ছদ্মনামে নামে চালানো যাবেনা ফেসবুক।


ফেসবুকে 'রাতের সূর্য', 'দিনের তারা' এরকম ছদ্মনামের একাউন্টের কারণে নানা বিড়ম্বনায় পড়েন ব্যবহারকারীরা। তবে এখন থেকে ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ব্যবহারকারীকে আসল নাম ব্যবহার করতে হবে। এজন্য ব্যবহারকারীর কাছে সরকারি পরিচয়পত্র অথবা যেকোনো সনাক্তকারী পরিচয়পত্র দেখাতে হবে।
ফেসবুক নিউজরুমের এক ঘোষণায় নাম ফেসবুক জানিয়েছে, ফেসবুক একাউন্টে ব্যবহারকারীকে তার আসল নাম ব্যবহার করতে হবে। অর্থাৎ বাস্তবে কোনো ব্যক্তিকে পরিচিতরা যে নামে চেনে তাকে সেই নামটিই ফেসবুকে ব্যবহার করতে হবে।

তথ্যের সঠিকতা, যোগাযোগের ভীতি-অনিশ্চয়তা, হয়রানি দূর করতেই আসল নাম ব্যবহার করতে বলা হচ্ছে। ‘আপনি আসলে কার সঙ্গে যোগাযোগ করছেন সে ব্যাপারে আপনাকে আশ্বস্ত ও আত্মবিশ্বাসী করতেই এ নীতি গ্রহণ করা হয়েছে’ বলে জানায় ফেসবুক। তবে আসল নাম প্রকাশ করলে সামাজিকভাবে নেতিবাচক আচরণের শিকার হতে পারেন এমন বিশেষ ক্ষেত্রে বিশেষ অপশন রেখেছে ফেসবুক।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট