পৃথিবীর নিয়ন্ত্রণ নেবে রোবট!

আগামীর যুগ হবে ইন্টারনেট ও যান্ত্রিক ‍বুদ্ধির। মানুষ যেমনি করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তেমনি করে একটি যন্ত্র অপর একটি যন্ত্রের সঙ্গে যোগাযোগ করবে। শুধু তাই নয়, আগামীতে মানুষের সহকর্মী হয়ে কাজ করবে রোবট। রোবটের দখলে থাকবে অনেক কাজ। এমনকি রোবট মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আশঙ্কাও রয়েছে। ভবিষৎতে সড়ক জুড়ে থাকবে চালকবিহীন গাড়ি। এসব গাড়ি নিজে নিজেই অন্য গাড়ির সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।
সম্প্রতি চীনের অনুষ্ঠিত বিশ্ব ইন্টারনেট সম্মেলনে (ডাব্লিউআইসি) প্রযুক্তি বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। দ্বিতীয় বারের মত পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের উ চান শহরে এই সম্মেলন বসেছে গতকাল থেকে।
সম্মেলনে চীনের পাইথু কোম্পানির উপ-পরিচালক ওয়াং সোং বলেছেন, আগামী যুগ হবে ইন্টারনেট ও যান্ত্রিক বুদ্ধির।
তিনি বলেন, আজ থেকে দশ বছর পর ৮০ শতাংশ গাড়ি হবে স্বয়ংক্রিয় ও চালকবিহীন এবং প্রতিটি গাড়ির সাথে প্রতিটি গাড়ির পারস্পরিক যোগাযোগ থাকবে। অন্যভাবে বললে, প্রতিটি গাড়ি হবে একেকটি চলমান কম্পিউটার।
Next Post Previous Post