত হার্ডডিস্ক এখন অনেকেই ব্যবহার করছেন। এক্সটার্নাল হার্ডডিস্কে আরো
২ টেরাবাইটের মতো বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরায়
তোলা ফুটেজ রাখতে হিমশিম খেতে হয় ব্যবহারকারীদের। আর আগামী দিনে ভার্চুয়াল
রিয়েলিটি ক্যামেরার ব্যবহার আরো বাড়বে।
ডাটা স্টোরেজ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটালের সহযোগী প্রতিষ্ঠান এইচজিএসটি নিয়ে এসেছে ১০ টেরাবাইটের হার্ড ড্রাইভ। গতকাল বুধবার তারা নতুন এই হার্ডডিস্ক বাজারে নিয়ে আসার ঘোষণা দেয়। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
১০ টেরাবাইটের নতুন এই হার্ডডিস্কে ফোরকে এবং ৩৬০ ডিগ্রি ভিডিও ফুটেজ রাখতে সুবিধা হবে। নোকিয়া সম্প্রতি নিয়ে এসেছে ৬০ হাজার ডলার মূল্যের ওজো ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরা। এসব ক্যামেরায় ধারণ করা ৪৫ মিনিটের ফুটেজ রাখতে হলে ৫০০ জিবি স্টোরেজের দরকার হয়। সেদিক দিয়ে ‘এইচই ১০’ হার্ডডিস্কে রাখা যাবে ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরায় তোলা ১৫ ঘণ্টার ফুটেজ! ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরার জন্য এই হার্ড ড্রাইভ এক নতুন সূচনা করবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
তবে এই হার্ড ড্রাইভটি ডেস্কটপে ব্যবহার করা যাবে না। শুধু পেশাদার এবং বড় ধরনের ডাটা রাখার প্রয়োজন যাদের রয়েছে তাদের প্রয়োজন মেটাইতেই তৈরি করা হয়েছে এই হার্ড ড্রাইভ।
এইচজিএসটি এইচই১০ আল্ট্রাস্টার এইচডিডি মডেলের এই হার্ড ড্রাইভটিতে প্রথমবারের মতো পারপেন্ডিকুলার ম্যাগনেটিক রেকর্ডিং (পিএমআর) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগের হার্ড ড্রাইভগুলোতে ব্যবহার করা হতো শিঙ্গেলড ম্যাগনেটিক রেকর্ডিং (এসএমআর)। পিএমআর প্রযুক্তি ব্যবহার করায় এসব হার্ড ড্রাইভ আগের চেয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবে।
এইচজিএসটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাউড সার্ভিস ভিত্তিক ডাটা স্টোরেজের ক্ষেত্রে উপকারী হবে এই হার্ড ড্রাইভটি। বড় আকারের ছবি, ভিডিও এবং ক্লাউড ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো জমা রাখতে উপকারী হবে এটি। এরই মধ্যে অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স এ ধরনের হার্ড ড্রাইভ ব্যবহারের ঘোষণা দিয়েছে।
ডাটা স্টোরেজ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটালের সহযোগী প্রতিষ্ঠান এইচজিএসটি নিয়ে এসেছে ১০ টেরাবাইটের হার্ড ড্রাইভ। গতকাল বুধবার তারা নতুন এই হার্ডডিস্ক বাজারে নিয়ে আসার ঘোষণা দেয়। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
১০ টেরাবাইটের নতুন এই হার্ডডিস্কে ফোরকে এবং ৩৬০ ডিগ্রি ভিডিও ফুটেজ রাখতে সুবিধা হবে। নোকিয়া সম্প্রতি নিয়ে এসেছে ৬০ হাজার ডলার মূল্যের ওজো ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরা। এসব ক্যামেরায় ধারণ করা ৪৫ মিনিটের ফুটেজ রাখতে হলে ৫০০ জিবি স্টোরেজের দরকার হয়। সেদিক দিয়ে ‘এইচই ১০’ হার্ডডিস্কে রাখা যাবে ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরায় তোলা ১৫ ঘণ্টার ফুটেজ! ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরার জন্য এই হার্ড ড্রাইভ এক নতুন সূচনা করবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
তবে এই হার্ড ড্রাইভটি ডেস্কটপে ব্যবহার করা যাবে না। শুধু পেশাদার এবং বড় ধরনের ডাটা রাখার প্রয়োজন যাদের রয়েছে তাদের প্রয়োজন মেটাইতেই তৈরি করা হয়েছে এই হার্ড ড্রাইভ।
এইচজিএসটি এইচই১০ আল্ট্রাস্টার এইচডিডি মডেলের এই হার্ড ড্রাইভটিতে প্রথমবারের মতো পারপেন্ডিকুলার ম্যাগনেটিক রেকর্ডিং (পিএমআর) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগের হার্ড ড্রাইভগুলোতে ব্যবহার করা হতো শিঙ্গেলড ম্যাগনেটিক রেকর্ডিং (এসএমআর)। পিএমআর প্রযুক্তি ব্যবহার করায় এসব হার্ড ড্রাইভ আগের চেয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবে।
এইচজিএসটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাউড সার্ভিস ভিত্তিক ডাটা স্টোরেজের ক্ষেত্রে উপকারী হবে এই হার্ড ড্রাইভটি। বড় আকারের ছবি, ভিডিও এবং ক্লাউড ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো জমা রাখতে উপকারী হবে এটি। এরই মধ্যে অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স এ ধরনের হার্ড ড্রাইভ ব্যবহারের ঘোষণা দিয়েছে।