মাইক্রোসফট 'কর্টানা' এখন শুধু উইন্ডোজ ১০এ আবদ্ধ থাকছে না। জনপ্রিয় এ ফিচারটি এবার যুক্ত হতে যাচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস প্লাটফর্মে। সম্প্রতি মাইক্রোসফট তাদের ব্লগপোস্টে বিষয়টি ঘোষণা করেছে। ব্লগপোস্টটিতে বলা হয়েছে, "আজ আমরা খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মাইক্রোসফট কর্টানা এখন অ্যান্ড্রয়েড ও আইওএসে ব্যবহার করা যাবে। ওই দুই মোবাইল অপারেটিং প্লাটফর্ম থেকে ব্যবহারকারীরা এখন উইন্ডোজ ১০-এর স্বাদ গ্রহণ করতে পারবেন।'' নির্মাতা সংস্থাটি দাবি করেছে, ব্যবহারকারীরা ওই দুই প্ল্যাটফর্মেও পিসির মতো করেই কর্টানা ব্যবহার করতে পারবেন। কোনো বিষয়ে তথ্য খুঁজে বের করা, ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি কাজের জন্য পিসির কর্টানা নোটবুকে সকল তথ্য যেমন আবহাওয়া, শখ, ট্যুরিজম ইত্যাদি সংরক্ষিত থাকে। সেই ডেটাগুলি এখন থেকে মোবাইলে সিনক্রোনাইজ করা যাবে। ফলে ভ্রমণের সময়ও পাশে থাকবে কথা বলা কর্টানা। যাকে 'হাই কর্টানা' বলেও সম্বোধন করা যাবে। সংস্থাটি আরো দাবি করেছে, কর্টানা এখন উইন্ডোজ ৮.১-এর আপগ্রেড ভার্সনেও যুক্ত হয়েছে মাইক্রোসফটের এই 'পারসোনাল অ্যাসিস্ট্যান্ট'। বালিকা কর্টানা এখনও শুধু ইংরেজিই বুঝতে পারে। তবে তাকে পর্যায়ক্রমে আরো ভাষা শেখানো হবে বলে জানিয়েছেন প্রস্তুতকারকরা। যাই হোক এখনই প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে কর্টানাকে খুঁজে লাভ নেই। অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
লেখকঃ Unknown
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
‘ডট বাংলা’ আসছে ৩১ ডিসেম্বর। আগামী ৩১ ডিসেম্বর শনিবারই সবার হাতের নাগালে চলে আসছে বহুল প্রতীক্ষিত ‘ডট বাংলা’ ডোমেইন। প্রধান
নতুন প্রযুক্তির চমক স্মার্টফোন মেলায়। ভার্চ্যুয়াল রিয়ালিটির হেডসেটসহ স্যামসাংয়ের গিয়ার পরার ব্যাপারে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে তি
ভারতে ফোন তৈরি করবে মাইক্রোম্যাক্স। চীন ছেড়ে ভারতে মোবাইল ফোন উৎপাদন শুরু করবে বলে ঘোষণা দিয়েছে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা মাইক্
ফেসবুক মুছে দেবে ২০১৫ সালের খারাপ স্মৃতি গুলো। শেষ হতে চলছে ২০১৫ সাল। বছর শেষ হতে বাকি আর ১৩ দিন। প্রত্যেক বছরই ভাল স্মৃতির মাঝেই বেশ কিছু মনখ
বিপদে মোবাইলের বাটন চাপলেই পুলিশ হাজির। হঠাৎ করেই বিপদ! দুশ্চিন্তার কারণ নেই। হাতের মোবাইলটির বাটনে চাপ দিলেই হাজির হবে পুলিশ। তাৎক্ষণ
প্লে স্টোর থেকে ১৩টি অ্যাপ সরিয়ে নিল গুগল। গুগলের অ্যানড্রয়েড মার্কেট প্লেস ‘গুগল প্লেস্টোর’ থেকে ১৩টি অ্যাপ্লিকেশন সরিয়ে নেওয়া হয়েছে।
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)